আপনি যদি মোবাইল দিয়ে টাকা ইনকাম করার বিশ্বস্ত সাইট খুঁজে থাকেন তবে এই পোষ্টটি আপনার জন্য। আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে ইন্টারনেটে টাকা ইনকাম করার আরও একটি বিশ্বস্ত সাইট সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের পোষ্টে।
Table of Contents
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সাইট কি?
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সাইট বলতে এমন কোন ওয়েব সাইটকে বুঝায়, যেখানে আপনার স্মার্টফোন ব্যবহার করে সেখানে থাকা ছোট ছোট কাজ করে কিছু টাকা ইনকাম করা যায়। এ সকল ওয়েব সাইটে এমন সব কাজ থাকে যা অনায়াসে মোবাইল দিয়ে সম্পন্ন করে টাকা ইনকাম করা যেতে পারে। এ কাজগুলিকে স্মার্টফোন দিয়ে করার উপযোগী হিসেবেই তৈরী করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় রাশিয়ান একটি বিশ্বস্ত ওয়েব সাইট unu.im। এ রকমের অসংখ্য ফ্রিতে মোবাইল দিয়ে টাকা ইনকামের ওয়েব সাইট রয়েছে।
তবে সকল ওয়েব সাইট কিন্তু বিশ্বস্ত নাও হতে পারে। অনলাইনে এমন লক্ষ লক্ষ ভুয়া ওয়েব সাইটও রয়েছে। সুতরাং আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে টাকা ইনকাম করতে চান প্রথমে আপনার বিশ্বস্ত কোন ওয়েব সাইট হতেই টাকা ইনকাম করার চেষ্টা করা উচিত।
মোবাইলে অনলাইন ইনকামের একটি পুরাতন ও বিশ্বস্ত সাইট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
ওয়েব সাইট পরিচিতি
আমরা আজ একটি নতুন ওয়েব সাইটের সাথে পরিচিত হব। ওয়েব সাইট টির অ্যাড্রেস হচ্ছে serfclick। এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে দেয়া রয়েছে রাশিয়ান ভাষা। Chrome ব্রাউজার ব্যবহার করে ওয়েব সাইটটিকে ইংরেজিতে ট্রান্সলেট করে নিলে অথবা বাম দিকে UK এর পতাকা নির্বাচন করে নিলে ইংরেজিতে দেখতে সাইটটি নিম্নের চিত্রের মতো দেখাবে।
রেজিস্ট্রেশন করা
এই ওয়েব সাইট হতে টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রথমেই এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তা করার জন্য ওয়েব সাইটের নিচের দিকে, নিম্নের চিত্রের মতো “START EARNING” বাটনে ক্লিক করুন।
এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো পেজ এ নিয়ে যাওয়া হবে। সেখানে “Enter login” এর ঘরে ইউজার নেম দিয়ে নিন, তার নিচে আপনার ইমেইল এবং তারও নিচে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে নিন। নিচের দিকে “I\’m not a robot” এর টিক মার্ক দিয়ে নিয়ে “Create an account” বাটনে ক্লিক করুন।
রেজিস্ট্রেশন সফল হয়ে থাকলে আপনাকে একটি সর্ট পপআপ মেসেজ দেখাবে।
এরপর বাম দিকে “AUTHORIZATION” অপশনে ক্লিক করে সেখানে আপনার তৈরীকৃত ইউজার নেম অথবা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে নিচের দিকে ভেরিফিকেশন কমপ্লিট করে মূল ড্যাশবোর্ডে প্রবেশ করলে নিম্নের চিত্রের মতো প্রোফাইল দেখতে পাবেন।
কিভাবে এখান থেকে টাকা ইনকাম করবেন?
এখান থেকে টাকা ইনকাম করার জন্য ড্যাশবোর্ডের বাম দিকে অর্থাৎ নিম্নের চিত্রের মতো “SURFING” অপশনে ক্লিক করুন।
এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো কিছু কাজের তালিকা প্রদর্শন করা হবে। এখানকার কাজের তালিকার ডান দিকে দেখতে পাবেন কাজটি করতে পারলে আপনি কি পরিমানে “রুবেল” রাশিয়ান টাকা পাবেন। যে কোন একটি কাজের উপর ক্লিক করুন।
এবারে আপনাকে একটি নতুন ট্যাব এ নিয়ে যাওয়া হবে। সেখানে ব্রাউজারের নিচের দিকে নিম্নের চিত্রের মতো সেকেন্ড কাউন্টার দেখতে পাবেন।
অর্থাৎ আপনাকে দেখানো সময় ধরে উক্ত ট্যাব-এ অ্যাক্টিভ থাকতে হবে। সময় শেষ হয়ে গেলে নিম্নের চিত্রের মতো একটি অংক দেখতে পাবেন। উক্ত অংকটির ফলাফল হিসেবে থাকা ডান দিকের সংখ্যাটির উপর ক্লিক করুন।
সংখ্যাটি সঠিক হয়ে থাকলে আপনাকে একটি “সফল“ মর্মে মেসেজ দেখানো হবে এবং আপনার অ্যাকাউন্টে উক্ত কাজের অর্থ জমা করে দেয়া হবে। যা আপনি উপরের দিকে নিম্নের চিত্রে চিহ্নিত স্থানে দেখতে পাবেন।
একইভাবে বাম দিক হতে নিম্নের চিত্রের মতো “TASKS” অপশন নির্বাচন করলে ডান দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। চিহ্নিত অপশনে বিভিন্ন ধরণের ক্যাটাগরি দেখতে পাবেন। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কাজের ধরণ নির্বাচন করলে নিচের দিকে শুধুমাত্র ঐ ক্যাটাগরির কাজগুলি দেখতে পাবেন।
এখানে আপনি পাবেন টেলিগ্রাম, ইউটিউব, মোবাইল অ্যাপ্লিকেশন, সার্ভে কাজ, গেম খেলার কাজ, প্লেস্টোর রিভিউ এর কাজ ইত্যাদি ছোট ছোট অসংখ্য কাজ। যা খুব সহজেই আপনি করতে পারবেন। এ ছাড়াও এখানে রয়েছে রেফারেল ভিত্তিক ইনকাম সুবিধা।
কিভাবে এখান থেকে টাকা উত্তোলন করবেন
এখান থেকে টাকা ইনকাম করার পর আপনি বাম দিক হতে “PAY OUT” অপশন নির্বাচন করলে নিম্নের চিত্রের মতো পেজ এ আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানে থাকা যে কোনটি মাধ্যমে তা উঠিয়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি “Payeer” অ্যাকাউন্ট থাকে তবে এতে মাত্র ২ রুবেল হলেই তুলে নিতে পারবেন।
এখানে দেখানো পদ্ধতিতে আপনি আপনার মোবাইল ফোনেও কাজগুলি অনায়াসে করে নিতে পারবেন।
আশা করছি আপনি পুরো বিষয়টি সহজেই বুঝতে পেরেছেন। কোন অংশ বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।