ওয়াই-ফাই পাসওয়ার্ড জানলেও ইন্টারনেট ব্যবহার অসম্ভব

ম্যাক ফিল্টারিং: আপনার WiFi এর নিরাপত্তা নিশ্চিত করুন এখনই

আমাদের WiFi এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদেরকেই। আপনার WiFi অন্য কেউ ব্যবহার করে থাকলে কিভাবে তা প্রতিকার করবেন এবং ম্যাক ফিল্টারিং করে অন্য কারও ইন্টারনেট ব্যবহার বন্ধ করা তথা ওয়াইফাই পাসওয়ার্ড জানার পরও যাতে আপনার WiFi অন্য কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়টি কিভাবে নিশ্চিত করবেন তা আমরা আজ এই পোষ্টে জানতে চেষ্টা করব।

WiFi কি?

ওয়াইফাই বা WiFi হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি (wireless fidelity) এর সংক্ষিপ্ত রূপ। এটি এমন একটি প্রযুক্তি যা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে কোনও রকম কেবল সংযোগ ছাড়াই যোগাযোগ সক্ষম করে তোলে। এর দ্বারা সহজেই বিনা তারে একাধিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ ব্যবহার করা সম্ভব। WiFi রাউটার নামক একটি WiFi-hub যন্ত্রের সাহায্যে এতে সংযোগকৃত ইন্টারনেট কানেকশন হতে রেডিও ওয়েভ পদ্ধতিতে তথ্য প্রেরণ এবং গ্রহণ করার সুবিধা দিয়ে থাকে। যা দ্বারা কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাব ডিভাইসগুলিতে সহজেই ইন্টারনেট অ্যাকসেস করা যায়। WiFi আধুনিক যুগের একটি আশ্চার্য wireless প্রযুক্তি।

WiFi বর্তমানে আমাদের আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে। WiFi এর মাধ্যমে একজন ব্যবহারকারী ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার সহজেই অ্যাক্সেস করতে পারেন। যা দিয়ে ওয়েবসাইট ব্রাউজ, ভিডিও দেখা, মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করাসহ আরও অসংখ্য কার্যাদি সম্পাদন করা সম্ভব। ওয়াইফাই এর উচ্চতর গতি, উন্নত নিরাপত্তা প্রোটোকল এবং বিস্তৃত পরিসরে এর অগ্রগতির সাথে বছরের পর বছর ধরে WiFi উন্নত থেকে উন্নততর হয়ে উঠছে। ওয়াইফাই একটি অপরিহার্য প্রযুক্তি যা আমাদেরকে সংযুক্ত থাকতে এবং ওয়্যারলেসভাবে ডিজিটাল বিশ্ব গড়ার মূল হাতিয়ার।

WiFi পাসওয়ার্ড কি?

ওয়াইফাই পাসওয়ার্ড হচ্ছে একটি নিরাপত্তা ব্যবস্থা যা আপনার ওয়াইফাই নেটওয়ার্ক-এ অনাকাঙ্খিত অ্যাক্সেস থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওয়াইফাই নেটওয়ার্ক তথা রাউটার সেটআপ করার সময় এর এডমিন এতে WiFi নেম তথা SSID এবং পাসওয়ার্ড সেট করে থাকেন। যা দ্বারা এই রাউটার হতে সৃষ্ট নেটওয়ার্কে অ্যাক্সেস পাওয়ার জন্য একটি নিরাপত্তা হিসেবে কাজ করে। ওয়াইফাই পাসওয়ার্ড ব্যতিত যেকোনও ডিভাইস এই নেটওয়ার্কে যোগ দিতে পারবে না তথা ইন্টারনেট সংযোগের সুবিধা উপভোগ করতে পারবে না।

WiFi এর নিরাপত্তা কেন জরুরী?

কিছুদিন থেকেই কি আপনার নেট স্লো? আপনার রাউটারের WiFi পাসওয়ার্ড কি অন্য কেউ জেনে গেছে! আপনার রাউটার কি অন্য কেউ আপনার অজান্তে ব্যবহার করছে?

বিশেষ করে কেউ যদি আপনাকে না জানিয়ে আপনার WiFi সংযোগ ব্যবহার করতে পারে তবে ধরে নিতে হবে আপনার নিরাপত্তা হুমকীর মুখে। আপনার অজান্তে সেখান থেকে ম্যালওয়্যার ছড়াতে পারে, আবার WiFi এর মাধ্যমে ফাইল শেয়ার করার অপশন চালু থাকলে আপনার ফাইল অন্য কেউ সহজেই দেখে নিতে পারে।

সময়ের সাথে সাথে উন্নত হচ্ছে প্রযুক্তি। পাল্টে যাচ্ছে আমাদের জীবণমান। বর্তমান পকেটে পকেটে স্মার্টফোন। আর স্মার্টফোন মানেই ইন্টারনেট সংযোগ। প্রায় মানুষের বাড়িতে বাড়িতে রয়েছে WiFi কিন্তু এমন অনেক সিস্টেম রয়েছে যা ব্যবহার করে অনায়াসে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড বের করা সম্ভব। নানা উপায়ে আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারে যখন তখন, যে কেউ।

তাছাড়া আপনি হয়তো আপনার ওয়াইফাই পাসওয়ার্ড আপনার কোন এক কাছের মানুষকে জানিয়ে দিলেন সেখান থেকে QR কোডের মাধ্যমে একজন থেকে আর একজন, তারপর সেখান থেকে আর একজন এভাবেই অধিক সংখ্যক ব্যবহারকারীর কারণে আপনি আপনার কাজের সময় কাঙ্খিত নেট স্পিড হয় তো পাচ্ছেন না। তাই ওয়াইফাই এর নিরাপত্তা অত্যন্ত জরুরী।

কিভাবে ম্যাক ফিল্টারিং করে WiFi অন্য কেউ ব্যবহার বন্ধ করবেন?

চিরতরে এ সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন। এমনকি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড জেনে ফেললেও কোন সমস্যা নেই। শুধুমাত্র আপনার অনুমোদন করা ডিভাইসগুলোই আপনার ওয়াইফাই সংযোগ ব্যবহার করতে পারবে। আর অন্য কেউ নয়। আবার এমন কোনও সিস্টেম নেই বা কোন রকম কিউআর কোড দিয়েও আপনার ওয়াইফাই সংযোগ কেউ, কোনদিনও ব্যবহার করতে পারবেনা এ রকমের নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করতে আমরা রাউটারে ম্যাক ফিল্টারিং সিস্টেম ব্যবহার করবো।

এ জন্য আপনাকে যা করতে হবে-

রাউটারে লগইন

প্রায় সকল ধরণের রাউটারের সিস্টেম একই ধরণের তাই আপনাকে এ কাজে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখানে দেখানো পদ্ধতি অনুসরণ করতে হবে।প্রথমে আপনার কম্পিউটারে থাকা Firefox বা যেকোন ব্রাউজার ওপেন করে নিন। এবারে এর অ্যাড্রেস বারে রাউটারের আইপি অ্যাড্রেস টাইপ করুন যেমন- 192.168.1.1 এবং কিবোর্ড হতে এন্টার কি প্রেস করুন (আমরা এখানে Netis রাউটার ব্যবহার করেছি, আপনি যেকোনও রাউটার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে রাউটারের নিচের দিকে আইপি অ্যাড্রেস পেয়ে যাবেন)। নিম্নের চিত্রের মতো একটি ইন্টারফেস আসবে।

সেখানে উইজার নেম ও পাসওয়ার্ড দিয়ে নিন। যা আপনার ক্রয় করা রাউটারের প্যাকেটেই পেয়ে যাবেন। এবারে কিবোর্ড হতে এন্টার কি প্রেস করুন। নিম্নের চিত্রের মতো একটি ইন্টারফেস পাবেন।

এবারে ডান দিকের “Advanced” বাটনে ক্লিক করুন। এবারে নিম্নের চিত্রের মতো ইন্টারফেস আসবে।

সেখানে বাম দিক হতে “Wireless” অপশনে ক্লিক করুন। এরপর নিচের দিকে “MAC Filtering” অপশনে ক্লিক করুন।

এবারে ডান দিকে “Wireless MAC Filtering” এর Enable রেডিও বাটনে ক্লিক করুন। তারপর Filtering Rule এর “Permit the listed devices to access the network, others are denied” রেডিও বাটনে ক্লিক করুন।

ম্যাক ফিল্টারিং করতে ম্যাক অ্যড্রেস যুক্ত করণ

এরপর “Wireless MAC Filtering List Management” এর Description বক্সে আপনি যে ডিভাইসগুলোতে ওয়াইফাই ব্যবহার করবেন তার নাম (ইচ্ছে মতো) দিয়ে নিন।

নিচের দিকে MAC Address বক্সে উক্ত ডিভাইসগুলির ম্যাক অ্যাড্রেস দিয়ে নিন। ম্যাক অ্যাড্রেস দেবার সময় একটু সচেতন থাকবেন যেন তা ভুল না হয়।

এরপর নিচের দিকে “Add” বাটনে ক্লিক করুন। দেখতে পাবেন আপনার প্রদানকৃত ম্যাক অ্যাড্রেসসহ ডিভাইসটি নিচের দিকে MAC Filtering List বক্সে যুক্ত হবে।

এভাবে আপনি আপনার প্রয়োজনীয় সকল ডিভাইসের নাম ও ম্যাক অ্যাড্রেস সেট করে নিন। সব শেষে সেভ বাটনে ক্লিক করুন। রাউটারটি স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে।

ব্রাউজারটি কেটে দিন। এবারে আপনি দেখতে পাবেন শুধুমাত্র ম্যাক অ্যাড্রেস যুক্ত করা ডিভাইসগুলিতে কেবল WiFi সংযোগ দেয়া সম্ভব হচ্ছে। অন্যান্য ডিভাইসগুলিতে আর কোনও ক্রমেই WiFi সংযোগ দেয়া সম্ভব হবে না।

আশা করছি আপনি সফলভাবে MAC Filtering এর মাধ্যমে আপনার রাউটারের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছেন।

ভিডিও আকারে-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version