ইন্টারনেট কুকিজ এর মূল উদ্দেশ্য কি

ইন্টারনেট কুকিজ কিভাবে কাজ করে? এর সুবিধা ও অসুবিধা

আপনি একজন ইন্টারনেট ব্রাউজকারী হয়ে থাকে নিশ্চই ইন্টারনেট কুকিজ বা ইন্টারনেট কুকি এর নাম শুনেছেন। আজ আমরা এই ইন্টারনেট কুকিজ কি? ইন্টারনেট কুকিজ কিভাবে কাজ করে? এর সুবিধা ও অসুবিধা ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

ইন্টারনেট কুকিজ কি?

ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে কুকিজ হচ্ছে এক ধরণের তথ্যসমৃদ্ধ ফাইল। যা আপনার ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতাকে পরিপূর্ণ করার জন্য সহায়তা করে থাকে। কুকিজ হচ্ছে ব্রাউজারে আপনার প্রদানকৃত তথ্যের ভিত্তিতে তৈরী টেক্সট ফাইল। যা আপনার ব্রাউজ করা ওয়েবসাইটগুলো বা আপনার সার্চ করা ও প্রদানকৃত তথ্য-উপাত্তের সমষ্টি যা পরবর্তীতে আপনার কার্যক্রম দ্রুততার সাথে করার জন্য ব্যবহৃত হয়ে থাকে।

আপনি যখন কোনো একটি ওয়েবসাইট প্রবেশ করেন, বা কোনো তথ্য ব্রাউজারে এন্ট্রি করেন যেমন, আপনার সার্চ করা কোনো ইমেজ, বা কোনো ভিডিও বা কোনো টেক্সট অথবা আপনার প্রদানকৃত জিমেইল আইডি, পাসওয়ার্ড ইত্যাদি যা আপনার ব্যবহৃত ব্রাউজারকে একটি ফাইল আকারে আপনার কম্পিউটারের স্টোরেজে রেখে দেয়া হয়। যাতে পরবর্তীতে আপনি এই ওয়েবসাইটগুলি ভিজিট করলে সংরক্ষণকৃত তথ্যের ভিত্তিতে ঠিক সেই ধরণের তথ্য-উপাত্ত ব্রাউজ করার জন্য সুপারিশ হিসেবে কাজ করবে।

ইন্টারনেট কুকিজ এ এমন ধরণের ডেটা থাকে যাতে পরবর্তীতে আপনার চাহিদা অনুমান করতে সুবিধা হয়ে থাকে। কোনো ওয়েবসাইটে প্রদান করা ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম, ঠিকানা, ইমেইল বা ফোন নম্বর অন্তর্ভুক্ত থাকতে পারে যদি আপনি এ সকল তথ্য এখানে প্রদান করে থাকেন।

আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন কোন কুকিজ এনাবল করা ওয়েবসাইটে প্রবেশ করেন এবং আপনার ব্যবহৃত ইন্টারনেট ব্রাউজারে যদি কুকিজ এনাবল করা থাকে তবে সেই ওয়েবসাইট টি আপনার ব্রাউজার ক্যাশে কুকিজ প্রবেশ করিয়ে থাকে।

কুকিজের একটি সাধারণ উদাহরণ হচ্ছে ইতিপূর্বে আপনি যখন একটি ওয়েব সাইটে প্রবেশ করে এতে ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড ইত্যাদি তথ্যাদি প্রদান করে থাকেন তবে পরবর্তীতে উক্ত ওয়েব সাইটে প্রবেশ করলে উক্ত তথ্যাদি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। এর কারণ হচ্ছে কুকিজ উক্ত ওয়েবসাইটে আপনার প্রদান করা তথ্য ইতিপূর্বে সংরক্ষণ করে নিয়েছে।

ওয়েব ব্রাউজারের নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ? এ বিষয়ে বিস্তারিত জানতে এখনে ক্লিক করুন।

কেন কুকিজ ব্যবহার করা হয়?

ইন্টারনেট কুকিজ এর মূল উদ্দেশ্য হচ্ছে একজন ব্যবহারকারীকে সহজ ইন্টারনেট অভিজ্ঞতা প্রদান করা। কুকিজগুলি যখন আপনার ইতিপূর্বে ভিজিট করা ওয়েবসাইট বা এ সকল ওয়েব সাইটে আপনার প্রদান করা তথ্যাদি সংরক্ষণ করে রাখবে, তখন পরবর্তীতে আপনার উক্ত ওয়েবসাইটগুলিতে প্রবেশ করামাত্রই সেটি সরাসরি আপনাকে মূল ওয়েবসাইটে নিয়ে যাবে। এতে করে আপনার মূল্যবান সময় ও তথ্যাদি এন্ট্রি করার ঝামেলা কম হবে। একটি ওয়েবসাইট পরিদর্শন করার সময় কুকিজ যা সংরক্ষণ করে রাখতে পারে-

  • আপনার পরিচয় প্রমাণ করণ
  • অনলাইন কেনা-কাটা করার সামগ্রী
  • ওয়েবসাইটের কোনো ফরমে স্বয়ংক্রিয়ভাবে তথ্য পূরণ
  • ওয়েবসাইটের ভাষা নির্বাচন করা
  • আপনার অনুসন্ধান করা তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন প্রদর্শন করা
  • আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে ধারণা রাখা

এ সকল তথ্যাদির ভিত্তিতে আপনার ওয়েব ব্রাউজিংকে পরিপূর্ণ করতে কুকিজ ব্যবহৃত হয়ে থাকে।

কুকিজ এর ধরণ

ইন্টারনেট কুকিজ বভিন্ন ধরণের হয়ে থাকে। কিছু কুকিজ আপনার ভিজিট করা ওয়েবসাইটগুলি সঠিকভাবে লোড করতে সহায়তা করে থাকে। আবার কিছু কুকিজ বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে। নিম্নে কয়েকটি কুকিজ এর ধরণ সম্পর্কে আলোচনা করা হলো।

অথেন্টিকেশন (Authentication) কুকিজ

ইন্টারনেট কুকিজ এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কুকি হচ্ছে এই অথেন্টিকেশন কুকিজ। এই কুকিজ আপনার ব্যবহৃত ব্রাউজারকে আপনার সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। যেমন- আপনি লগইন মোডে আছেন নাকি নেই বা থাকলেও কোন একাউন্টে লগইন অবস্থায় আছেন ইত্যাদি। এটি ব্যবহারকারীর অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদি সংরক্ষণ করে রাখতে পারে।

সেশন কুকিজ

সেশন কুকিজ অস্থায়ীভাবে কিছু তথ্য ধরে রাখে। এ কুকিজ আপনার পরিদর্শন করা প্রতিটি ওয়েব পেজের জন্য আপনাকে পুনরায় প্রমাণীকরণ করার ঝামেলা হতে রক্ষা করে থাকে। তবে আপনার ব্যবহৃত ব্রাউজার বন্ধ করার সাথে সাথে এই সেশন কুকিজ স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়।

তৃতীয় পক্ষের কুকিজ

তৃতীয় পক্ষের কুকিজ হচ্ছে আপনার পরিদর্শন করা ওয়েব সাইটে বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্যে আপনার ব্যবহারবিধি লক্ষ্য করে তথ্য সংগ্রহ করা কুকিজ। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে পণ্যের বিজ্ঞাপন, ভিডিও, বা ওয়েব ব্যানার ইত্যাদি প্রচার করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় কোন ওয়েবসাইটে ফেসবুকের “লাইক” বাটন বা এ ধরণের কিছু।

স্থায়ী কুকিজ

ব্রাউজার ব্যবহার করার মাধ্যমে আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং তা করতে এ ধরণের কুকিজ ব্যবহার করা হয়। এই বিশেষ কুকি ওয়েবসাইটগুলি সম্পর্কে অধিক পরিমাণে ডেটা সঞ্চয় করে রাখতে সক্ষম। আপনি কোন কোন ওয়েবসাইটে কোন ইউজার আইডি দিয়ে লগ ইন করেছেন এবং সেগুলো কোন কোন অ্যাকাউন্টের অধীনে। এই ধরণের কুকিজ সাধারণত আপনার কম্পিউটারের স্টোরেজে সংরক্ষিত থাকে। যা একজন ব্যবহারকারী ইচ্ছে করলে মুছে ফেলতে পারেন। এই ধরণের কুকিজগুলির বেশিরভাগেরই নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে।

পারফরম্যান্স কুকিজ

এ ধরণের কুকিজ আপনার অনলাইন গতিবিধি ট্র্যাক করে এবং সেই তথ্য আপনার ভিজিট করা ওয়েবসাইটকে উন্নত করতে ব্যবহার করা হয়ে থাকে। ওয়েবসাইট মালিকগণ উক্ত তথ্যাদি বিশ্লেষণকরে যেমন আপনি কতবার ওয়েব পেজটি ভিজিট করেছেন, আপনি একটি পেজে কতটা সময় অবস্থান করেছেন বা আপনি কখন ওয়েবসাইট হতে বের হয়েছেন ইত্যাদি।

কুকিজ কি নিরাপদ?

ওয়েবসাইট ভিজিট করার সময়ে তৈরি হওয়া এইসব কুকিজ একজন ব্যবহারকারীর অভিজ্ঞতাকে ব্যক্তিগতকৃত করার জন্য সংরক্ষণ করা হয়ে থাকে। যদিও এই সকল কুকিজ খারাপ নয়। তবে আপনার ব্রাউজিং ইতিহাসে অ্যাক্সেস পেতে বিভিন্ন সাইবার অপরাধীদের কুকিজ থেকে ডেটা চুরি করার সম্ভাবনা থেকেই যায়।

কোনো বিশ্বস্ত ওয়েবসাইট থেকে সাধারণ কোন কুকিজ নিরাপদ হতে পারে। এ ধরণের কুকিতে কোনো শনাক্তযোগ্য তথ্য থাকে না এবং আপনার সার্চ করা তথ্য, পছন্দগুলি মনে রেখে আপনাকে একটি সুন্দর ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করতে ব্যবহৃত হয়ে থাকে।

অপরদিকে আপনি যখন কোন ওয়েবসাইটে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করিয়ে লগইন করেন তখন সেই ওয়েবসাইটে আপনার একটি লগইন সেশন তৈরি হয় এবং এই সেশন উক্ত ওয়েবসাইট সম্পর্কে আপনার ইন্টারনেট কুকিজটিতে সংরক্ষণ করে রাখে।

যেমন অনেক সময়ে দেখবেন যে, একবার আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন করার পরে যদি লগআউট না করে থাকেন তবে পরের বার প্রবেশ করলে লগইন করার জন্য আর আইডি এবং পাসওয়ার্ড এর প্রয়োজন হয় না। আপনাকে সেখানে স্বয়ংক্রিয় ভাবে লগইন করা অবস্থায় নিয়ে যাওয়া হয়। কারন ফেসবুকে আপনার লগইন সেশন আপনার ব্রাউজারে অবস্থিত ইন্টারনেট কুকিজে সংরক্ষণ করে রাখে।

যদি কোনো অসাধু ব্যক্তি আপনার উক্ত কুকিজটি চুরি করে নিজের ব্রাউজারে সেট করে নেয় তবে সেই ফেসবুকে বা অন্য কোনো ওয়েবসাইটে তাকে নতুন করে আর লগইন করার জন্য কোনো আইডি বা পাসওয়ার্ড এর প্রয়োজন হবে না। যা আপনার ব্যক্তিগত তথ্যের জন্য মারাত্মক একটি বিষয়।

এছাড়াও কোনো লগইন সেশনে যদি আপনার ইমেইল অ্যাড্রেস, ক্রেডিট কার্ড নম্বর বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রবেশ করিয়ে থাকেন তবে সেগুলো তথ্যসমৃদ্ধ কুকিজ সহজেই কেউ চুরি করে নিতে পারে। যা অনলাইনে তথ্য নিরাপত্তার জন্য বেশ হুমকী স্বরূপ।

তাই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা একান্ত প্রয়োজন।

তৃতীয় পক্ষের কুকিজ কি নিরাপদ?

তৃতীয় পক্ষের কুকিজ আপনার সাম্প্রতিক ওয়েব অনুসন্ধান এবং ব্রাউজিং ইতিহাসের উপর ভিত্তি করে আপনার আগ্রহ সম্পর্কে একটি ধারণা হতে সৃষ্টি হয়ে থাকে। যা মূলত বিভিন্ন বিজ্ঞাপনদাতাদের কাছে মূল্যবান তথ্য এবং এটি প্রায়শই তাদের কাছে বিক্রি করা হয়ে থাকে।

যদি অনলাইন গোপনীয়তায় আপনার অনুসন্ধন করা তথ্য বা আপনার ব্রাউজিং ইতিহাস গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে আপনার পছন্দের ব্রাউজারে তৃতীয় পক্ষের কুকিজ ব্লক করে রাখতে পারেন।

তবে আপনার পছন্দের সাথে প্রাসঙ্গিক বিজ্ঞাপনগুলি পেতে চাইলে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। অন্যথায় আপনার পছন্দের চাইতে অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন পেতে পারেন যা আপনার জন্য আরো বেশি বিরক্তিকর হতে পারে।

FAQ

ইন্টারনেট কুকিজ বিষয়ে কিছু প্রশ্ন ও উত্তর

কুকিজ গ্রহণ করা উচিত কি?

সাধারণভাবে এর উত্তর হবে হ্যাঁ, আপনার কুকিজ গ্রহণ করা উচিত। একটি ওয়েবসাইটকে সঠিকভাবে কাজ করার জন্য এর কিছু কুকিজ প্রয়োজন। প্রয়োজনীয় কুকিজ বা প্রথম পক্ষের কুকিজগুলি সাধারণত গ্রহণ করা নিরাপদ এবং আপনার ব্রাউজারের অভিজ্ঞতাকে উন্নত করতে পারে। কারণ এ ধরণের কুকিজগুলি আপনার পছন্দগুলি বুঝে থাকে।

কুকিজ কি পাসওয়ার্ড চুরি করতে পারে?

ওয়েবসাইটে আপনার লগইন ডাটা কুকিজ আপনার অনলাইন নিরাপত্তায় হুমকি হতে পারে। হ্যাকাররা কুকিজ স্ক্র্যাপিং নামে একটি কৌশল ব্যবহার করে পাসওয়ার্ড চুরি করতে পারে।

কুকি স্ক্র্যাপিং হচ্ছে যখন একজন হ্যাকার একটি কুকি থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কোড কপি করে এবং আপনার ছদ্মবেশ নিয়ে প্রাসঙ্গিক ওয়েবসাইটে লগ ইন করতে ব্যবহার করতে পারেন। এভাবে কুকিজ চুরি করার মাধ্যমে আপনার মুল্যবান ব্যক্তিগত তথ্য তথা লগইন ইউউজার নেম ও পাসওয়ার্ড চুরি হতে পারে।

ওয়েবসাইটগুলি কেন ইন্টারনেট কুকিজ ব্যবহার করে?

কুকিজ একটি ওয়েবসাইটকে আপনার আগ্রহের সাথে মিল রেখে আরও দ্রুত সে বিষয় সংক্রান্ত তথ্যাদি প্রদর্শন করতে সাহায্য করে থাকে। অধিকাংশ প্রধান প্রধান ওয়েবসাইটগুলি এ কারণে কুকিজ ব্যবহার করে থাকে।

পরিশেষে, সব ইন্টারনেট কুকিজ সব সময় প্রয়োজন হয় না। তৃতীয় পক্ষের কুকিজগুলি আপনার অনলাইন বিচরণ এবং ইন্টারনেট অনুসন্ধানগুলিকে ট্র্যাক করা, বিজ্ঞাপন এবং বিশ্লেষণমূলক উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে। ভাইরাস বা ম্যালওয়ার এর মতো ক্ষতিকারণ না হলেও আপনার গোপনীয়তা এবং আপনার পছন্দ-অপছন্দ বিষয়গুলি বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি হওয়া কারও কারও কাছে অস্বস্তিকর মনে হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version