অভ্র কিবোর্ড ডাউনলোড ও সেটআপ

বিনামূল্যের সেরা অভ্র কিবোর্ড সেটআপ

অভ্র কিবোর্ড দিয়ে খুব সহজেই ইউনিকোড অথবা Sutonny-MJ ফন্টে বাংলা লিখতে কিভাবে অভ্র কিবোর্ড সেটআপ বা অভ্র ইনস্টল করবেন তা থাকছে এখানে। বাংলা টাইপ করার জন্য অভ্র কিবোর্ড সেটিংস সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

আমরা জানি বিজয় সফটওয়্যারটি আমাদের কিনে ব্যবহার করতে হয়। কিন্তু অনলাইন জগতে আর একটি জনপ্রিয় এবং ফ্রি সফটওয়ার হচ্ছে অভ্র। আমরা এখানে সে সম্পর্কে বিষদ জানব।

অভ্র কিবোর্ড আবিষ্কারক:

মেহদী হাসান খান একজন বাংলাদেশী চিকিৎসক ও প্রোগ্রামার। তিনি ২০০৩ সালে ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার বিনামূল্যের ও মুক্ত সফটওয়্যার অভ্র কী-বোর্ড তৈরি করেন। যার স্লোগান ছিল ‘ভাষা হোক উন্মুক্ত’।

মেহদী হাসান খান ১৯৮৬ সালের ২৩ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ২০০৩ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন।

তিনি তার প্রথম বাংলা ফন্ট ইউনিবিজয় ডট নেট ফ্রেমওয়ার্ক ও ভিজ্যুয়াল বেসিক উপর লেখেন। পরে তিনি অভ্র কী-বোর্ড ব্যবহারকারীদের সুবিধার্তে ডট নেট ফ্রেমওয়ার্ক ছাড়াই লেখেন। অভ্র সম্পূর্ণভাবে ইউনিকোড উপযোগী, যা ইউনিকোড কনসোর্টিয়াম দ্বারা ২০০৩ সালের ১৪ জুন স্বীকৃত হয়। তিনি তার সফটওয়্যার প্রতিষ্ঠান ওমিক্রনল্যাব প্রতিষ্ঠা করেন। অভ্র কী-বোর্ড প্রথম উন্মুক্ত করা হয় ২০০৩ সালে ২৬ মার্চ। ওমিক্রনল্যাব থেকে অভ্র উন্মুক্ত করা হয় ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর।

ইউনিকোড কি?

ইউনিকোড তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত একটি মান বা আদর্শ যার উদ্দেশ্যে বিশ্বের সিংহভাগ লিখন পদ্ধতি কাজে ব্যবহার করা। ইউনিকোড কনসোর্টিয়াম নামক একটি অলাভজনক সংস্থা এই কাজে নিয়োজিত আছে। এটিতে ১৫৯টি আধুনিক লিখনপ্রতীক ছাড়াও অন্যান্য অনেক প্রতীক সংজ্ঞায়িত করা আছে।

আমরা বর্তমানে বিভিন্ন ওয়েব সাইটে যে বাংলা লেখা দেখে থাকি তা মূলত ইউনিকোডে লেখা।

মাইক্রোসফট অফিস ২০০৭ কাস্টম ইনস্টল করা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ASCII কি?

অ্যাস্কি বা ASCII এর পূর্ণরূপ হল American Standard Code for Information Interchange। ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথোরিটি (আইএএনএ) ক্যারেক্টার এনকোডিং-এর জন্য US-ASCII নামটি প্রথম ব্যবহার করে। কম্পিউটার ও বিভিন্ন ধরনের টেলিযোগাযোগের যন্ত্রসহ অন্যান যেসব যন্ত্রে বর্ণভিত্তিক (Text Based) ইন্টারফেস দরকার হয় তাতে ব্যবহারের জন্য ইংরেজি ভাষার উপর ভিত্তি করে তৈরি করা একধরনের ক্যারেক্টার এনকোডিং হচ্ছে ASCII কোড। ইংরেজি ছাড়াও অন্যান ভাষার সুবিধা দিতে পারে যেসব আধুনিক character encoding তাদেরও অনেকে ঐতিহাসিক দিক থেকে অ্যাস্কির সাথে কোননা কোন ভাবে সম্পর্কযুক্ত।

অন্যান্য সকল বর্ণ প্রকাশকারী কম্পিউটার কোডের মত অ্যাস্কি কোডেও নির্দিষ্ট কিছু বিট প্যাটার্নের মাধ্যমে একটি করে বর্ণ প্রকাশ করা হয়। অ্যাস্কি কোডে প্রতিটি বর্ণ ৭ বিট দীর্ঘ, কাজেই সর্বমোট ১২৮টি বর্ণ প্রকাশ করা সম্ভব। কম্পিউটারে (বা অন্যকোন যন্ত্রে) এক একটি বর্ণ সংরক্ষণ করা হয় ০ থেকে ১২৭ (দশমিক) পর্যন্ত সংখ্যা হিসেবে। মানুষের লেখার ভাষার একটি বর্নকে প্রকাশ করার জন্য যেই অক্ষর গুলো ব্যবহৃত হয় তার একটি চিত্রও সংরক্ষণ করা হয়, একে বলে গ্লিফ (glyph)। কম্পিউটারের মনিটরে বা অন্যকোন যন্ত্রের পর্দায় দেখানর সময় ০ থেকে ১২৭ পর্যন্ত সংখ্যাগুলোর সাথে সম্পৃক্ত গ্লিফটিকে দেখান হয়। অ্যাস্কি কোডে ০ থেকে ৩১ পর্যন্ত এবং ১২৭- এই সংখ্যাগুলো ব্যবহৃত হয় নিয়ন্ত্রণ সংকেত হিসেবে। অবশিষ্ট ৩২ থেকে ১২৬ পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহৃত হয় ছাপারযোগ্য বর্ণ সমূহের জন্য।

অভ্র আবিষ্কারের আগে আমাদের বাংলা টাইপ করার জন্য টাকা দিয়ে বিজয় নামক সফটওয়্যার কিনে ব্যবহার করতে হতো। প্রথমের দিকে বিজয় দিয়ে ইউনিকোড -এ টাইপ করা না গেলেও পরবর্তীতে এর আপডেট ভার্সনে ইউনিকোড অন্তর্ভূক্ত করা হয়। বিজয় এর আর একটি সমস্যা হলো এটি ব্যবহার করতে আপনার কম্পিউটারে ডট নেট ফ্রেমওয়ার্ক ইন্সটল করা থাকতে হবে। যা একটু ঝামেলাযুক্ত। অপর দিকে অভ্র একদম বিনামূল্যে এবং এটি ব্যবহার করতে কোন রকম ডট নেট ফ্রেমওয়ার্ক ইন্সটল না করা থাকলেও চলবে।

কিভাবে অভ্র কিবোর্ড সেটআপ করবেন:

অভ্র এর আপডেট ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ডাউনলোডকৃত ফাইটিতে ডাবল ক্লিক করুন। নিম্নোক্ত ইন্টারফেসটি ওপেন হবে। সেখান হতে Next> বাটনে ক্লিক করুন।

এবারে License Agreement সংক্রান্ত ইন্টারফেস আসবে। সেখান থেকে I accept agreement এর রেডিও বাটনে ক্লিক করুন। এর পর Next> বাটনে ক্লিক করুন।

এবারে প্রোগ্রামটি কোন কম্পিউটারের কোন ফোল্ডারে ইনস্টল হবে তা আপনার নিকট জানতে চাইবে। এখানে আপনাকে কিছুই করতে হবে না। Next> বাটনে ক্লিক করুন।

Next> বাটনে ক্লিক করুন।

এবারে Install বাটনে ক্লিক করুন।

ইন্সটল শেষ হলে Finish বাটনে ক্লিক করুন।

আপনার কম্পিউটারে অভ্র কিবোর্ড সেটআপ বা অভ্র ইনস্টল হয়ে গেছে।

এবারে আপনি আপনার কম্পিউটারের Start মেনু হতে Avro Keyboard এর উপর ক্লিক করে এটি চালু করুন। আপনার মনিটরে নিম্নোক্ত একটি ইন্টারফেস আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version