আধুনিক এই যুগে Gmail অ্যাকাউন্ট এর নাম শোনেননি এমন মানুষের সংখ্যা অনেক কম। গুগলের বিনামূল্যের অত্যন্ত জনপ্রিয় একটি সেবা হচ্ছে জিমেইল। Gmail অ্যাকাউন্ট এর সুবিধা নিয়ে বিস্তারিত থাকছে আজকের পর্বে।
Table of Contents
বর্তমান পৃথিবীতে আধুনিক প্রযুক্তির কল্যানে এখন সবার হাতে হাতেই Smartphone। আর প্রতিযোগিতামূলকভাবে টেলিকম কোম্পানীগুলো নানা ধরণের Internet Package অফার দেয়ার ফলে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ইন্টারনেট ব্যবহার বেড়েছে বহুগুণে। সেক্ষেত্রে স্মার্টফোনগুলোতে Gmail Account নেই এটা প্রায় অসম্ভব একটা বিষয়। কারণ স্মার্টফোন মানেই ইন্টারনেটের ব্যবহার। আর ইন্টারনেট ব্যবহারের প্রায় বেশিরভাগ সুবিধাই দিয়ে থাকে Google.

Gmail অ্যাকাউন্ট কি?
Internet Browsing করতে কোন তথ্য খুজতে, কোন বিষয়ে জানতে Google Chrome, ভিডিও দেখতে গুগলের Youtube, স্মার্টফোন হতে কাউকে Video Call করতে Google Duo, আপনার পরিচিত জনের মোবইল নম্বর নিরাপদে সংরক্ষণের জন্য Google Contact এমন অসংখ্য সব বিনামূল্যের সুবিধা পেতে পারেন একটি মাত্র Gmail Account হতে।
Google সর্বদা তার ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী বেশ ভাল মানের সুবিধা প্রদান করে নিজের অবস্থান অত্যন্ত সুদৃঢ় করেই চলেছে। গুগলের অনেক আধুনিক, আকর্ষণীয় বৈশিষ্ট রয়েছে যা সত্যিই আপনার জীবনকে বদলে দেবে। এছাড়াও এটি আপনার প্রতিভা প্রকাশেরও একটি বড় মাধ্যম। সেই সাথে গুগল হতে পৃথিবীর অনেক দেশ তথা অনেক মানুষ বিপুল পরিমান অর্থ উপার্জন করে থাকে। এ সকল সুবিধা পেতে পারেন শুধুমাত্র একটি Google Account এর মাধ্যমে।
ইমেইল পাঠানো, রিসিভ করা, রিপ্লাই দেয়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Gmail অ্যাকাউন্ট এর সুবিধাসমূহ
গুগলের অত্যন্ত জনপ্রিয় জিমেইল এর সুবিধাবলী বলে শেষ করা যাবে না। নিম্নে জিমেইল অ্যাকাউন্ট এর সুবিধাসমূহ আলোচনা করা হলো।
ইমেইল
ইমেইল আদান প্রদানের জন্য জিমেইল পছন্দের শীর্ষে। ইমেইল অর্থাৎ ইলেকট্রনিক মেইল আদান-প্রদান, বিভিন্ন চিঠিপত্র, ছবি, লিংক ইত্যাদি পাঠানো ও পাওয়ার একটি সব থেকে প্রিয়, ফ্রি এবং বিশস্ত ওয়েব মেইল সেবা হলো Gmail.
গুগল ড্রাইভ
Online Storage হিসেবে গুগল আপনাকে দেবে 15 GB ফ্রি Online Storage অথবা এটা কে আপনি অনলাইন মেমোরি কার্ড বলতে পারেন। এই 15 GB তে আপনি আপনার গুরুত্বপূর্ণ ছবি, ফাইল, ডাটা সবকিছু রাখতে পারবেন একদম নিরাপদে। এ তথ্যগুলো হারিয়ে যাওয়ার কোন ভয় নেই বা চুরি হয়ে যাওয়ার ভয় নেই। এটি সম্পূর্ণ একটি নিরাপদ ড্রাইভ। আপনার ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও আপনি পরবর্তী যে কোন ফোনে অথবা Gmail লগইন করে আপনার সমস্ত ডাটা গুলো দেখতে পারবেন। এক্ষেত্রে আপনার একাউন্ট পাসওয়ার্ড খুবভাবে সংরক্ষণ করতে হবে।
Password সংরক্ষণ
আমাদের বিভিন্ন ধরণের সেবা পেতে এবং বিভিন্ন কাজে একাধিক একাউন্ট, ইউজার নেম ও একাধিক পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এতসব ইউজার নেম ও পাসওয়ার্ড আমাদের পক্ষে মনে রাখা কষ্টকর। এর সহজ সমাধান হচ্ছে সব ইউজার নেম ও পাসওয়ার্ড একটি মাত্র গুগল একাউন্টে সংরক্ষণ করা। গুগলের কাছে আমরা ব্যক্তিগত কিছু তথ্য শেয়ার করে থাকি। যেমন একাউন্ট খোলার সময় আমাদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি। আর যেহেতু এটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেক্ষেত্রে আমরা আমাদের সকল ইউজার নেম ও পাসওয়ার্ডগুলো এখানে সংরক্ষণ করে রাখতে পারি। তবে মনে রাখতে হবে আপনার সকল পাসওয়ার্ড সংরক্ষণ করার আগে অবশ্যই আপনার Gmail এর মূল পাসওয়ার্ডটি খুব ভালভাবে সংরক্ষণ করে রাখতে হবে।
গুগল ফটোজ
Google Photos এর মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের সকল Picture Auto Backup দিয়ে রাখতে পারেন। এর ফলে আপনার ফোনের ছবিগুলো আপনাকে আর কষ্ট করে আপলোড করতে হবে না। আপনি কোন ছবি তুললেই অটোমেটিক সেগুলো Google Photos এ আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনি যদি আপনার ফোন থেকে Backup করা ছবি বা ভিডিও মুছেও ফেলেন পরবর্তীতে আপনার গুগল একাউন্টে গিয়ে সে সকল ছবিগুলো বা ভিডিও দেখতে পারবেন।
Google Contact: আপনি আপনার Gmail অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার Smartphone এর সকল Contact নিরাপদে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে করে আপনার ফোন নষ্ট হয়ে গেলে, বা হারিয়ে গেলেও পরবর্তী যেকোনো Smartphone এ আপনার Gmail লগইন করে আপনার সমস্ত কন্টাক্ট খুব সহজেই ফিরে পেতে পারেন।
Google Due: আপনার জিমেইল একাউন্টের মাধ্যমে আপনি এই সুবিধাটির আওতায় অপর Google Due ব্যবহারকারীর সাথে ভিডিও কলের মাধ্যমে কথা-বার্তা চালাতে পারবেন। যা আপনার পারিবারিক, বন্ধুত্ব বা ব্যবসায়িক সব দিকেই আপনাকে আপডেট রাখবে।
Google Map: আপনার জিমেইল একাউন্টের মাধ্যমে আপনি এই সুবিধাটির আওতায় পুরো পৃথিবীর যেকোন প্রান্তে জিপিএস এর সাহায্যে কাঙ্খিত ঠিকানা খুঁজে বের করা, সঠিক পথের দিক নির্দেশনা পেতে, ঐতিহাসিক স্থানসমূহ খুজে পেতে, আপনার প্রতিষ্ঠানের ঠিকানা প্রকাশ করতে, কোন পথে গেলে আপনার কাঙ্খিত গন্তব্যে খুব সহজেই পৌছাতে পারবেন ইত্যাদি তথ্যসহ কত গতিতে গেলে কতটা সময় লাগবে তাও জেনে নিতে পারেন খুব সহজেই।
Google Chrome: দৈনন্দিন প্রয়োজনে ইন্টারনেট ব্রাউজ করার ডাটা, বিভিন্ন সাইটে লগইন করার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইত্যাদি আপনার একটি মাত্র জিমেইল দিয়েই সংরক্ষণ করা সম্ভব।

এমনই সব আকর্ষণীয় বৈশিষ্ট্য দিয়ে আপনার জীবন উপভোগ করার জন্য জিমেইল এর নিম্নোক্ত সেবাগুলো আপনি পাচ্ছেন একদম ফ্রিতে।
Google Translate; Google Calendar; Google Earth; Google News; Google Keep; Google Docs; Google Sheets; YouTube; Google Lens; Google keyboard
Gmail অ্যাকাউন্ট এর এ রকম অসংখ্য সুবিধা রয়েছে।
কিভাবে এ্যাপগুলো ডাউনলোড করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তবে নীচে কমেন্ট করে আমাদের জানান।