একজন মানুষ হিসেবে আমাদের জীবনে আনন্দ-দুঃখ, হাসি-কান্না, প্রত্যাশা-প্রাপ্তি এসব থাকবেই। জীবনে যেমন দুঃখ-বেদনা রয়েছে তেমনি হাসি-আনন্দও রয়েছে। জীবনকে উপভোগ করার জন্য এ সকল উপাদান অনেক প্রয়োজন। একে সুন্দরভাবে উপভোগ করার জন্য আমরা এখানে বেশ কিছু ফানি স্ট্যাটাস তালিকা করেছি। যা আপনার প্রিয়জনকে পাঠিয়ে তাকে অনেকটা আনন্দ দিতে পারেন।
বাছাই করা কিছু ফানি স্ট্যাটাস
কেউ যখন বলে, তুমি অনেক খারাপ হয়ে গেছো,
আমি তখন বলি, যখন ভালো ছিলাম
তখন কি নোবেল দিয়েছিলেন।
সবাই তো সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে,
আমি না হয় সম্পত্তি দেখে বিয়ে করব!
ভালো ছেলে কখনও কাঁদে না,
মন শক্ত করে, নতুনভাবে অন্য কাউকে,
মেসেজ দেয়া শুরু করে।
তোমরা যে বলো, সব ছেলেরাই বাজে,
তাহলে তোমরা কার জন্য এতো সাজো!
মেয়েদের ইনবক্সে যতগুলো বাবু থাকে,
শিশু হাসপাতালেও অত বাবু থাকে না।
বেঁটে মেয়ে যখন লাল শাড়ি
গ্যাসের সিলিন্ডার বাড়ি বাড়ি।
ছেড়া কাঁথা গয়ে বড় বড় স্বপ্ন দেখার
এক অন্য রকম অনুভূতি।
একটা নেশা নেশা ভাব!
উকিল হবার স্বপ্ন ছিল খুব
কিন্তু তর্ক করতে গেলেই মুখ থেকে
খালি গালি বের হয়!
বিয়ে করলে নিজ জেলাতেই করবো।
কারণ, শুনেছি পর কখনও আপন হয় না!
কমনসেন্স কোন উপহার নয়
বরং এটি এক ধরণের শাস্তি।
কেননা, ওটা থাকলেও আপনাকে
এমন সবার সাথে মিশতেই হবে,
যাদের ওটা নেই।
যদি লাল রং দ্বারা বিপদ সংকেত বোঝানো হয়,
তবে বিয়ের দিন বউ কেন লাল শাড়ি পরে?
এর মানে কি?
গ্যাসে চা তৈরী হয়।
আবার চা খেয়ে পেটে গ্যাসও হয়।
এটা থেকেই বোঝা যায়,
পৃথিবী গোল।
বন্ধুঃ কিরে তোর রেজাল্ট কি?
আমি: এক সাবজেক্ট এ ফেল রে ভাই!
বন্ধুঃ বলেছিলাম ভালো করে লেখা-পড়া করতে। তখন তো শুনিস নি।
এখন থেকে ভালোভাবে পড়া-শোনা করবি।
কোনও বিষয় না বুঝলে আমার থেকে বুঝে নিস।
আমার রেজাল্ট কি বল দেখি?
আমি: তুই পাঁচ সাবজেক্ট এ ফেল।
হৃৎপিন্ডের প্রথম ও প্রধান কাজ হচ্ছে
সুন্দরী মেয়ের সামনে গেলেই ধড়াস ধড়াস করা!
জানিস, পৃথিবী দিন দিন মেধাশূণ্য হয়ে যাচ্ছে!
কিভাবে?
এই ধর, এরিস্টটল মারা গেলো, নিউটনও গেল,
আইনস্টাইন মরে ভুত, স্টিফেন হকিংস ও,
আর এদিকে কদিন ধরে
আমার শীররটাও বেশী ভালো যাচ্ছে না…
প্রথম: জানিস আমি এত গরম চা খাই যে,
কেটলি থেকে সোজা মুখে ঢেলে দেই!
দ্বিতীয়: কি যে বলিস! আমি তো চা-পাতা,
পানি, চিনি মুখের ভেতর নিয়ে চুলায় বসি।
চারপাশে সবাই বিয়ে করছে,
আর আমার এখনও ভোটার আইডি কার্ডই হয় নি!
রাতে ঘুম আসে না, অথচ সকালে প্রচুর ঘুম পায়।
এটা কি আমার আমেরিকা যাওয়ার লক্ষণ
তাকে না বলে বিয়ে করে ফেলেছি,
এই ছোট্ট একটা কারণে সে আমার সাথে
ব্রেকআপ করে ফেলেছে, বলেন তো,
এটা কোনও দোষ!
বন্ধুর বিয়েতে গিয়ে ছবিসহ স্ট্যাটাস দিলাম,
তার বিপদের দিনে পাশেই আছি।
স্বামী: তুমি কি ভেবে দেখেছ, একদিন আমি মরে যাব!
স্ত্রী: তুমি মরে গেলে আমি মরে যাব।
স্বামী: কিন্তু কেন?
স্ত্রী: কারণ, এত আনন্দ আমি সহ্য করতে পারব না!
ভালোবাসার মানুষকে বিয়েটা করেই ফেলব,
তবে কার ভালোবাসার মানুষ,
সেটা দেখার বিষয় নয়!
ছেলেরা বিয়ে ছাড়াও মামা হতে পারে,
কিন্তু মেয়েরা বিয়ে ছাড়া
কখনই মামী হতে পারে না!
প্রচন্ড গরমেও যে চা খাওয়া ছাড়তে পারেনি
তুমি নিশ্চিত থাকতে পারো,
সে তোমাকে কখনই ছাড়বে না।
ভবিষ্যৎ তো অন্ধকার,
কারো কাছে কি টর্চলাইট হবে!
সুন্দর জীবন নিয়ে স্ট্যাটাসগুলি দেখতে এখানে ক্লিক করুন।
চিল্লাচিল্লি আমার একদমই পছন্দ না,
তবে, আমি করলে সেটা আলাদা বিষয়!
মানুষ যে কিভাবে নিজের এত এত প্রশংসা করে!
আমি যে, এত ভদ্র কখনো কাউকে বলেছি!