অনলাইনে ছবির সাইজ কমানো, ছবি ক্রপ, রিসাইজ করে নিন সহজেই

অনলাইনে ছবির সাইজ কমানো, ছবি ক্রপ, রিসাইজ করে নিন সহজেই

আমরা যারা ইমেজ বা ছবি নিয়ে কাজ করে থাকি তাদের বিভিন্ন কাজে ছবির সাইজ কমানো, ছবির কোন অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, ছবির সাইজ কমানো বা ডাইমেনশন তথা দৈর্ঘ্য ও প্রস্থ কম বা বেশী করা যাকে বলে রিসাইজ করার প্রয়োজন হয়ে থাকে। এক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার দ্বারা কাজগুলি করে নিতে পারি। কিন্তু এটি যদি অনলাইনের মাধ্যমে, একেবারে বিনামূল্যে এবং সহজেই করে নেয়া যায় তবে কেমন হয়? কিভাবে অনলাইনে ছবির সাইজ কমানো, ছবি ক্রপ, রিসাইজ করে নেবেন এখানে সে পদ্ধতি দেখানো হলো।

আমরা আজ এমন একটি ওয়েবসাইটের সাথেই পরিচিত হবো, যেটি ব্যবহার করতে কোন রকম রেজিস্ট্রেশন এর ঝামেলা নেই, সহজ ইন্টারফেস, অনেকগুলি কাজের অপশন ইত্যাদি ইত্যাদি রয়েছে।

অনলাইনে ছবির সাইজ কমানো ওয়েব সাইট পরিচিতি

অনলাইনে ছবির সাইজ কমানো এ ওয়েব সাইট-টি হচ্ছে ezgif.com নিম্নের চিত্রে এই ওয়েব সাইটের মূল ইন্টারফেস দেখানো হলো।

মূলত এটি একটি টুল বেজ ওয়েবসাইট। ছবি বা ইমেজ সংক্রান্ত অনেক সুযোগ-সুবিধা পাবেন এখানে। যা একেবারেই বিনামূল্যে। খুবই সাদামাঠা একটি ইন্টারফেস রয়েছে এতে। ১১ বছর ধরে এই ওয়েবসাইটটি তাদের সেবা দিয়ে যাচ্ছে। মাসে ৬.৩ মিলিয়ন ভিজিটর এই ওয়েব সাইট ভিজিট করে থাকেন। বুঝতেই পারছেন ওয়েবসাইটটি কি পরিমানে জনপ্রিয়তা অর্জন করেছে।

ছবির সাইজ বলতে কি বুঝায়?

ছবির সাইজ কমানো বলতে দুটি বিষয় এর সাথে সম্পর্কযুক্ত। আর তা হলো ছবি বা ইমেজ এর দৈর্ঘ্য ও প্রস্থ কমানো এবং অপরটি হচ্ছে ছবিটি কতটুকু স্টোরেজ দখল করে রয়েছে তা কমানো। আবার আরও একটি বিষয় এতে জড়িত রয়েছে। আর তা হচ্ছে ছবির কোন অংশ কর্তন না করে সেটিকে কাঙ্খিত দৈর্ঘ্য ও প্রস্থে নিয়ে আসা। সাধারণত ছবির দৈর্য়্য ও প্রস্থ কম বা বেশী করাকে ছবি রিসাইজ বলা হয়ে থাকে।

কোন ইমেজ বা ছবি নিয়ে কাজের শুরুতে আমাদের কাঙ্খিত ছবিটির অপ্রয়োজনীয় অংশ কেটে নেয়া উচিত। তারপর এর দৈর্ঘ্য ও প্রস্থ এবং সাইজ বা এমবি কমানোর প্রসেস করতে হবে।

কিভাবে মাইক্রোসফট অফিস ২০০৭ এর শুধুমাত্র ওয়ার্ড ও এক্সেল (কাস্টম) ইনস্টল করবেন জানতে এখানে ক্লিক করুন।

কিভাবে ছবির সাইজ কমাবেন?

আমরা খুব সহজেই এই ওয়েব সাইটের সাহায্যে ছবির কোন অংশ কেটে ফেলা, একই সাথে কোন ছবির দৈর্ঘ্য ও প্রস্থ এবং সেই সাথে এর দখলকৃত স্টোরেজ কমানোর পদ্ধতি সম্পর্কে জানতে চেষ্টা করব।

ছবি আপলোড করা

এ কাজে প্রথমে আমরা উক্ত ওয়েব সাইটে প্রবেশ করে প্রথমে “Resize” অপশন নির্বাচন করব। নিম্নের চিত্রের মতো ইন্টারফেস প্রদর্শন করা হবে। সেখানে প্রথমে “Choose File” অপশন নির্বাচন করলে Open ইন্টারফেস আসবে। সেখানে আপনার কাঙ্খিত ছবিটি নির্বাচন করে নিন। এখানে যে সকল ফরমেট সাপোর্ট করে তা হচ্ছে- GIF, JPG, PNG, BMP, WebP, APNG, HEIC, FLIF, AVIF, MNG এবং প্রতিটি ফাইল এর সাইজ সর্বোচ্চ 50MB এর মধ্যে হতে হবে।

এরপর ওয়েব সাইটের নিচের দিকে থাকা “Upload” অপশন নির্বাচন করুন। ইমেজটি আপলোড হওয়ার পর নিম্নের চিত্রের মতো ইন্টারফেস প্রদর্শিত হবে।

ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা

এখানে প্রথম অপশনটি হচ্ছে “Crop”। এখানে ক্লিক করলে আপনি নিম্নের চিত্রের মতো অতিরিক্ত অপশনগুলি দেখতে পাবেন।

প্রথমেই ছবির হাইলাইট অংশটুকুর পয়েন্টারগুলি ড্রাগ করে কাঙ্খিত অংশ নির্বাচন করে নিন। আপনি ইচ্ছে করলে হাইলাইট অংশ টুকু মাউসের সাহায্যে ড্রাগ করে উপরে নিচে, ডানে-বায়ে সরিয়ে নিয়ে কাঙ্খিত অংশটুকু নির্বাচন করতে পারেন।

দৈর্ঘ্য ও প্রস্থ নির্ধারণ করে দেয়া

আপনি ছবির দৈর্ঘ্য ও প্রস্থ নিজে বসিয়ে নিয়েও ছবি রিসাইজ করে নিতে পারবেন। এ জন্য নিচের দিকে (উপরের চিত্রে দেখানো) “Width” এবং “Height” নির্ধারণ করে নিতে পারেন। আবার তারও নিচে থাকা Aspect ratio অনুযায়ী ছবিটির অংশ কেটে নিতে পারেন। কাঙ্খিত অংশটুকু হাইলাইট করে সব নিচে “Crop image” অপশন নির্বাচন করলে আপনাকে নিম্নের চিত্রের মতো ইন্টারফেস প্রদর্শন করা হবে।

অন্য ফরমেটে কনভার্ট করা

এখানে আপনার ছবির সাইজ, দৈর্ঘ্য, প্রস্থ, এবং ছবির টাইপ অর্থাৎ ছবিটি কোন ফরমেট এর তা দেখতে পাবেন। সেই সাথে “convert” নামক একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি সহজেই আপনার ছবির ফরমেট পরিবর্তন করে নিতে পারবেন।

ছবি অপ্টিমাইজ করা

এরপর ছবির স্টোরেজ সাইজ বা MB কমানোর জন্য “optimize” নামক অপশনে ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো ইন্টারফেস দেখতে পাবেন।

এখানে থাকা “Image quality factor” স্লাইডটি কমিয়ে নিয়ে “Optimize image” অপশন নির্বাচন করুন। নিচের দিকে আপনার অপ্টিমাইজ করা ইমেজটি দেখতে পাবেন। সেই সাথে সেখানে অপ্টিমাইজ পরবর্তী ইমেজ সাইজ দেখতে পাবেন। আপনার যদি আরও সাইজ এবং কোয়ালিটি কম বা বেশী করার প্রয়োজন হয়ে থাকে তবে উপরের দিক হতে উক্ত স্লাইডারটি কম বা বেশী করে আবারও “Optimize image” অপশন নির্বাচন করলে নিচের দিকে ফলাফল দেখতে পাবেন।

এ ছাড়াও এখানে থাকা rotate, effects, censor ইত্যাদি অপশনগুলি ব্যবহার করে আপনার ছবিকে ইচ্ছেমত অপ্টিমাইজ করে নিতে পারবেন।

সবশেষে ডানদিকে থাকা “Save” অপশন নির্বাচন করে ছবিটিকে ডাউনলোড করে নিতে পারবেন।

আশা করছি আপনি এখান থেকে ছবির সাইজ কমানো বিষয়ক সকল তথ্যাদি বিষদে জানতে পেরেছেন। কোন অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকলে কমেন্টে জানাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version