একজন মানুষের জীবন অত্যন্ত বৈচিত্রপূর্ণ। জীবনে আনন্দ বেদনা, কষ্ট, সহানুভূতি ইত্যাদি থাকবেই। তাই বলে জীবন চলার পথে থেমে গেল চলবে না। জীবনে গতি ধরে রাখতে কাউকে সহানুভূতি বা সহমর্মীতা জানাতে এখানে থাকছে সুন্দর জীবন নিয়ে স্ট্যাটাস। এ সকল জীবন নিয়ে উক্তিগুলি শেয়ার করে জীবন চলার পথকে উৎসাহিত করুন।
Table of Contents
বিখ্যাত মনীষিদের করা সুন্দর জীবন নিয়ে স্ট্যাটাস
জীবনে পাওয়ার হিসাব করুন,
দেখবেন, না পাওয়ার দুঃখ আর থাকবে না।
-ডেল কার্নেগী
মানুষের শক্তির কোনও অভাব থাকে না।
অভাব থাকে কেবল ইচ্ছার।
-ভিক্টর হুগো
বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে ”বোকা“
আর মিথ্যেবাদীকে বলে ”চালাক“।
-এপিজে আবুল কালাম
বাছাই করা সুন্দর জীবন নিয়ে স্ট্যাটাস
নিজেকে ব্যস্ত করে নাও, দেখবে
মন খারাপ করার সময়ই পাবে না!
কেউ যদি হিংসে করে,
করতে দাও।
মনে রেখো,
হিংসে তারাই করে,
যাদের যোগ্যতা কম।
উচু গলা নয়,
কখনও কখনও চুপ থেকেও
নিজের গরুত্ব বুঝিয়ে দেয়া যায়!
পৃথিবীর সকল মানুষের সব দুঃখ পেলেও
হাসি মুখে কথা বলার ক্ষমতা অর্জন করে ফেলেছি।
প্রচন্ড রেগে গেলেও এমন কিছু বলো না,
যা পরে নিজের কাছেই
নিজেকে লজ্জিত না হতে হয়।
কারো মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙ্গে পড়ো না,
বরং তাদের বিষাক্ত সাহচর্য থেকে মুক্ত হতে পেরেছো
এটা ভেবে স্বস্তির নিঃশ্বাস নাও। 🤥
আপনার চেহারার মতো ব্যবহারেরও যত্ন নিন,
দেখবেন জীবন অনেক সুন্দর হবে!
মানুষ তোমার সাথে যে আচরণ করে,
সেটা তার চরিত্রের বর্ণনা।
তোমার চরিত্রের নয়!
এমন কিছু করবেন না যাতে
আপনার কোন খারাপ খবর শুনে মানুষ
মুখে ইন্নাল্লিাহ… পড়লেও
মনে মনে বলবে আলহামদুলিল্লাহ।
বিশ্বাসঘাতক কে দ্বিতীয়বার জীবনে সুযোগ দেবেন না।
ক্ষমা করে দিন কিন্তু তাকে দূরে রাখুন।
সে হোক না যতই কাছের…
হোক সে রক্তের সম্পর্কের বা আত্মার আত্মীয়।
-হাসান সরকার
দিনটা যত বড়ই হোক
কোন এক সময় ঠিকই সন্ধ্যা আসে।
জীবনটাও কোন এক সময়ে ঠিকই শেষ হবে।
পড়ে থাকবে আমাদের কৃতকর্ম।

কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না।
তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো।
যে চেনার সে তোমাকে ঠিকই চিনে নিবে।
যে বোঝার সে তোমাকে নিশ্চই বুঝে নিবে।
কারও আঘাতে কষ্ট পেয়ো না
মনে রেখো সময় কথা বলে।
অসংখ্য সুন্দর সুন্দর ইসলামিক স্ট্যাটাস প্রিয়জনের সাথে শেয়ার করতে এখানে ক্লিক করুন।
কারো মনের মতো হতে জন্মাইনি,
আমি মানুষ, কারো মনের চাহিদা না।
-আজিজুল হাকিম
জীবনের শুরুতে যেমন অসহায় তুমি,
জীবনের শেষে হিসেব করে দেখ, সেই অসহায় তুমিই।
মাঝখানে যুবক বয়সে তোমার
নেক কাজ অথবা পাপ কাজ।
জীবনে চলার পথে অনেক অনেক পরিচিত লোকজন থাকবে
কিন্তু ভবিষ্যতে আপনার প্রয়োজনে সবাইকে পাওয়া যাবে
সেটা ভাবার কোনো সুযোগ নেই।
আপনার অবদান কি ছিল তা কেউ মনে রাখবে না,
বরং আপনি তাদের থেকে কি নিয়েছেন সেটা
ভালো ভাবে মনে রাখবে ও খোটা দিবে।
জীবন মানে নাটকীয় এবং স্বার্থপরদের মিলন মেলা।
বৃষ্টি এলে বুঝিয়ে দেয়, ঘরের ছিদ্র কোথায়।
আর বিপদ আসলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়।
তাই মানুষের বিপদ বা প্রয়োজন হচ্ছে
মানুষ চেনার অন্যতম উপাদান।
সমাজ কিন্তু মানুষদ্বারাই তৈরি।
তবুও মানুষ সেই সমাজকেই ভয় পায়!
কিছু কিছু কথা হেসে উড়িয়ে দিতে হয়।
কারণ, সবাইকে তো আর জুতা মারা যায় না।
আপনি সবার কাছে প্রিয় হওয়ার চাকরি নিয়ে দুনিয়াতে আসেন-নি।
মনে রাখবেন, হাজার চেষ্টা করলেও
আপনি সবার প্রিয় হতে পারবেন না।
ফেসবুকে শেয়ার করার জন্য জীবন নিয়ে স্ট্যাটাস
ছোট চোরকে মজা লাগে মারতে,
চোর বড় হলে ভাল লাগে চাটতে!
তোমার মুখ তোমার জীবনের প্রধান শত্রু।
সুতরাং একে বুঝে-শুনে ব্যবহার করো।
মানুষ থেকে কখনো চাইনি দূরে থাকতে,
মানুষই আমাকে বাধ্য করেছে দূরে চলে যেতে।
পুরুষ মানুষ তার জীবনের মানসিক ঝড়গুলো
অতিক্রম করতে করতেই বেঁচে থেকে।
এভাবেই সে কোন এক সময় হারিয়ে যায়!
যতদূর দেখতে পান, ততদূর এগিয়ে যান;
যখন সেখানে পৌঁছাবেন,
আরও নতুন দিগন্ত দেখতে পাবেন।
-থমাস কার্লাইন
কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি,
দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে কিন্তু
মনে জায়গা হবে না।
আমাকে যদি আপনার খারাপ মনে হয়,
তবে আপনার জন্য কথা একটাই,
আর তা হলো,
রতনে রতন চিনে…..

প্রতিটি মানুষের জীবনে কষ্ট আছে।
নির্বোধরা তা প্রকাশ করে চোখের পানি দিয়ে।
আর বুদ্ধিমানরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে।
-হুমায়ুন আহমেদ
বিষাক্ত কখনোই মানুষ বদলায় না।
তারা কেবল তাদের শিকার পাল্টায়।
আর সবকিছুর জন্য শিকারকেই দোষ দেয়।
আমাকে অন্যের সাথে তুলনা করার
কোনোই প্রয়োজন নেই।
আমি জানি, আমি সব কিছুতেই পরাজিত।
ধৈর্যশীল মানুষের জেদ
খুবই ভয়ঙ্কর জিনিস।
অতিরিক্ত আঘাত পেলে একজন মানুষ
শুধু হাসতে নয়,
অনেক সময় কাঁদতেও ভুলে যায়।
একজন মানুষ তখনই চুপ হয়ে যায়,
যখন কারও মুখের কথা
তার বুকে এসে লাগে।
যা তোমার কাছে হতে পারে সামান্য,
আমার কাছে সেটাই পাহাড়ের সমান কষ্ট।
জীবনে ঠিক ততখানি সরল হোন,
যতখানি সরল হলে কেউ ঠকিয়ে যাওয়ার পরও
পায়ের তলার মাটি সরে যাবে না।
-আরিফ আজাদ
আঘাত আমাদের এক ধাক্কায়
অনেক বড় করে দেয়,
যা বয়সও পারে না।
মনে রাখবেন,
কর্মফল খুবই ভয়ানক জিনিস,
আজ আপনি যা করবেন,
কাল তা ঠিকই ফিরে পাবেন।
দেরিতে হলেও বুঝেছি,
সবখানে নিজেকে এডজাস্ট করতে নেই।
নিজের আত্মসম্মানে আঘাত আসে।
নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো
নিজেকেই সামলাতে হয়,
উপদেশ তো অনেকেই দেয়,
পাশে আর থাকে ক’জন।
জীবনে কম বন্ধু রাখুন,
কিন্তু বন্ধুর মত বন্ধু রাখুন।

মনে রাখবেন,
সাফল্যের পর সব থেকে বড় চ্যালেঞ্জ হলো
এটি নিয়ে চুপ থাকা
পৃথিবীতে কেউই ব্যস্ত নয়
এটা নির্ভর করে তার নিকট
আপনার গুরুত্বের উপর।
আপনি যতটা স্পষ্টবাদী
প্রিয় মানুষদের তালিকায়
আপনার নাম তত কম।

প্রত্যাশা যত বেশী
জীবন ততটাই জটিল
খেয়াল করে দেখবেন,
আপনার কাছের মানুষগুলোই
আপনার নামে সবচেয়ে বেশী
সমালোচনা করে।
কঠিন সময় ঠিকই কেটে যায়।
কিন্তু সেই সময়ে মানুষের ব্যবহার
মনের মধ্যে থেকে যায় আজীবন।
মিথ্যাকে ছড়িয়ে দেওয়া সহজ
কিন্তু স্থায়িত্ব লাভ করতে পারে না।
অপরদিকে সত্য সবসময়ই সুন্দর
এবং চিরস্থায়ী।
হঠাৎ বড়ো লোক হওয়া গেলেও
হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না।
ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা।
লোভী আর স্বার্তপর কখনও
সম্পর্কের মর্যাদা দিতে জানে না।
তারা লাভ দেখলেই সম্পর্ক
পরিবর্তন করে ফেলে।
নাটক করে ভালো মানুষ সাজা যায়,
তবে সেটা বেশী দিনের জন্য নয়।
মুখোশ ঠিকই খুলে যায়,
শুধু সময়ের অপেক্ষায়।
যখন সবকিছু সহ্য করার অভ্যাস হয়ে যায়,
তখন কে পাশে থাকলো, আর কে থাকলো না
তাতে কোনো-কিছুই যায়-আসে না।
ভালো বন্ধু চিনতে
তেমন কিছুই লাগেনা।
একটা খারাপ সময়ই যথেষ্ট।
আঘাত খুব হিসেব করে করা উচিত।
ততটুকু করা উচিত,
যতটা নিজে সহ্য করতে পারবেন।
কেননা আঘাত ফিরে আসে,
আজ নয়তো কাল।
তুমি যেখানে দাঁড়িয়ে আছো,
সেখান থেকেই শুরু করো।
তোমার যা আছে সেটাই ব্যবহার করো।
যেটুকু পারো, সেটাই করো।
এক মুহুর্ত আগেই যিনি মারা গেলেন,
তিনিও ভাবতেন
মৃত্যু অনেক দূরে।
জীবনের মানে সেই দিন বুঝবেন,
যে দিন সময় আর পরিস্থিতি
একই সঙ্গে আঘাত করবে।
আস্থা খুবই অদ্ভুত বিষয়,
একবার ভেঙ্গে গেলে
আর কখনো তৈরি হতে পারে না।
-শেক্সপিয়ার
জীবন নিয়ে হোয়াটস অ্যাপ স্ট্যাটাস
বুঝেও না বুঝার ভান করে থাকি,
এতটুকু ঠিকই বুঝি,
তার কাছে আমার গুরুত্ব কতটুকু।
যে সবার আগে ক্ষমা চাইতে পারে
সে সবচেয়ে সাহসী।
যে সবার আগে ক্ষমা করতে পারে,
সে সবচেয়ে শক্তিশালী।
যে সবার আগে ভুলে যেতে পারে,
সে সবচেয়ে সুখী।
যদি তুমি নিজের ব্যথা টের পাও
তবে তুমি জীবিত।
আর যদি তুমি অন্যের ব্যথা টের পাও
তবে তুমি মানুষ।
সম্পত্তি নয়,
মানুষের জীবনে সবচেয়ে
প্রয়োজনীয় বিষয়টি হচ্ছে
মানসিক শান্তি।
অর্থ দম্ভে যদি বড়দের সম্মান করতে ভুলে যাও,
মনে রেখ তোমার ধ্বংস অতি নিকটে।
হতাশ হওয়ার কিছুই নেই,
ভালো সময় আসার আগের সময়টা
খারাপই হয়।

সমস্যা তোমাকে থামিয়ে দেয়ার জন্য আসে না।
সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও।
-স্কুলার
অপমানের উত্তর দেওয়ার
সবচেয়ে ভালো উপায় হলো,
তা উপেক্ষা করা।
-শেক্সপিয়ার
সময়কে মনে রাখুন,
কোন সময়ে কোন মানুষ
কি রকম আচরণ করেছে।
এটি প্রয়োজনীয়।
যেদিন অশ্রু লুকিয়ে
হাসতে পেরেছি,
সেদিন থেকেই
শক্ত হতে শিখেছি।✨
দুঃখ আপনাকে ভেঙ্গে ফেলতে আসে না।
জীবনকে একটা সুন্দর আকৃতি দিতেই আসে।
-আরিফ আজাদ
বিনা কারণে যারা তোমার জীবনে
দুঃখের গল্প লিখে গেছে,
তাদের অভিশাপ দেবার দরকার নেই।
তোমার নীরবতাই যথেষ্ট।
-মাহবুব সরদার সবুজ
যারা কথা হজম করতে পারে,
তাদের শেষটা অনেক ভালো হয়।
সময় বদলায় না,
বদলে যায় মানুষের মন।
যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে
ভুলে যায় চেনা প্রিয়জন।
আমার খারাপ সমূগুলো একাই পার করেছি,
তাই, কে পাশে থাকলো, কে চলে গেল,
তাতে আমার কিছুই আসে-যায় না।
আপনি যদি নিজের আবেগ
নিয়ন্ত্রণ করতে না পারেন,
তাহলে আপনি আপনার অর্থও
নিয়ন্ত্রণ করতে পারবেন না।
-ওয়ারেন বাফেট
মনে রেখ, দূরত্ব
বুঝিয়ে দেয় গুরুত্ব। 📌
সমস্যা আর অভিযোগ, যেখানে যত বেশী,
সেখানে সুযোগও তত বেশী।
-জ্যাক মা
একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন
ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।
-শেখ সাদী
অন্যের ক্ষতি করতে চাইলে
নিজের ক্ষতি হবেই।
হয়তো ক্ষতির ধরণ ও সময়
কিছুটা ভিন্ন হতে পারে।
তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার
আপন গতিতে প্রতিশোধ নেয়।
মানুষ যত ছোট হয়,
তার অহংকার ততই বড় হয়।
-ভলতেয়ার
যেভাবে ইচ্ছে চলুক,
হেসে নিক যত পারে,
অহংকারীগন জেনে রাখুন
জীবনের কিন্তু শেষ রয়েছে।
ভেবে দেখ, সময়ের আগে সূর্য উঠে না।
তাড়াহুড়া শুধুই ক্লান্তি আনে সফলতা না।

বেদনার মতো সঙ্গী আর কেউ হয় না,
যখন সবাই চলে যায়,
বেদনা একাই থেকে যায়।
পৃথিবীর সবচেয়ে সুগন্ধিময় আতর
শিশিতে থাকে না।
থাকে মুখে, মুখের ভাষায়,
আমাদের কথায়।
আপনি যতদিন উপকারে আসবেন,
মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে।
প্রয়োজন শেষ হলে আপনার উপকার,
টিস্যুর মতো ঘাম মুছে ফেলে দেবে।
বিনয় হচ্ছে,
জ্ঞনের ফলশ্রুতি।
-হযরত আলী (রাঃ)
”একজন মানুষের আচরণ” আমাদের মনে
তাদের অবস্থান পরিবতন করে থাকে।
জীবনে নতুন করে বাঁচতে শেখা
যতটা কঠিন,
তার চাইতে বেশী কঠিন,
গোটা জীবনের অতীত মুছে ফেলা।
যারা তোমায় পাথর করেছে,
তাদের তুমি পাহাড় হয়ে দেখিও।
কাঁটার ব্যাথা কিছুটা সময়ে জন্য থাকে,
কিন্তু কথার ব্যাথা
সারা জীবনের জন্য থেকে যায়।
নিজের কাছে ফেরার চাইতে
সুন্দর আর কিছুই
হতে পারে না।
কোনো অভিশাপ নয়,
আপনি যদি মনে করেন, আমার সাথে ঠিকই করেছেন,
তবে এমার দোয়া, ঠিক এমনই যেন আপনার সাথেও হয়।
নিজেকে ব্যস্ত করে নাও,
নিজেকে আলাদা করে ফেলো।
মনে করো যেন, তুমি কাউকেই চেন না।
দেখবে অর্ধেক অশান্তি কমে যাবে।
মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে
তা-ই হচ্ছে বিষ।
হতে পারে ক্ষমতা, সম্পদ, ক্ষুধা, অহংকার,
লোভ, অলসতা, ঘৃনা।
-জালাল উদ্দিন রুমি
মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে
প্রয়োজন শেষ হলে তার থেকেও
বেশী বদনাম করে।
যদি মানুষের পিছে অতিরিক্ত সময় ব্যয় করো
তবে ব্যর্থতা অনিবার্য।
যদি কাজের পিছে সময় দাও,
তবে সাফল্য অনিবার্য।
এমন অনেককেই তুমি পাবা,
জ্ঞান অনেক দেবে,
কিন্তু সঙ্গ কেউ দেবে না।
জ্ঞান মানুষকে শক্তি দেয়,
আর চরিত্র মানুষকে সম্মান দেয়।
মানুষ বড়ই বিচিত্র প্রাণী!
নিজের প্রয়োজনে একেক সময় একেক
চরিত্র ধারণ করে।
টাকা, ক্ষমতা, পদবী কোনটাই চিরস্থায়ী নয়।
কিন্তু বিনয়ী, সম্মান, ব্যবহার ভালবাসা
নিশ্চিত চিরস্থায়ী।
ফলবতী বৃক্ষ নত হয় আর নত হয় গূণীজন,
নত হয়না শুষ্ক বৃক্ষ আর মূর্খজন।
কারও দারিদ্রতা দেখে সম্পর্ক ছিন্ন করিও না।
কারণ গরীবের ঘরে যে পরিমাণ সম্মান পাওয়া যায়,
ধনীদের ঘরে সে রকমটা হয় না।
কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতা লাগে,
চুপ থাকতে তার চেয়ে
বেশী শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়।
সব লোকের ঘাড়েই মাথা আছে,
কিন্তু মস্তিস্ক আছে কিনা, সেটাই প্রশ্ন!
-জুভেনাল, প্রাচীন রোমের কবি।
তোমার হৃদয়ে যদি আলো থাকে,
তবে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পথ
তুমি অবশ্যই খুঁজে পাবে।
মনের দিক থেকে যে বৃদ্ধ নয়,
তার জীবনে কখনও বার্ধক্য আসে না।
-ফিলিপ ম্যাসিঞ্জার
আগে জ্ঞান অর্জনের চেষ্টা করুন।
কারণ জ্ঞান আপনাকে
সত্য ও মিথ্যার পার্থক্য দেখাবে।
দূর থেকে নিজেকে দেখুন,
অজানা অনেক কিছুই দেখতে পাবেন!
হিংসে করে হয়তো
অন্যের পথে কাঁটা বিছানো যায়,
কিন্তু কখনই নিজের উন্নতি করা যায় না।
যথাস্থানে পা রেখেছ কিনা,
তা আগে নিশ্চিত হও।
এরপর দৃঢ়ভাবে দাঁড়াও।
-আব্রাহাম লিংকন
একা দাড়ানোর সাহস রাখুন
কারণ, সকলেই জ্ঞান দেয়, কিন্তু
সঙ্গ দেয় না।