কষ্টের স্ট্যাটাস Koster Status

৯৬+ কষ্টের স্ট্যাটাস Koster Status

একজন মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই। সুখ-দুঃখ নিয়েই মানুষ। কিছু কিছু সময় মনোকষ্ট দূর করতে বা আমাদের হৃদয়ের অব্যক্ত কথা জানানোর জন্য আমরা একে অপরকে বিভিন্ন ধরণের কষ্টের স্ট্যাটাস শেয়ার করে থাকি। তেমন কিছু কষ্টের স্ট্যাটাস বা কষ্টের উক্তি দেয়া হলো এখানে।

জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাটা পেতে
আপনাকে অবশ্যই একবার
ঠকে যেতে হবে। 😢

দু’জনই বদলে গেছি।
তুমি বদলেছো অন্য কাউকে পেয়ে,
আর আমি বদলেছি
তোমাকে না পেয়ে!

জানি আমি অনেকটাই খারাপ,
তাইতো সরে এসেছি। 🏝
আমি তোমার মন খারাপের কারণ হতে চাই না।

মিলিয়ে নিও,
মানুষের মন ফুলের মতো সুন্দর,
আবার কাটার মত বিষাক্ত! 😔

খেয়াল করলে দেখবে
চারিদিকে অসংখ্য আপন মানুষ,
কিন্তু প্রত্যেকে নিজ নিজ স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ।

বিষাক্ত কাটার ব্যাথাও এক সময় সেরে যায়,
কিন্তু কথার আঘাতে পাওয়া ব্যাথা কখনই সারে না! 📝

কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয়।
আর কিছু বিশ্বাস জীবনকে
নিঃশেষ করে দেয়।

অবহেলা করতে করতে যেদিন
প্রিয় মানুষটা মুখ ফিরিয়ে নেবে,
সেদিন বুঝবে অবহেলা কতটা ভয়াবহ। 😥

জীবনে পাওয়া ধাক্কা গুলো থেকে শিখে যাবে,
কার থেকে দূরে থাকতে হয় আর
কার কাছে রাখতে হয়!

ভালো থকবা, নিজের যত্ন নিবা।
আর আমার কথা মনে পড়লে ধরে নিবা,
আমি মারা গেছি।

কেউ দোষ খোঁজে আমাকে সংশোধন করার জন্য,
আর সে খোঁজে আমাকে অপমান করার জন্য!

আমার খারাপ লাগাটা তোমায় বোঝাতে পারিনি।
আর তুমি তা বুঝতে চেষ্টাও করনি! 🥺

একদিন ক্ষমা লিখে উধাও হয়ে যাবো।
বুঝবে না, ক্ষমf চেয়ে গেলাম,
নাকি ক্ষমা করে গেলাম।

আমাদের দূরে রেখে
সেও কি আমারই মত কষ্ট পাচ্ছে!

পাশে থাকার জন্য কোনও কারণ লাগে না।
দূরে সরে যেতে চাইলে লাগে অজুহাত!

তোমাকে ফিরে পাওয়ার আশা
অনেক আগেই ছেড়ে দিয়েছি।
এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টা করি।

মানুষের মতো হলেও যে অন্য মানুষের অনুভূতি
বুঝতে চেষ্টা করে না,
সে কখনও মানুষই না!

পারলে মিথ্যে বলার অভ্যাসটা ছেড়ে দিও।
হয়তো তোমার মিথ্যেই একদিন
তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাড়াবে।

নিদের দুঃখ-কষ্ট অন্যের কাছে প্রকাশ করতে নেই।
সমবেদনার সুরে সবাই মজা নেবে।
সুযোগ পেলে উপহাস তো করবেই,
সময় মতো আঘাতও করবেই।

অসাধারণ কিছু ছেলেদের ফেসবুক স্ট্যাটাসগুলি দেখতে এখানে ক্লিক করুন।

মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই।
সামান্য স্বার্থে আঘাত লাগলেই পূর্বে সব উপকারের কথা ভুলে যায়।

তুমি বদলে গেছ, এতে আমার কোনও দুঃখ নেই।
লজ্জ্বা লাগছে এই ভেবে
আমি তোমাকে কতই না বিশ্বাস করতাম!

বুঝতে পেরেছি,
অধিকার হারানোর পর
বিরক্ত করতে নেই!

অনেক পরে বুঝলাম
কারও জন্য ভালো হওয়া,
নিজের জন্য ভালো নয়।

অতীতকে ভুলে যাওয়ার প্রয়োজনও আছে
আবার মনে রাখার দরকারও আছে।
ভুলে যেতে হয় নিজের জন্য,
আর মনে রাখতে হয় কিছু কিছু মানুষকে
উপযুক্ত জবাব দেয়ার জন্য।

কষ্টের স্ট্যাটাস বাংলা

সহজ বাংলা ভাষায় সেরা কষ্টের উক্তি পাবেন এখানে। যা সহজেই কপি করে নিতে পারবেন।

তেল মেরে কারও কাছে ভালো হওয়ার চাইতে
উচিত কথা বলে বেয়াদব হওয়াই
আমার কাছে ভালো মনে হয়।

দুমড়ে মুচড়ে ভাঙ্গার জন্য হাতুরি লাগে না
অবজ্ঞা আর অবহেলাই যথেষ্ট!

হিংসুক মানুষের মনে শান্তি কম।
কারণ অন্যের সুখ দেখে
নিজে জ্বলতে জ্বলতে
সুখ খুজেই পায় না।

স্বপ্ন দেখা কখনও ছেড়ে দেবন না।
স্বপ্ন হচ্ছে সেই শক্তি,
যা মানুষকে বেঁচে থাকতে বাধ্য করে!

সবাইকে খুশি রাখতে গিয়ে
বুঝতে পারলাম,
আমার খারাপ সময়ে পাশে কেউ নেই।

মানুষের অপেক্ষা শুধু কাউকে পাওয়ার জন্যই হয় না।
কাউকে দূর থেকে ভালোবাসার মাঝেও থাকে।

খুব বেশী খারাপ ছিলাম কি?
শুধু শুধু তার মায়ায় পরে
জীবনটা শেষ করলাম!

নম্র ভাষা আর ভালো ব্যবহারে
মানুষ ভাবে আমি দূর্বল।

আপনাকে নিজের মতো করে
ব্যবহার করতে না পারলেই
আপনি হয়ে উঠবেন খারাপ।

চারিদিকে সবাই আপন মানুষ।
তবে প্রত্যেকেই নিজ নিজ
স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ।

যে মানুষের যোগ্যতা যত কম,
তার হিংসা তত বেশী।

বাছাই করা ফেসবুক কষ্টের স্ট্যাটাস

সহজেই কপি করা ও শেয়ার করার মত অসংখ্য কষ্টোর স্ট্যাটাস পাবেন এখানে।

সুবিধাবাদীদের চক্ষু লজ্জা বলতে কিছু থাকে না।
প্রয়োজনে এরা নিজেকে সর্বোচ্চ নিচে নামাতেও দ্বিধা করে না।

মিলিয়ে নিও,
আমার খুশি কেড়ে নিয়েছ,
সেই খুশি তোমারও থাকবে না!

জীবনে কত মানুষকেই না সঙ্গ দিলাম।
পিছন ফিরে দেখি কেউ নেই।

তারা তোমাকে পছন্দ করে না,
তবুও সময় করে তাকিয়ে
তোমার সবকিছু দেখে।

পরিশম্র করেও সুখী হওয়া যায় না।
সুখ পেতে ভাগ্য লাগে,
যা সবার কপালে থাকে না।

কার জন্য কি কি করেছেন,
তার হিসাব কেউ রাখে না।
কি করেন নি, সে হিসাব সবাই
খুব ভালো করেই রাখে।

সম্মান নষ্ট করে কারও প্রিয়জন হতে চাই না।
আমার কাছে সম্মানটাই আগে।

সৎ মানুষ কখনও তেলবাজ হয় না।
আর যে তেলবাজ সে কখনও সৎ মানুষ হয় না।

সম্পর্ক যখন বিচ্ছেদ খোঁজে,
তখন সঠিক বললে
প্রিয়জনও ভুল বোঝে।

কারও পতনের জন্য অভিশাপ লাগে না।
যাদের কষ্ট দিয়েছেন,
তাদের বুকভাঙা একটা দীঘর্শ্বাসই যথেষ্ট।

অন্য কারও স্বপ্ন নষ্ট করে
কখনও নিজের স্বপ্ন সাজানো যায় না!

মানুষ হয়েও আজ মানুষকে অনেক ভয় পাই।
কারণ, মানুষ হলো বহুরূপী।
নিজের স্বার্থের জন্য প্রতি মুহুর্তে এর রং পাল্টায়।

প্রিয় মানুষের দেয়া আঘাত
অনেকটা বুড়ো করে দেয়,
যা বয়সও পারে না।

তুমি কারও জন্য
যতই ভালো কিছু করো না কেন,
সে শুধু সেটাই মনে রাখবে,
যেটা তুমি করতে পারনি!

পাশে দাড়িয়ে ভরসা দেবার লোক নেই,
সামনে দাড়িয়ে পথ দেখানোর লোকও নেই,
কিন্তু পিছনে দাড়িয়ে
সমালোচনা করা মানুষের অভাব নেই।

ছেলেদের কষ্টের স্ট্যাটাস

খুব সহজেই শেয়ার করার জন্য এখানে থাকছে বাংলায় ছেলেদের কষ্টের স্ট্যাটাস

আমি কোনও ক্ষো পুষে রাখি না,
তবে ঘটনাগুলো মনে রাখি।

বদলাইনি, শুধু বুঝতে শিখেছি,
কার কাছে আমার মূল্য কতটুকু।

যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য।
কিন্তু যে বিশ্বাস ঘাতকতা করে,
সে নয়!

পাশে থাকার কথা ছিল আজীবন
এমন সময় এলো,
ফিরেও তাকালো না!

নিজেকে নীচে নামিয়ে
কারও পছন্দের হওয়ার চাইতে
আত্মসম্মান রক্ষা করে
সরে যাওয়াটা ভালো নয় কি!

অনেক সময় কথার আঘাতে
সম্পর্কের গতিপথ বদলে যায়,
বদলে নিতে হয়।

জীবনকে কেঁদে ভাসিয়ে দেয়ার চাইতে
হেসে উড়িয়ে দেয়াই ভালো!

কিছু কিছু কথা হেসে উড়িয়ে দিতে হয়
কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না।

জীবন একটা শিক্ষাই দেয়,
নিজেকে নিয়ে সুখী থাকো,
অন্য কারও থেকে কিছুই আশা করো না।

তুমি যতই দামি জিনিস হওনা কেন,
ভুল জায়গায় পড়লে তুমি মূল্যহীন।

যে অন্যের খুশি ছিনিয়ে নেয়,
তার খুশির মেয়াদও বেশীদিন থাকে না।

আমি তো আহামরি কিছু না,
আমাকে ছাড়াও ভালো থাকা যায়!

বিরক্ত করা ছেড়ে দিন,
যদি সে আপনারই হতো,
তাহলে কথা বলার জন্য
এত জোড় করতে হতো না!

তোমাকে করা আঘাত কষ্ট হলেও ভুলে যাও।
কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছ,
তা কখনও ভুলে যেও না।

তুমি না থেকেও আমার
মনে থাকলা, ভাবনায় থাকলা,
মস্তিস্কে থাকলা।
থাকলা না শুধু কপালে!

কথা বলার জন্য কাউকে বাধ্য করার প্রয়োজন নেই।
তুমিও চুপ থাকো, আর বুঝিয়ে দাও,
তাকে ছাড়া তুমিও থাকতে পারো!

পোকা আর ধোকা দুটো আলাদা হলেও
এদের গূণ কিন্তু একই।
পোকা ফসল ধ্বংস করে আর
ধোকা মানুষের জীবন!

কেউ জিজ্ঞেস করলে বলিও,
আমি তোমাকে ঠকিয়েছি,
না হলে মানুষ তোমাকে ঘৃণা করবে।

মিলিয়ে নিন,
মানুষ আপনার সাথে নয়,
আপনার পরিস্থিতির সাথে হাত মিলায়!

ছোট ছোট আঘাতে কেঁদে ফেলা মানুষটাও
এক সময় বড় বড় আঘাত পেয়েও
হাসতে শিখে যায়!

সে দূরেই ছিল,
আমিই শুধু শুধু তাকে
কাছের ভাবতাম।

সে বদলাতে বাধ্য করে,
আবার বদলে গেলে দোষীও করে।

ক্ষমা একটি মহৎ গূণ, আমি জানি।
কিন্তু তাকে ক্ষমা করলে নিজের উপর
অবিচার করা হবে!

ধীরে ধীরে আমি আগ্রহ হারিয়ে ফেলছি,
তাদের প্রতি, যাদেরকে আমি
গুরুত্বপূর্ণ মনে করতাম।

খুশির দিনটাও কারো কারো জন্য খুশির হয় না।
যার জীবনটা একবার এলোমেলো হয়ে যায়,
তার জন্য প্রতিটি দিনই কষ্টের।

পৃথিবীতে বহুরূপী প্রাণীগুলি কতইনা সুন্দর।
কিন্তু বহুরূপী মানুষ ততটাই ভয়ংকর।

অর্থে টান পড়লে বোঝা যায়,
কাছের মানুষগুলো কিভাবে
আড়ালে চলে যায়!

কিছু কিছু কথা হজম করতে শিখুন।
এটি বেশ বড় গূণ।
জীবনে বড় হতে গেলে এটি খুবই প্রয়োজনীয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version