BRTA অফিস হতে ড্রাইভিং লাইসেন্স পেতে আগে অনেক ঝামেলা পোহাতে হত। এখন আর সেই ঝামেলা নেই। আপনি সহজেই অনলাইনের সাহায্যে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করতে পারবেন। আজ আমরা শিখব কিভাবে ঘরে বসে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করবেন।
Table of Contents
ড্রাইভিং লাইসেন্স পেতে যা যা প্রয়োজন
ড্রাইভিং লাইসেন্স পেতে কিছু শর্ত রয়েছে। সেই সকল শর্তানুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা আপনার থাকতে হবে। নিম্নে এই সকল শর্তাবলী তুলে ধরা হলো।
- বাংলাদেশের বৈধ জাতীয় পরিচয়পত্রধারী হতে হবে।
- ড্রাইভিং লাইসেন্স পেতে আপনার অবশ্যই Learner বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- ড্রাইভিং লাইসেন্স এর আবেদনকারীর সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হতে হবে ৮ম শ্রেণী পাশ।
- অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২১ বছর হতে হবে।
- পেশাদার বা অপেশাদার উভয় প্রকারের ড্রাইভিং লাইসেন্স পেতে আবেদনকারীকে অবশ্যই মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
বিআরটিএ-তে রেজিস্ট্রেশন করা
প্রথমে আপনি bsp.brta.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। কম্পিউটার বা স্মার্টফোনের যে কোন ওয়েব ব্রাউজারে প্রবেশ করে উক্ত ঠিকানায় প্রবেশ করুন। অথবা এখানে ক্লিক করুন।
নিম্নের চিত্রের মতো একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনাকে একটি বিজ্ঞপ্তি প্রদর্শন করা হবে। আপনি বিজ্ঞপ্তিটি পড়ে দেখতে পারেন। অথবা সেটি চিহ্নিত ক্লোজ বাটনে ক্লিক করে কেটে দিন।
এবারে ডানদিকে উপরে নিবন্ধন অপশনে ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো ইন্টারফেস প্রদর্শিত হবে।
সেখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী চিহ্নিত ১নং স্থানে জন্ম তারিখ বসিয়ে নিন। ২য় স্থানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নিন। ৩য় স্থানে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর দিয়ে নিন। এবারে অনুসন্ধান অপশনে ক্লিক করুন।
সব কিছু ঠিক থাকলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে ভেরিফিকেশন করে নিন।
এবারে আপনার নাম জন্ম তারিখসহ একটি ইন্টারফেস প্রদর্শিত হবে। সেখানে বামে আপনার ইমেইল ঠিকানা দিয়ে নিন। তারপর নিচের দিকে বামে পাসওয়ার্ড দিয়ে নিন এবং একই পাসওয়ার্ড ডান দিকে দিয়ে নিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করুন।
রেজিস্ট্রেশন সফল মর্মে একটি মেসেজসহ আপনার ইমেইল ভেরিফিকেশন করার জন্য বলা হবে।
এবারে আপনি আপনার প্রদানকৃত ইমেইলে প্রবেশ করে BSP হতে প্রাপ্ত ইমেইল লিংক এর উপর ক্লিক করে তা ভেরিফাই করে নিলেই আপনি সফলভাবে বিআরটিএ-তে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
লার্নার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন প্রক্রিয়া
লার্নার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে বিআরটিএ ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে লগইন করে নিতে হবে। সে জন্য বিআরটিএ ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা এখানে ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো ইন্টারফেস প্রদর্শিত হবে। সেখানে আপনার ইমেইল ঠিকানা অথবা মোবাইল নম্বর দিয়ে নিন। নিচের দিকে পাসওয়ার্ড বসিয়ে লগইন বাটনে ক্লিক করুন।
নিম্নের চিত্রের মতো BRTA মূল ইন্সটারফেস দেখতে পাবেন।
সেখানে নিম্নের চিত্রের মতো বাম দিকে ড্রাইভিং লাইসেন্স এর ড্রপ-ডাউন বাটনে ক্লিক করে “ড্রাইভিং লাইসেন্সের আবেদন” নামক অপশন নির্বাচন করুন।
এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো প্রয়োজনীয় তথ্যাদি এবং শর্তাবলী দেখাবে। সেখানে প্রথমে চিহ্নিত ১নং মেডিক্যাল সার্টিফিকের ফরম ডাউনলোড করে নিতে হবে। আপনি চাইলে এখানে ক্লিক করেও সেটি ডাউনলোড করে নিতে পারেন।
আপলোড করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
এবারে নিচে প্রদানকৃত তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রাদির স্ক্যান করা কপিসমূহ তৈরী করে নিন।
আপনার পাসপোর্ট সাইজের ছবি (১৫০ কেবি এর নিচে)।
- ফরম-টি যথাযথভাবে পূরণ করে নিয়ে তা স্ক্যান করে নিন। এক্ষেত্রে এর সাইজ অবশ্যই ৬০০ কেবি এর নিচে থাকতে হবে। মেডিকেল সার্টিফিকেটের কপি (৬০০ কেবি এর নিচে)
- আপনার জাতীয় পরিচয়পত্রের কপি (৬০০ কেবি এর নিচে)
- আপনার হোল্ডিং কর বা বিদ্যুৎ বিল পরিশোধের কপি (৬০০ কেবি এর নিচে)
- শিক্ষাগত যোগ্যতার সনদ এর কপি (৬০০ কেবি এর নিচে)
এরপর উপরের চিত্রে চিহ্নিত ২নং অপশন “আমি সম্মত” অপশন নির্বাচন করুন।
এ পর্যায়ে আপনাকে নিম্নের চিত্রের মতো প্রোফাইল ভেরিফিকেশন করার নির্দেশনা দেয়া হবে। আপনি চিহ্নিত প্রোফাইল আইকনের ড্রপডাউন বাটনে ক্লিক করে সেখান থেকে “প্রোফাইল” অপশন নির্বাচন করুন।
এবারে নিম্নের চিত্রের মতো আপনার প্রোফাইল দেখানো হবে। সেখানে চিহ্নিত “Refresh” অপশন নির্বাচন করেলে আপনার প্রোফাইল এর তথ্যাদি আপডেট হয়ে যাবে।
এরপর প্রোফাইল পিকচারটির উপর ক্লিক করে আপনার সদ্য তোলা ৩০০ বাই ৩০০ পিক্সেল এর ছবি যুক্ত করে নিন। নিচের দিকে আপনার পিতা ও মাতার তথ্য যদি ইংরেজিতে না থাকে তবে তা দিয়ে নিন। আপনার পাসপোর্ট নম্বর থাকতে তা এবং জন্ম নিবন্ধন নম্বর থাকতে তাও দিয়ে নিতে পারেন।
প্রয়োজনীয় সকল তথ্যাদি প্রদানের পর নিচের দিকে থাকা “প্রোফাইল হালনাগাদ” অপশন নির্বাচন করুন। নিম্নের চিত্রের মতো আপনার প্রোফাইল আপডেট সকসেসফুল মেসেজ দেখতে পাবেন।
এবারে আগের মতো বাম দিকে ড্রাইভিং লাইসেন্স এর ড্রপ-ডাউন বাটনে ক্লিক করে “ড্রাইভিং লাইসেন্সের আবেদন” নামক অপশন নির্বাচন করুন।
শর্তাবলী প্রদর্শন করা হবে। সেখানে থাকা “আমি সম্মত” অপশন নির্বাচন করুন।
প্রথম ধাপ
এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো ইন্টারফেস প্রদর্শন করা হবে।
প্রথম স্টেপে দেখে নিন। আপনার নাম পিতা ও মাতার নাম ঠিক আছে কিনা।
সেখানে নিচের দিকে থাকা “Next” অপশনে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ
এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো দ্বিতীয় স্টেপে নিয়ে যাওয়া হবে।
এখানে ড্রাইভিং লাইসেন্সের ভাষা নির্বাচন করে নিন। ডান দিকে আবেদনের ধরণ হতে “LEARNER WITH SMART DRIVING LICENCE” অপশন নির্বাচন করে নিন।
নিচের দিকে “ড্রাইভিং লাইসেন্সের ধরণ” হতে পেশাদার হলে “PROFESSIONAL” এবং অ-পেশাদার হলে “NON-PROFESSIONAL” নির্বাচন করে নিন। মোটরসাইকেল এর জন্য ননপ্রফেশনাল নির্বাচন করে নিলে নিচের দিকে “মোটরযানের শ্রেণী” নামক একটি নতুন অপশনযুক্ত হতে দেখবেন। সেখানে থাকা “MOTORCYCLE” এবং “LIGHT” অপশন নির্বাচন করে নিন।
এরপর “Next” অপশনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ
এবারে আপনাকে একটি ছোট পপআপ মেসেজ দেখাবে। আপনি সেটি কেটে দিন। এরপর আপনাকে নিম্নের চিত্রের মতো ইন্টারফেস প্রদর্শন করা হবে।
এখানকার সকল তথ্যাদি ভালভাবে দেখে দেখে পূরণ করে নিন। তারপর “Next” অপশনে ক্লিক করুন। একটি পপআপ মেসেজ দেখাবে। সেটি ক্লোজ করে দিন।
চতুর্থ ধাপ
আপনাকে নিম্নের চিত্রের মতো চতুর্থধাপে নিয়ে যাওয়া হবে।
এখানে আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্যাদি দেবার পাশাপাশি জরুরী যোগাযোগের বিবরণে কিছু অতিরিক্ত তথ্যাদি প্রদান করতে হবে। যেমন এখানে আপনি আপনার কোন ভাইয়ের, বা পিতা বা কোন নিকটআত্মীয় এর নাম, মোবাইল নম্বর, সম্পর্ক ইত্যাদি তথ্যাদি দিয়ে নিন।
এর নিচের দিকে স্থায়ী ঠিকানার তথ্যাদি দেখতে পাবেন। সেখানেও আপনার সকল প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে নিন।
একদম নিচের দিকে নিম্নের চিত্রের মতো আপনার সার্কেল অফিস ও ভেন্যু এবং পরীক্ষার স্থান দেখতে পাবেন। তারপর “Next” অপশনে ক্লিক করুন।
পঞ্চম ধাপ
পঞ্চম ধাপ এ আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার স্ক্যান করা প্রয়োজনীয় ডকুমেন্টগুলি একে একে আপলোড করে নিন। এখানে কার্ড প্রাপ্তির ধরণ এর স্থানে “BY POST” অপশন নির্বাচন করে নিন।
এখানে নিচের দিকে স্মার্ট কার্ড প্রাপ্তির জন্য আপনার ঠিকানা নির্ধারণ করে দিন। এখানে আপনি বর্তমান, স্থায়ী এবং অন্যান্য এই তিনটি অপশন পাবেন। আপনার কাঙ্খিত অপশন নির্বাচন করে নিন।
এবারে নিচের দিকে থাকা “Submit” অপশন নির্বাচন করুন।
এ পর্যায়ে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। নিম্নের চিত্রের মতো ইন্টারফেস- এ আপনি সেটি দিয়ে নিন এবং যাচাই করুন অপশনে ক্লিক করুন। মনে রাখবেন আপনি কেবল মাত্র তিনবার ওটিপি পাবার রিকুয়েস্ট করতে পারবেন। প্রথমবারে ওটিপি না পেলে নিচের দিকে “এখানে” লিংক এ ক্লিক করে নেবেন।
ওটিপি দেয়া হয়ে গেলে “যাচাই করুন” অপশন নির্বাচন করলে ফি প্রদানের জন্য আরও একটি ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে। সেখানে থাকা “ফি জমা” অপশন নির্বাচন করুন।
এখানে আপনার মোবাইল নম্বরটি দেখতে পাবেন। আপনি এর পাশে টিক মার্ক দিয়ে নিন।
এ ছাড়াও বেশ কিছু তথ্যাদিসহ নিম্নের চিত্রের দেখানো অপশনসমূহ দেখতে পাবেন। সেখানে আপনার পরীক্ষার তারিখ, পরীক্ষার সময় এবং পরীক্ষার স্থান দেখতে পাবেন। সেই সাথে নিচের দিকে মোট টাকার পরিমান দেখতে পাবেন।
এখানকার “ফি জমা দিন” অপশন নির্বাচন করুন।
কিভাবে সহজেই আপনি নিজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন জানতে এখানে ক্লিক করুন।
ফি জমা দেবার নিয়ম
এবারে আপনাকে অপর একটি ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি বেশ কিছু অনলাইন ফি পেমেন্ট মেথড দেখতে পাবেন। আপনি সেখানে থেকে বিকাশ নির্বাচন করে নিন।
নিচের দিকে “I agree with the payment….” অপশনে টিক মার্ক দিয়ে নিয়ে “নিশ্চিত” অপশন নির্বাচন করুন।
এবারে আপনি বিকাশ পেমেন্ট মেথড এর মাধ্যমে বিকাশ মোবাইল নম্বর, ওটিপি, পিন নম্বর ইত্যাদি দিয়ে ফি জমা দিন।
এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো একটি ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে।
সেখানে উপরের দিকে “Print Learner” এবং “Here” অপশনে ক্লিক করে আপনার টাকা জমা দেবার রশিদ এবং লার্নার এর কপি ডাউনলোড করে নিন।
আপনার সাবমিটকৃত সকল ডকুমেন্টসহ এই দুটি কাগজপত্রাদিসহ নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন।
আশা করছি আপনি অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করতে পেরেছেন। বিষয়টি একটু ধীর-স্থিরভাবে করলেই আপনি করতে পারবেন। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে নিম্নে কমেন্টে আমাদের জানাতে পারেন।