বাংলা Text to Voice করার অনেক উপায় রয়েছে। কিন্তু সে সকল ভয়েস যথেষ্ট আকর্ষণীয় নয়। Text to Voice Bangla করতে আজ আমরা এমন একটি সাইটের সাথে পরিচিত হব, যেটিতে বাংলা text to voice করে নিতে পারবেন একদম ন্যাচারাল ভয়েসে এবং বিনামূল্যে। সহজেই Text to Voice Bangla free-তে পেতে এই পোষ্টটি আপনার উপকারে আসবে বলে আমাদের বিশ্বাস।
Table of Contents
কিভাবে বাংলা text to voice করতে হয়
আপনি সাধারণ যে কোন বাংলা টেক্সটকে ভয়েসে রূপান্তর করে নিতে পারবেন। এ জন্য আপনার টেক্সটগুলো হতে হবে ইউনিকোড ফন্ট এর। যদি কোন কারণে আপনার লেখাগুলো অন্য কোন ফন্টের হয়ে থাকে তবে প্রথমে তা ইউনিকোডে রূপান্তর করে নিতে হবে।
বাংলা লেখাগুলোতে দাড়ি, কমা, সেমিকোলন ইত্যাদি উপযুক্ত স্থানে বসিয়ে নিতে হবে। এতে করে ভয়েসটি আকর্ষণীয় হয়ে উঠবে। যদি কোন কারণে সেখানে ইংরেজি শব্দের উচ্চারণ প্রয়োজন হয়ে থাকে তবে, সেই শব্দটিকে বাংলায় লিখে নিতে হবে। যেমন, sound of text female voice Bangla এই শব্দটিকে যদি বাংলায় ভয়েস করে নিতে চান তবে উক্ত বাক্যের পরিবর্তে আপনাকে “সাউন্ড অব টেক্সট ফিমেল ভয়েস বাংলা“ লিখে নিতে হবে।
একইভাবে প্রয়োজনীয় একাধিক বাক্যগুলিকে প্যারাগ্রাফ আকারে করে নিতে হবে।
বাংলা Text to Voice করার প্রক্রিয়া
Bangla text to voice করার জন্য আমাদের একটি ওয়েব সাইটের সাহায্য নিতে হবে। ওয়েব সাইট এর অ্যাড্রেসটি হচ্ছে veed.io আপনি এখানে ক্লিক করে সরাসরি সেখানে যেতে পারেন।
সেখানে প্রবেশ করার পর আপনি নিম্নের চিত্রের মতো ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে প্রথমে আপনি Sign Up করে নিতে পারেন অথবা আপনার সম্পাদন করা কাজ ডাউনলোড করার সময়ও সাইনআপ করে নিতে পারবেন। আমরা প্রথমে নিম্নের চিত্রের মতো Start for free অপশন নির্বাচন করব।
এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথমে বাম দিকে Audio নির্বাচন করুন। এরপর চিত্রে নির্দেশিত “Text to Speech” অপশন নির্বাচন করুন।
এবারে ইন্টারফেসটি দেখতে নিম্নের চিত্রের মতো হবে। সেখানে চিহ্নিত বক্সে আপনার কাঙ্খিত টেক্সট লিখে নিন অথবা পেস্ট করে নিন।
নিচের দিকে “Language” অপশন হতে Bangla (India) নির্বাচন করে নিন। এবারে নিচের দিকে মহিলা কন্ঠ পেতে চাইলে “তানিশা (Female)” করে নিন। অথবা সেখানে পুরুষ কন্ঠও নিতে পারেন।
বাংলা টেক্সটগুলি এন্ট্রি করার পর ইন্টারফেসটি নিম্নের চিত্রের মতো দেখাবে। সেখানে টেক্সটগুলোর নিচের দিকে চিহ্নিত একটি প্লে বাটন দেখতে পাবেন। কয়েক সেকেন্ডের জন্য সেটি প্লে করে টেস্ট করে নিতে পারেন।
এখানে থাকা Speed অপশন হতে আপনার কাঙ্খিত টেক্সট এর ভয়েস স্পিড নির্ধারণ করে নিতে পারবেন।
সব কিছু ঠিক থাকলে নিচের দিকে “Generate” অপশন নির্বাচন করে টেক্সটগুলোকে ভয়েসে কনভার্ট করে নিন।
টেক্সটকে ভয়েসে রূপান্তর করার পর তা ওয়েভ আকারে নিম্নের চিত্রের মতো দেখতে পাবেন।
সেখানে চিহ্নিত ডাউনলোড অপশনে ক্লিক করুন। এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো একটি মেসেজ দেখাবে। “Download Section” অপশন নির্বাচন করুন।
এবারে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য বার্তা দেখাবে।
খুব সহজেই আপনি তা করে নিতে পারবেন। আপনার যে কোন জিমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করে নিয়ে ফাইলটি ডাউনলোড করে নিন। মনে রাখবেন ফাইলটি কিন্তু ভিডিও আকারে অর্থাৎ mp4 ফরমেটে ডাউনলোড হবে।
পরবর্তীতে আপনি যে ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে সেখান থেকে শুধু অডিওটুকু এক্সপোর্ট করে নিতে হবে।
গুগল ফটোজ কি? কিভাবে Google Photos ব্যবহার করবেন? এ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সুবিধা ও অসুবিধা
এই ওয়েবসাইটের সুবিধাগুলো হচ্ছে
- খুবই Realistic সাউন্ড কোয়ালিটি পাবেন এখান থেকে।
- পুরুষ কন্ঠ এবং নারী কন্ঠ দুটিই বেশ চমকপ্রদ
- আপনি বাংলা অথবা ইংরেজি উভয় ভাষায় টেক্সট টু ভয়েস করে নিতে পারবেন।
অসুবিধাগুলো হলো
- এখান থেকে শুধুমাত্র ভিডিও ফাইল ডাউনলোড করা যায়। পরবর্তীতে উক্ত ভিডিও হতে টেক্সট আলাদা করে নিতে হবে।
- আপনি এখানে সর্বোচ্চ ২৫০টি ক্যারেক্টার একবারে কনভার্ট করতে পারবেন (ফ্রি ভার্সনের জন্য প্রযোজ্য)।
- আপনি মাসে সর্বোচ্চ ১৫ মিনিট ভিডিও ডাউনলোড করতে পারবেন (ফ্রি ভার্সনের জন্য প্রযোজ্য)।
টিপস
এখানকার সাউন্ড কোয়ালিটি অসাধারণ। তাই এটি ব্যবহার করার জন্য আপনি একাধিক ইমেইল দিয়ে একাধিক অ্যাকাউন্ট তৈরী করে নিয়ে অনেক সময় ধরে এখান থেকে টেক্সট কে ভয়েসে পরিণত করতে পারবেন।
আশা করছি এখান থেকে বাংলা Text to Voice Converter Bangla করে নিয়ে আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।