আমরা কম্পিউটার ব্যবহারকারীগণ এটি জানি যে, একটি কম্পিউটারকে গতিশীল রাখতে এর সি ড্রাইভ খালি রাখা বা ফাঁকা রাখা/পরিস্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ব্যবহারের ফলে এর ব্যবহারকারীর নানাভাবে তৈরী করা অসংখ্য অপ্রয়োজনীয় ফাইল ধীরে ধীরে জমতে জমতে তা এই গুরুত্বপূর্ণ ড্রাইভের জায়গা দখল করে নেয়। ফলে কম্পিউটার হয়ে যায় ধীরগতি সম্পন্ন। তাই একটি কম্পিউটারের পারফরম্যান্স ধরে রাখতে সি ড্রাইভের অপ্রয়োজনীয় ফাইলগুলি মুছে ফেলতে আমরা এখানে কয়েকটি উপায় সম্পর্কে আলোচনা করব। যা অনুসরণ করে আপনি আপনার কম্পিউটারটিকে রাখতে পারেন চমৎকার গতিশীল।
Table of Contents
সি ড্রাইভ খালি রাখার উপায়
কম্পিউটারের সি ড্রাইভ খালি রাখার জন্য এখানে আমরা কয়েকটি উপায় সম্পর্কে আলোচনা করব। যা অনুসরণ করে আপনি সহজেই আপনার কম্পিউটারের সি ড্রাইভ খালি রেখে এর গতি ধরে রাখতে পারবেন।
ইউজার ফাইল মুছে ফেলা
ইউজার ফাইল মুছে ফেলা বলতে কম্পিউটার ব্যবহারকারীর তৈরী বিভিন্ন অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলাকে বোঝানো হয়েছে। এর আওতায় আপনার কম্পিউটারের ডেস্কটপ, ডকুমেন্টস, পিকচার, মিউজিক, ভিডিও, ডাউনলোড ফোল্ডার ইত্যাদি। এ সকল ফোল্ডার হতে আপনার তৈরী করা বা ডাউনলোড করা অপ্রয়োজনীয় ফাইলগুলি মুছে ফেলুন।
একান্ত মুছে না ফেলতে চাইলে অথবা প্রয়োজনীয় হলে তা সি ড্রাইভ হতে সরিয়ে অন্য কোনও ড্রাইভে নিতে পারেন।
অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আনইন্সটল করা
একান্ত অপ্রয়োজনীয় বড় আকারের কোন অ্যাপ্লিকেশন কম্পিউটারে ইন্সটল করা থাকলে তা সঠিক উপায়ে আনইন্সটল করে নিন। কিভাবে সঠিক উপায়ে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আনইন্সটল করবেন জানতে এখানে ক্লিক করুন।
কিভাবে ইনস্টল করা বড় সাইজে অ্যাপ্লিকেশন খুঁজে বের করবেন?
কম্পিউটারে ইনস্টলকৃত বড় সাইজের সফটওয়্যারগুলি সহজে খুঁজে পেতে চাইলে নিম্নে দেখানো পদ্ধতি অনুসরণ করতে পারেন।
স্টার্ট মেনুতে ক্লিক করে নিম্নের চিত্রের মতো সেখানে থাকা Settings অপশন নির্বাচন করুন।
এখন নিম্নের চিত্রের মতো সেখানে থাকা “Apps” অপশন নির্বাচন করুন।
এবারে নিম্নের চিত্রের মতো “Sort by” অপশনের ড্রপডাউন বাটনে ক্লিক করে “Size” অপশন নির্বাচন করুন।
এবারে নিম্নের চিত্রের মতো সব থেকে বড় সাইজের ইন্সটলকৃত সফটওয়্যার এর তালিকাগুলি দেখতে পাবেন।
সেখানে থাকা অপ্রয়োজনীয় বড় সাইজের অ্যাপগুলি আনইনস্টল করে নিন।
টেম্পোরারি ফাইল মুছে ফেলা
আমাদের কম্পিউটারে নানা ধরনের কাজ করার সময় অসংখ্য টেম্পোরারি বা অস্থায়ী ফাইল তৈরী হয়ে থাকে। যা কম্পিউটারের সি ড্রাইভ এর জায়গা দখল করে থাকে। এ সকল অস্থায়ী ফাইলগুলি মুছেফেলে আমরা সহজেই সি ড্রাইভ খালি করতে পারি।
এ কাজের জন্য আপনাকে কিবোর্ড হতে “Windows + R” কি-দ্বয় প্রেস করতে হবে। এতে করে নিম্নের চিত্রের মতো Run কমান্ড ডায়লগ বক্স ওপেন হবে।
এখানে টাইপ করুন “temp” এবং কিবোর্ড হতে এন্টার কি প্রেস করুন অথবা Ok বাটন নির্বাচন করুন। এবারে নিম্নের চিত্রের মতো অস্থায়ী ফাইলের একটি ফোল্ডার ওপেন হবে।
এখানে থাকা সকল ফোল্ডার এবং ফাইলগুলি মুছে ফেলে আপনার কম্পিউটারের সি ড্রাইভ খালি করে নিতে পারেন।
একইভাবে আবারও Run কমান্ড চালু করে “temp” এর স্থলে “%temp%” টাইপ করে নিয়ে এন্টার কি প্রেস করে একইভাবে সেখানে থাকা সকল ফাইলগুলি মুছে ফেলুন।
আবারও একইভাবে Run কমান্ড চালু করে “%temp%” এর স্থলে “prefetch” টাইপ করে নিয়ে এন্টার কি প্রেস করুন এবং একইভাবে সেখানে থাকা সকল ফাইলগুলি মুছে ফেলুন।
এ প্রক্রিয়ায় এক বা একাধিক ফাইল বা ফোল্ডার মুছতে না চাইলে তা সেভাবেই রেখে দিন।
উইন্ডোজের পুরাতন ফাইল মুছে ফেলা
কম্পিউটারের উইন্ডোজ আপডেট দেবার পর এর পুরাতন ফাইলগুলি সি ড্রাইভে একটি “Windows.old” নামক ফোল্ডারে জমিয়ে রাখে। যা মুছে ফেলে সি ড্রাইভের অনেকখানি স্পেস খালি করা সম্ভব।
আপনার কম্পিউটারের উন্ডোজ আপডেট দেবার পর সি ড্রাইভের ফাইলগুলি ভালোভাবে দেখে নিন সেখানে “Windows.old” নামক ফোল্ডার তৈরী হয়েছে কি না।
প্রয়োজনে হিডেন ফাইলগুলি আনহাইড করে নিন। এ জন্য আপনাকে যা করতে হবে-
নিম্নের চিত্রের মতো যে কোন ফোল্ডার এর “View” মেনুতে ক্লিক করুন। এবারে সেখানে চিহ্নিত “Hidden items” এর অপশন-এ টিক চিহ্ন দিয়ে নিন।
রিসাইকেল বিন হতে ফাইল মুছে ফেলা
কোন কম্পিউটারের যে ড্রাইভ হতেই কোন ফাইল বা ফোল্ডার মুছে ফেলেন না কেন তা কিন্তু আপনার কম্পিউটারের “Recycle Bin” নামক স্থানে জমা হয়ে থাকে।
এটি আপনার কম্পিউটারের ডেস্কটপ দেখতে অনেকটা উপরের চিত্রের মতো। সেখানে থাকা ফাইলগুলি মুছে ফেলতে হতে উক্ত আইকনের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করুন।
এবারে সেখানে থাকা “Empty Recycle Bin” অপশন নির্বাচন করুন। এতে করে এখানে থাকা আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভ হতে মুছে ফেলা ফাইলগুলি চিরতরে মুছে যাবে। যদিও এতে জমাকৃত ফাইল বা ফোল্ডারগুলি কম্পিউটারের বিভিন্ন ড্রাইভের তারপরও এতে করে কম্পিউটারের স্পিড বৃদ্ধি পাবে।
এ সকল উপায়ে আপনি সহজেই আপনার কম্পিউটারের সি ড্রাইভ খালি করে আপনার কম্পিউটারের গতি ধরে রাখতে পারেন। মনে রাখবেন আপনি যত বেশী সি ড্রাইভ ফাকা রাখবেন আপনার কম্পিউটারের কাজের গতি ততটাই ভালো থাকবে।
পরিশেষে আশা করছি আপনার কম্পিউটারের সি ড্রাইভ খালি করে একে উপযুক্ত কর্মক্ষম রাখতে উপরের টিপসগুলি আপনার কাজে লাগবে।