কম্পিউটারে সম্পাদিত কাজের ফলাফল হাতে-কলমে পাবার একটাই অপশন, আর তা হলো প্রিন্ট কপি। আর সেটি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোন হতে প্রিন্ট করা যায়, তবে কেমন হয়
প্রযুক্তির কল্যানে আজ প্রায় সকলের হাতে হাতেই স্মার্টফোন। আর এ সকল স্মার্টফোন দিয়ে প্রায় কম্পিউটারের মতোই অনেক কাজ করা সম্ভব। ছবি, ডকুমেন্ট, এক্সেল সিট ইত্যাদি ফাইলগুলি সম্পাদনা করার জন্য রয়েছে অসংখ্য অ্যাপ। কম্পিউটারের মতোই এ সকল অ্যাপ দিয়ে সহজেই আপনি কাঙ্খিত ফাইলগুলির কাজ সেরে ফেলতে পারেন আপনার মোবাইল ফোন দিয়ে। সেই সাথে মোবাইল ফোন হতে প্রিন্ট-ও করে নিতে পারবেন সহজেই।
এই পোষ্টে আমরা আজ শিখব কিভাবে স্মার্টফোন তথা মোবাইল ফোন হতে প্রিন্ট করবেন।
Table of Contents
কোন ধরণের প্রিন্টার প্রয়োজন?
এ জন্য আপনার প্রয়োজন হবে LAN কেবল অপশনযুক্ত প্রিন্টার অথবা ওয়াইফাই বা ব্লুটুথ সাপোর্ট করে এমন প্রিন্টার। এ ছাড়াও বর্তমানে USB-C বা লাইটনিং তারের মাধ্যমে সরাসরি সংযোগ সমর্থন করে এমন প্রিন্টারও পাওয়া যায়। ফোন হতে প্রিন্ট করার জন্য এই ধরণের সংযোগ সুবিধাযুক্ত প্রিন্টার প্রয়োজন হবে।
মোবাইল ফোনের সাথে প্রিন্টারের সংযোগ করা
প্রথমেই আপনাকে মোবাইল ফোনের সাথে উপরোক্ত যে কেনো মাধ্যমে প্রিন্টারের সংযোগ স্থাপন করে নিতে হবে। সংযোগ স্থাপন করার পরই আপনার মোবাইল ফোন হতে যে কোন ছবি, ডকুমেন্ট ইত্যাদি প্রিন্ট করতে পারবেন।
LAN কেবল সমর্থিত প্রিন্টার
LAN কেবল সমর্থিত প্রিন্টার হলো সরাসরি প্রিন্টার থেকে রাউটারে মধ্যে একটি ইথারনেট কেবল ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কের যুক্ত করার সুবিধা সম্বলিত প্রিন্টার। এক্ষেত্রে আপনি উক্ত নেটওয়ার্কের আওতায় একধিক ডিভাইস থেকে সহজেই প্রিন্ট করতে পারবেন।
এ ধরণের প্রিন্টারে ল্যান কেবল সংযোগ দেয়া মাত্র প্রিন্টারের স্ক্রীনে আপনি একটি আইপি এ্যড্রেস দেখতে পাবেন। আপনি এ্যড্রেস টি কোথাও লিখে রাখুন। মনে রাখবেন আপনার নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলির একটিভিটির সংখ্যা ভেদে আইপি এ্যড্রেস পরিবর্তন হতে পারে।
এবার আপনার স্মার্টফোনটি উক্ত রাউটারের বা উক্ত নেটওয়ার্কের যে কোন রাউটারের সাথে ওয়াইফাই কানেক্ট করে নিন।
Wi-Fi সমর্থিত প্রিন্টার
Wi-Fi সমর্থিত প্রিন্টারে মোবাইল ফোন হতে প্রিন্ট করার জন্য আপনার Wi-Fi সমর্থিত প্রিন্টার এবং মোবাইল ফোনকে একই Wi-Fi নেটওয়ার্কে সংযুক্ত করে নিন।
ব্লুটুথ সমর্থিত প্রিন্টার
ব্লুটুথযুক্ত প্রিন্টার হতে মোবাইল ফোনের মাধ্যমে প্রিন্ট করার জন্য মোবাইল ফোনের ব্লুটুথের সাথে ব্লুটুথ প্রিন্টারের সংযোগ স্থাপন করে নিন।
USB-C বা লাইটনিং কেবল সমর্থিত প্রিন্টার
কিছু আধুনিক প্রিন্টার একটি USB-C বা লাইটনিং তারের মাধ্যমে সরাসরি সংযোগ সমর্থন করে। সেক্ষেত্রে উক্ত কেবলের সাহায্যে আপনার মোবাইল ফোনের সাথে প্রিন্টারের সংযোগ দিয়ে নিন।
মোবাইল ফোন হতে প্রিন্ট করা
প্রিন্টারের সাথে মোবাইল ফোনের সংযোগ স্থাপন করার পর প্রিন্ট করার জন্য আপনার ফোন হতে কাঙ্খিত ফাইলটি ওপেন করুন। এবারে নিচের বাম দিকে Share অপশন নির্বাচন করুন অথবা উপরের ডান দিকে থ্রি ডট মেনুতে টাচ করে প্রিন্ট অপশনে টাচ করুন (আপনার স্মার্টফোনের ধরণ অনুযায়ী এদিক সেদিক হতে পারে)।
এবারে নিম্নের চিত্রের মতো ইন্টারফেস হতে প্রিন্ট অপশনটি নির্বাচন করুন।
মোবাইল ফোনের সাথে সংযোগ দেয়া প্রিন্টারটির আইপি এড্রেসসহ নেটওয়ার্কে কানেক্টেড প্রিন্টারটির নাম ও মডেল দেখতে পাবেন।
আপনার প্রিন্টারটির নাম যদি দেখতে না পেয়ে থাকেন তবে “All printers…” অপশনে টাচ করুন। কিছুটা সময় নিয়ে সংযুক্ত এক বা একাধিক প্রিন্টারের তালিকা দেখাবে। সেখানে আপনার প্রিন্টারটি সিলেক্ট করে নিন।
এবার প্রিন্ট আইকনে টাচ করুন। ফাইলটি প্রিন্ট হয়ে যাবে। এভাবে আপনি আপনার মোবাইল হতে যে কোন পিডিএফ, ছবি বা ইমেজ, ওয়ার্ড, এক্সেল ইত্যাদি ফাইল ওপেন করে নিয়ে প্রিন্ট করতে পারবেন।
একইভাবে LAN কেবল বিহীন WiFi অথবা Bluetooth যুক্ত প্রিন্টারেও আপনি সরাসরি আপনার স্মার্টফোন হতে WiFi অথবা Bluetooth চালু করে যে কোনও ফাইল ওপেন করে নিয়ে সহজেই প্রিন্ট করে নিতে পারবেন।
মোবাইল ফোন হতে প্রিন্ট করা বেশ সুবিধাজনক একটি পদ্ধতি। প্রিন্টারের সাথে আপনার ফোনের সঠিকভাবে সংযোগ স্থাপনসহ কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে আপনি কম্পিউটার ছাড়াই আপনার প্রায় সকল ধরণের ডকুমেন্ট প্রিন্ট সহজেই করতে পারেন। আপনি বাড়িতে, অফিসে বা চলার পথেই থাকুন না কেন মোবাইল প্রিন্টিং জীবনকে সহজ করে তোলে।
মাইক্রোসফট অফিস ২০০৭ কাস্টম ইনস্টল করা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ভিডিও আকারে দেখতে-