কিভাবে ওয়েব ব্রাউজারে পাসওয়ার্ড সেট করবেন

ব্রাউজারে পাসওয়ার্ড সেট করে নিন সহজেই

ব্রাউজারে পাসওয়ার্ড সেট করা মানে ইন্টারনেট এ আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার একটি স্তর বৃদ্ধি করা। অনলাইনে বিচরণের প্রধান মাধ্যম হচ্ছে ব্রাউজার। আর অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্টে আমাদের প্রতিদিনই লগইন করতে হয় নানা ধরণের পাসওয়ার্ড দিয়ে। এ সকল পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে আপনার ব্যবহৃত ওয়েব ব্রাউজারে পাসওয়ার্ড সেট করে নিন, সবার আগে।

ব্রাউজার পাসওয়ার্ড কি?

আমরা ইন্টারনেট ব্যবহার করতে সাধারণত যে কোনো ব্রাউজার ব্যবহার করে থাকি। একটি কম্পিউটার চালু করার সময়ে এতে লগ ইন পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন পরে। ঠিক একইভাবে কম্পিউটারে থাকা ব্রাউজারে পাসওয়ার্ড দ্বারা লগ ইন করার পর তা ব্যবহার করা হলো একটি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। এটি একটি কম্পিউটারে একাধিক ব্যবহারকারীর জন্য অত্যন্ত সুবিধাজনক। এতে ব্যবহারকারী ব্রাউজারের আলাদা প্রোফাইল তৈরী করে নিয়ে সেটিতে একটি পাসওয়ার্ড সেট নিতে পারেন। এতে উক্ত ব্যবহারকারীর সেটিংস, এক্সটেনশনসহ ব্রাউজারে সঞ্চিত ডেটা সুরক্ষিত থাকে।

কেন ব্রাউজারে পাসওয়ার্ড দেওয়া প্রয়োজন?

ওয়েব ব্রাউজারে পাসওয়ার্ড সেট করলে উক্ত ব্রাউজারের মাধ্যমে আপনার অ্যাক্সেস করা অনলাইন অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করার জন্য একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করে। এছাড়াও আরো কিছু কারণ রয়েছে যে, ব্রাউজারে কেন পাসওয়ার্ড সেট করা গুরুত্বপূর্ণ?

অ্যাকাউন্টের নিরাপত্তা: আপনি যখন আপনার ওয়েব ব্রাউজারে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন তখন এটি আপনার ব্রাউজ করা অনলাইন অ্যাকাউন্ট যেমন ইমেইল, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন ব্যাঙ্কিং ইত্যাদি তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করে। এটি আপনার অ্যাকাউন্টের তথ্যাদি অনাকাঙ্খিত ব্যক্তিদের অ্যাক্সেস করতে বাধা দিয়ে আপনার নিরাপত্তা নিশ্চিত করে।

ডেটা সুরক্ষা: প্রায় সকল ব্রাউজারই এর ব্যবহারকারীর সুবিধার জন্য বিভিন্ন সাইটে প্রবেশের ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ডের মতো গুরুত্বপূর্ণ তথ্যাদি বার বার টাইপ করার ঝামেলা হতে মুক্তির জন্য সংরক্ষণ করে থাকে। তাই আপনি যখনই কোনও ওয়েবসাইট পরিদর্শন করতে যাবেন তখন আপনাকে সেগুলি আর মনে রাখতে হবে না৷ আপনি শুধু ব্রাউজারে একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করে নিয়ে এই সঞ্চিত ডেটাগুলোর একটি অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা যুক্ত করে নিতে পারেন। এতে অনাকাঙ্খিত ব্যক্তিদের জন্য আপনার এ সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করা আরও কঠিন হয়ে উঠবে।

গোপনীয়তা: ব্রাউজার দ্বারা ইন্টারনেট অ্যাক্সেস করার সময় আপনার ব্রাউজিং হিস্টোরি, বুকমার্ক এবং অন্যান্য সংরক্ষিত তথ্যাদির সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে ব্রাউজারের পাসওয়ার্ড আপনার গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করে। বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনার ব্যবহৃত ডিভাইসটি অন্য কেউ ব্যবহার করে থাকেন। যেমন পরিবারের অন্যান্য সদস্য বা দাপ্তরিক ক্ষেত্রে কোনো সহকর্মীদের সাথে।

ওয়েব ব্রাউজারে পাসওয়ার্ড সেট করা মানে আপনার অনলাইন অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তা রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। এটি আপনার ব্রাউজারে সঞ্চিত ডেটা সুরক্ষার মাধ্যমে আপনার ও আপনার ডিভাইসের নিরাপত্তা বাড়ায়।

কিভাবে গুগল ক্রোম এ পাসওয়ার্ড সেট করে নেবেন?

এবারে আমরা শিখব জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম এ কিভাবে পাসওয়ার্ড সেট করে নিতে হয়। অর্থাৎ এ ব্রাউজারটি প্রতিবার চালু করার সময় আপনাকে পাসওয়ার্ড দিতে হবে।

এ জন্য আগে থেকে ইন্সটল করা গুগল ক্রোম ব্রাউজার চালু করে নিন। এবার ক্রোম ওয়েব স্টোর হতে LockPW নামক এক্সটেনশন আপনার ব্রাউজারে Add করে নিন অথবা এখানে ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো একটি পেজ ওপেন হবে।

সেখানে ডান দিকে দেখতে পাবেন Add to Chrome বাটন। সেখানে ক্লিক করুন। নিম্নে দেখানো চিত্রের মতো একটি মেসেজ দেখাবে।

এ পর্যায়ে Add extension বাটনে ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো পেজ এ আপনাকে নিয়ে যাওয়া হবে।

এখানে উপরে দেখানো মেসেজের ক্লোজ বাটনে ক্লিক করে নিন। তারপর Next বাটনে ক্লিক করুন। নিম্নে দেখানো চিত্রের মতো সেটিংস উইন্ডো ওপেন হবে।

এখানে ডান দিকে এন্টার পাসওয়ার্ড বক্সে আপনার কাঙ্খিত পাসওয়ার্ড দিয়ে নিন। একই পাসওয়ার্ড দ্বিতীয় ঘরেও দিয়ে নিয়ে তার নিচে এন্টার পাসওয়ার্ড হিন্ট বক্সে আপনার পাসওয়ার্ড সম্পর্কে কিছু সাংকেতিক অক্ষর লিখে নিন।

এবার বাম দিকে চিহ্নিত ঘরে আপনি সর্বোচ্চ কতবার ভুল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করতে পারবেন তার পরিমান লিখে নিন। এখানে অন্যান্য সেটিংস সমূহ আর কোন পরিবর্তন না করে শেষে Save বাটনে ক্লিক করুন।

The password protection is turned on! নামক মেসেজ দেখাবে। আপনি সফলভাবে আপনার ব্রাউজারে পাসওয়ার্ড সেট করে নিতে পেরেছেন।

এবারে ব্রাউজারটি কেটে দিয়ে আবার চালু করার চেষ্টা করুন। দেখতে পাবেন নিম্নের চিত্রের মতো এটি পাসওয়ার্ড চাইবে। কোনো কারণে পর পর তিনবার ভুল পাসওয়ার্ড প্রবেশ করালে এটি স্বয়ংক্রিয়ভাবে ব্রাউজারটির Incognito মোডে চালু হবে।

পূর্বে দেয়া পাসওয়ার্ড প্রবেশ করিয়ে Login করে নিন। ব্যাস এবারে ব্রাউজারের এই প্রোফাইলে আর কেউ প্রবেশ করতে পারবেন না তথা, এই প্রোফাইলে সংরক্ষিত ব্রাউজার হিস্টোরি, সেভ করা পাসওয়ার্ড ইত্যাদি আর কেউ দেখতে পারবে না।

ক্রোম হতে পাসওয়ার্ড এক্সটেনশন রিমুভ করা

যদি কোন কারণে ব্রাউজারে এই পাসওয়ার্ড দেয়ার অপশনটি বাতিল করতে চান তবে নিম্নের চিত্রের মতো এক্সেটেনশন আইকনে ক্লিক করুন। এবারে LockPW এক্সটেনশনের থ্রি ডট মেনুতে ক্লিক করে Remove from Chrome অপশনে ক্লিক করুন।

আপনার কমান্ড নিশ্চিত হবার জন্য আপনাকে নিম্নের চিত্রের মতো আরও একটি মেসেজ দেখাবে। সেখানে Remove বাটনে ক্লিক করলেই এক্সটেনশটি আনইন্সটল হয়ে যাবে।

পরিশেষে, আশা করছি আপনি সফলভাবে আপনার ব্যবহৃত ক্রোম ব্রাউজারে একটি শক্তিশালী পাসওয়ার্ড সংযুক্ত করতে পেরেছেন। কোন অংশ বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।

ভিডিও আকারে দেখতে-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version