বন্ধু নিয়ে স্ট্যাটাস

বন্ধু নিয়ে স্ট্যাটাস Bondhu niye Caption

পৃথিবীতে বন্ধুত্বের চাইতে মধুর সম্পর্ক আর দ্বিতীয়টি নেই। নিজের মনের ভাব বোঝাতে আমরা এখানে বেশ কিছু বন্ধু নিয়ে স্ট্যাটাস নিয়ে এসেছি। যা খুবই সহজেই আপনার প্রিয় বন্ধুকে পাঠিয়ে দিতে পারেন।

বাছাই করা বন্ধু নিয়ে স্ট্যাটাস

ঈদের খুশির মাঝেও একটা শূণ্যতা থাকবেই,
কারণ তুই নেই রে বন্ধু!

বন্ধুত্ব মানেই বিশাল স্মৃতির ঝুড়ি!

আজ বুঝতে পেরেছি,
তুই আমার কতটা আপন ছিলি!

বন্ধুত্বের কাছে
শিক্ষিত, অশিক্ষিত কোনও ভেদাভেদ নেই।

বন্ধু কম থাকলেও চলবে,
তবে স্বার্থপরতা নয়।

সব থেকে কাছের বন্ধুটা যখন
জীবনে অপরিচিত হয়ে যায়
বুঝে নিও পৃথিবী তখন স্বার্থপর!

প্রকৃত বন্ধু কখনই হারিয়ে যায় না,
হয়তো দূরত্বে।
কিন্তু তারা থাকে হৃদয়ে!

বন্ধুত্ব মানে এমন নয় যে,
তুমি কাকে সবচেয়ে বেশী চেনো,
বন্ধু তো তাকে বলে,
যে তোমার জীবনের দুঃখ-সুখে মিশে থাকে!

সবাই ভাগ্যবান নয়,
জীবন ঝড়ে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু!

বাস্তবতার সম্মুখীন হলে বোঝা যায়,
বন্ধুগুলো তো মাত্র কথায় আপন ছিল!

বন্ধু তোকে বলার তো ছিলো
অনেক কথা।
কিন্তু বেছে নিলাম নীরবতা!

বন্ধু তুমি ভুলে যাবে
এ তো জানাই ছিল।
মিথ্যে অভিনয়টা করার
কি দরকার ছিল!

বন্ধু নিয়ে ক্যাপশন

মনের কথা ফুরায়নি বন্ধু
শুধু তোর কাছে বলার আগ্রহ
হারিয়ে ফেলেছি!

বন্ধু আমি তো এতটা খারাপ ছিলাম না!
একবার খোঁজও নিলা না।

আর কত মানুষকে বিশ্বাস করবো,
কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে
মিথ্যে বলে!

আমি আসলেই ভাগ্যবান।
আমার বন্ধুরা দুঃখও দেয়,
আবার দোষও দেয়!

টাকা থাকলে মানুষ কেনা যায়।
আর টাকা না থাকলে বন্ধু
চেনা যায়!

আমাদের ছেলেদের ফেসবুক স্ট্যাটাসগুলি দেখতে এখানে ক্লিক করুন।

আমার স্বার্থের জন্য তোমাদের সাথে চলি না,
তোমাদের ভালোবাসি, নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে!

দুর্বল আর বোকা ভেবে
আমাকে আঘাত করেছিলি
কিন্তু তোকে তো আমি বন্ধু ভাবতাম!

অনেকটা দেরীতে হলেও বুঝেছি বন্ধু,
সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে নেই।
নিজের আত্মসম্মান নিয়ে টানা-পোড়েন চলে আসে!

তোকে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম
এটাকে আমার দূর্বলতা ভেবেছিলি!

জীবনে অনেক কিছু ফিরিয়ে আনা যায় না।
যেমন, ফেলে আসা সময়, বলে ফেলা কথা,
আর হারিয়ে যাওয়া বিশ্বাস!

নিজেকেই চিনতে পারলাম না
তোকে কিভাবে চিনবো বল!

মানুষ কখনও হারিয়ে যায় না,
আসলে প্রয়োজন হয় না,
তাই খোঁজও নেয় না!

পৃথিবীতে কেউ ব্যস্ত নয়,
তোমাকে যার যতটুকু প্রয়োজন
সে ঠিক ততটাই গুরুত্ব দেবে!

বেঈমানকে গালি দিও না।
তার কারণেই তুমি
কে আপনার আর কে পর
চিনতে শিখেছো!

যাদের নিজের কোনও যোগ্যতা থাকে না,
তারাই অন্যদের নিয়ে বেশী সমালোচনা করে!

বন্ধু তোমার করা ভুলের জন্য
তুমি আজীবন অপরাধী হয়েই থাকবে!

আমায় ধোঁকা দিয়ে আজ খুশি হলেও
এর প্রতিদান সময়ে অবশ্যই ফিরবে!

মুখ দেখে বন্ধুত্ব না করে
ব্যবহার দেখে বন্ধুত্ব করো!

তোর অবহেলাতে কোনও দোষ নেই।
আমি তোর থেকে একটু বেশীই আশা করে ফেলেছি!

ভালো কথা বলা প্রতিটা মানুষই ভালো,
এমনটা নয়।
অনেক দুষ্টু লোকেরাও কিন্তু
মিস্টি মিস্টি কথা বলে!

বন্ধুত্বের জন্য অর্থ নয়,
বিশ্বাসের প্রয়োজন।

বন্ধুত্বের মোড়কে
তোমার দেয়া আঘাতের ক্ষতটা
কখনোই শুকাবে না!

শুথু হায়-হ্যালো,
তারা জানেও না
কেন তার মন থেকে কবেই উঠে গেছে।

প্রিয় বন্ধু,
মনে রেখ, কথার আঘাতে
সম্পর্কের গতিপথ বদলে যায়,
জীবন নয়!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version