মানুষের জীবনে প্রেম ভালোবাসা থাকবেই। ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন। পৃথিবীতে কেউ আমাকে নিয়ে ভাবে, কেউ আমার জন্যে অপেক্ষা করে, কেউ আমার খোঁজ নেয় এটাই তো ভালোবাসা। আর ভালোবাসার মানুষটিকে আপনার মনে কথা তথা ভালোবাসার স্ট্যাটাস পাঠানোর মাঝে এক অন্য রকম অনুভূতি। যা ভাষায় প্রকাশ করার মত নয়।
আমরা এখানে আপনার মনের মত কিছু নতুন ভালোবাসার উক্তি বা স্ট্যাটাস নিয়ে এসেছি। যা একদমই আপনার মনের কথা। তাই আপনার প্রিয় মানুষটিকে এখানে থাকা ভালবাসার স্ট্যাটাসগুলি সহজেই পাঠিয়ে আপনার হৃদয়ের কথাটি এক্ষুনি বলে ফেলুন।
বাছাই করা ভালোবাসার স্ট্যাটাস
তুমি কি জানো আমি এখনো হারিয়ে যাই।
তোমার সাথে আমার প্রথম দেখা সেই মুহূর্তটা মনে করে। তোমাকে ভালো লাগা ভালোবাসার সব মিলিয়ে
সেই সময়টা এখনো আমার মনে নাড়া দেয়।
তোমারও কি এমনটি হয়! 🌺༅༎💝
কেন জানি তোমাকে আমি ভুলিতে পারি না।
তোমাকে ভাবতে গেলে চোখে পানি আসে।
তুমি কি বলতে পারো এটাই কি ভালোবাসা।
তোমার কথা মনে হলে একটি গান
গুনগুন গুন গুন গুন করে বলি,
তুমি দুনিয়া থেকে চুরি করে
আমায় বুকের ভিতর রাখো ধরে।
যেন কেউ জানে না, কোথায় আছি,
আরো আপন করে নাও মোরে।
তোমাকে এক পলক দেখার জন্য বুকটা খাঁ খাঁ করে।
রাস্তার দিকে তাকিয়ে থাকি হাজারো ভিড়ের মাঝে।
যদি তোমাকে একটি পলকের জন্য দেখা যায়।
সখি ভালোবাসা কারে কয়?
সেই ভালোলাগা থেকে ভালোবাসা শুরু।
সেই ভালোবাসায় ডুবে গিয়ে
আজ আমি খেতে পারিনা, ঘুমাতে পারিনা।
হঠাৎ রাতে ঘুম ভেঙ্গে গেলে আর ঘুমাতে পারিনি
তখন আমার দু চোখে পানি চলে আসে
তখন মনে হয় হায়রে ভালোবাসা। ❤️🌿
ভালোবাসা কাকে বলে জানিনা
কেন জানি তোমার কথা মনে হলে বুকটা কেঁপে ওঠে।
তোমাকে ভুলে থাকতে পারি না।
মাঝে মাঝে মনে হয়
তোমাকে যদি বুকের ভেতর আগলে রাখতে পারতাম।
তোমাকে না দেখার যে কি যন্ত্রণা,
তুমি যদি একবার বুঝতে।
তোমাকে আমি কতটা ভালোবাসি জানো কি?
কানে ভেসে আসে তোমার কন্ঠের আওয়াজ
বলতে পারো কেন এত ভালোবাসি।
যত দূরে যাও ব্যাথা তত বাড়ে।
দু চোখে চোখ রেখে
যেও নাকো সড়ে।
আমাদের বাছাই করা অভিমান নিয়ে উক্তিগুলি দেখতে এখানে ক্লিক করুন।
প্রথম দেখায় ভাল লাগা।
ভাল লাগা হতে ভাবনা।
আর ভাবনা হতে হতেই ভালবাসা।
যেন প্রেম হারিয়ে যায়,
খুঁজি শুধু তোমায়।
অনেক উদ্দীপনার মাঝে বেঁচে থেকে
সেই আত্মবিশ্বাস আর ভালোবাসা
শুধু তোমাকেই চাই।
তুমি আসবে বলে,
একদিন রোদেলা দুপুরে
চাপা হাসনাহেনা নানা ফুলের ❤️🌿 বাহারে
সাজানো বাগানখানিতে বসে
আকাশ ছোঁয়া ভালবাসায় চায়ের কাপে
চুমুক দিতে দিতে গল্প করবো
আমাদের ভালবাসার ভবিষ্যৎ নিয়ে।
তুমি আসবে বলে মনের আকাশে
মনে হয় ভালোবাসা নিরক্ষে
সন্ধ্যার আগে যখন সূর্যটা লাল
আবার সরিয়ে মিলিয়ে যায় আকাশের লুকোচুরি খেলায়
তখন কি যে ভালো লাগবে।
কি করে বলবো তোমায়
আমি তোমাকে ভালোবাসি।
একদিন সন্ধ্যা কাটিয়ে দেব,
গল্প করবো, শুধুই ভালবাসার🌺༅༎💝
কানে কানে বলবো ভালোবাসায় ভালোবাসা।
সন্ধ্যার সোনালী আভা
মিলিয়ে যাবে রাতের নিবিড় মিলনে।
যদি তুমি আসো আমি রুদ্র হবো
যদি তুমি আসো আমি কোকিল হব
আকাশের চাঁদ হব রংধনু হব ❤️🌿❤️
তোমার ভালবাসার স্বপ্ন নিয়ে বসে থাকবো।
ভালবাসার অপর নাম বিশ্বাস।
আর বিশ্বাস টিকে থাকে ভালবাসার মাঝে।
তোমার ভালবাসা আমায় বিশ্বাসী করে রাখবে আজীবন।
ভালোবাসার মায়া মমতা আজ আমার কষ্ট
সুখ দিগন্ত যন্ত্রণা মমতা নাম একান্ত দিয়া
ডাকার অধিকার শুধু তোমার ভালোবাসি।
তুমি নেই
বেঁচে থাকা আর বাস করা এক জিনিস নয়
তুমিই তো আমাকে নতুন জীবন দিলে
এখন যা কিছু সব তোমার জন্য। 🌸
তোমার প্রেম আগামী প্রজন্মের
ঠিকানা বিহীন দুজন
সময় স্রোতের ভেসে চলি
সৃষ্টি সূত্রের অন্ধকারে আমার পৃথিবীতে।
অসময়ে এলে তুমি
প্রতিনিয়ত ভেবেছি কখন আসবে তুমি
সুরভী আনন্দ লহর থেমে গেছে
একাকিত্বের দুর্ভিক্ষে
ভালোবাসার ❤️ ক্রীতদাস হয়ে
অথচ তুমি এলে স্মৃতির কামনায়
বিদায় দিয়ে।
ভালবাসা পেলে মানুষ বদলে যায়।
ঠিক ভালবাসলেও মানুষ বদলে যায়।
ভাল থাকুক ভালবাসা।
কেন তাকে এতভাল লাগে।
কেন তার কথাই শুধু মনে জাগে।
কেন আজ আমি এত এনমনা।
এটাই কি তবে ভালবাসা। ❤️
অনেক অভিমান জমে আছে এই বুকে
সবগুলো জমিয়ে রেখেছি
পাঠিয়ে দেব তোকে।
আমাদের প্রেমের ফলাফল কি
আজ দেখা হবে মাত্র সেই নদীটির ধারে
আমরা দুজন ভাগ করে নেব 🌺༅༎💝
বহু বছরের প্রেমের অংক।
আজ আমরা দুজন প্রেমের প্রচ্ছদ
বিভিন্ন রঙ দিয়ে সাজিয়ে স্থানটি থেকে বিদায় নেব।
প্রতিটি দিনের সুখ দুঃখ আর
সামাজিক প্রহসনের জট পেরিয়ে
আমরা একান্ত হবো হৃদয় প্রেমের সাথী করে
ছোট্ট সংসার সাজাবার প্রত্যায় নিয়ে।
আমার চাইতে অনেক ভাল হয়তো পাবে।
কিন্তু সব ভাল-তে কিন্তু ভালবাসা 🌸 থাকেনা।
অনেক যতনে গুছিয়েছি হৃদয়
দু-চোখে স্বপ্ন বুকে নিয়ে আশা।
তোমায় নিয়ে সাজাবো জীবন,
দেবো উজাড় করা ভালবাসা।
স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে 🌺༅༎💝
বাঁধব সুখের ঘর,
হৃদয় ভরা ভালবাসা নিয়ে
সাজাবো বাসর ঘর।
বন্ধু আমি চাইনা তোমার সকল সুখের ভাগ,
যখন তুমি থাকবে দুঃখে দিও মোরে ডাক।
তোমার মুখটা মলিন না হোক
থাক সদা হাসি-খুশি
পাশে না থাকলেও দূর থেকে আমি
তোমায় ভালবাসি ❤️।
জোসনা মাখা চাঁদের আলো,
বন্ধু তোমায় বাসি ভালো। 🌸
বুকের নিঃশ্বাস বদলে গেছে,
হয়ে ভালোবাসা ❤️
একদিন তোমায় বুকেই পাব,
শুধু সেটাই আশা।
কি হয়েছে অবুঝ মনে,
তোমাকেই চায় সারাটি ক্ষণে।
তুমি আছ হৃদয় মাঝে,
তোমায় পাই অনুভবে। 🌸
খুব দূরে নও
আছ হৃদয় মাঝে।
ভালবেসে দেখ
আমায় পাবে।
চোখে কাজল নেই তবে
কানে ছিল লাল রঙের দুল
ঠোঁট রাঙানো ছিলনা তবে
খোপায় ছিল ফুল।
চোখ দুটো বড়, মুখটাতে হাসি,
অসাধারণ দেখতে তোমায়
আমি ভালবাসি। 🌺༅༎💝
কেন তাকে এত ভয় করে,
একটু চোখের আড়াল হলে
হৃদয় তাকে খুঁজে মরে।
তবে কি তাকে বেসেছি ভালো,
আমার হৃদয় তার তড়ে।
কি খবর তোমার এত নীরব কেন
বসে কার কথা ভাবো। 🌸
ভালবাসি তোমায়, বলেই দিলাম
রাজি থাকলে এক চাপো।
আমি এখন অন্ধকারে,
চাঁদ ঢেকেছে মেঘে
যে জন শুধু বেদনাই দিল
মিছে ঘুরি তার পিছে।
অল্প অল্প কথা হতে হতেই
অপলক চোখের দৃষ্টি
ধীরে ধীরে তবে কি হলো ভালবাসার ❤️ সৃষ্টি!
ভাল যদি বাসো এসএমএস দিও
কিছু একটা টক-ঝাল-মিষ্টি,
বদলে পাবে হৃদয় ভরা
শুধু ভালবাসার বৃষ্টি।
তোমার হাতের মিস্টি লেখা
তবে কি বন্ধু তুমি একা।
তোমায় প্রথম যে দিন দেখেছি
সেদিনই ভালবেসেছি।
ভাল কি বাসবে আমায়
এসএমএস করো এক্ষুনি। ওহে শাকচুন্নি
কেউ কি তোমায় বলেছে আজ পর্যন্ত
আমি তোমাকে ভালবাসি? 🌺༅༎💝
বলেনি তো, বলবেও না
তুই তো একটা আস্ত পেত্নি।