জন্ম নিবন্ধন যাচাই অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপুর্ন বিষয়। জন্ম নিবন্ধন কি তা আমরা আগেই জেনেছি। আপনি সেটি না দেখে থাকলে এখানে ক্লিক করে তা দেখে নিতে পারেন। এ পর্বে আমরা শিখবো কিভাবে আপনি নিজেই ইন্টারনেট এর সাহায্যে যে কারও জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে যাচাই করবেন।
Table of Contents
জন্ম নিবন্ধন তথ্য যাচাই কি?
কোনো ব্যক্তির জন্ম নিবন্ধনের তথ্য যাচাই হচ্ছে তার জন্ম নিবন্ধনের তথ্যের সঠিকতা প্রমান করা। কোনো কোনো অসাধু ব্যক্তি জন্ম নিবন্ধন সনদে ঘষা-মাজা করে এর তথ্যের বিকৃতি ঘটিয়ে কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে থাকতে পারে। তাই এর সঠিকতা প্রমান করার জন্য এটি যাচাই করা প্রয়োজন।
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি প্রয়োজন?
জন্ম সনদের সত্যতা যাচাই করতে নিবন্ধতি ব্যক্তির সতের ডিজিটের ব্যাপন নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হবে। এই দুটি তথ্য দিয়ে আপনি কম্পিউটারে অথবা আপনার স্মার্টফোনে ইন্টারনেটের সাহায্যে যেকোনো স্থান হতে এর সঠিকতা নিরূপন করতে পারবেন।
কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবেন?
জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে যাচাই করার জন্য কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে এর এ্যাড্রেসবারে টাইপ করুন bdris.gov.bd অথবা এখানে ক্লিক করুন। আপনাকে নিম্নে দেখানো চিত্রের মতো একটি ওয়েব সাইটে নিয়ে যাওয়া হবে।
এখানে আপনি প্রথমে “জন্ম নিবন্ধন” মেনুতে ক্লিক করে নিচের মতো “জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান” অপশনে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন।
এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো ওয়েব পেজে নিয়ে যাওয়া হবে।
এখানে “Birth Registration Number” এর ঘরে কাঙ্খিত ব্যক্তির সতের ডিজিটএর জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিন। এর নিচে “Date of Birth” এর ঘরে জন্ম তারিখ দিয়ে নিন।
এক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই প্রথমে জন্ম সাল এরপর হাইফেন (-) এবার মাস আবারও হাইফেন (-) এবার দিন বসিয়ে নিন। যেমন- 2024-11-30
এবারে নিচের দিকে দেখতে পাবেন একটি ভেরিফিকেশন রয়েছে। সাধারণত এখানে একেক বার একক ধরণের ছোট ছোট অংক সমাধান করতে দেয়া হয়। আপনার ক্ষেত্রে প্রদান করা ফলাফলটি “The answer is” বক্সে লিখে নিয়ে নিচের দিকে Search বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার জন্ম নিবন্ধন তথ্যাদি প্রদর্শিত হবে।
জন্ম নিবন্ধন ম্যাপিং সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
মোবাইল দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবেন?
একইভাবে আপনি আপনার স্মার্টফোন দিয়েও যে কারও জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করে নিতে পারবেন। এ জন্য ফোনের যেকোনো ব্রাউজার ওপেন করে নিয়ে এর এ্যড্রেস বারে টাইপ করুন bdris.gov.bd এর পর নিম্নের চিত্রের মতো Go তে চাপ দিন।
এবারে নিম্নের চিত্রের মতো পেজ এ আপনাকে নিয়ে যাওয়া হবে।
এখানে উপরের ডান দিকে থ্রি ডট আইকনে চাপ দিন। নিম্নের চিত্রের মতো মেনু হতে “Desktop site” অপশনে ক্লিক করুন করুন।
নিম্নের চিত্রের মতো সাইট টি লোড হবে
এবারে স্ক্রিনে দুটি আঙ্গুলের সাহায্যে জুম করে নিন এবং জন্ম নিবন্ধন মেনুতে চাপ দিন। নিম্নের চিত্রের মতো সাবমেনু পাবেন।
এখানে “জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান” অপশনে ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো একটি পেজ পেয়ে যাবেন।
এখানে “Birth Registration Number” এর ঘরে কাঙ্খিত ব্যক্তির সতের ডিজিটএর জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিন। এর নিচে “Date of Birth” এর ঘরে জন্ম তারিখ দিয়ে নিন। এক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই প্রথমে জন্ম সাল এরপর হাইফেন (-) এবার মাস আবারও হাইফেন (-) এবার দিন বসিয়ে নিন।
এবারে নিচের দিকে দেখতে পাবেন একটি ভেরিফিকেশন রয়েছে। সাধারণত এখানে একেক বার একক ধরণের ছোট ছোট অংক সমাধান করতে দেয়া হয়।
আপনার ক্ষেত্রে প্রদান করা ফলাফলটি “The answer is” বক্সে লিখে নিয়ে নিচের দিকে Search বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার জন্ম নিবন্ধন তথ্যাদি প্রদর্শিত হবে।
এভাবে আপনি নিজে নিজেই যে কারও জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করে নিতে পারবেন।
আশা করছি পুরো বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এ সংক্রান্ত কোন মন্তব্য থাকলে তা নিচে আমাদের জানাতে পারেন। আর্টিকেলটি উপকারী মনে হলে শেয়ার করতে ভুলবেন না।