এখানে আমরা শিখব বিনামূল্যের সেরা অডিও এডিটিং সফটওয়্যার Audacity ডাউনলোড ও সেটআপ করবেন। আপনার যদি অডিও এডিট করার প্রয়োজন হয়ে থাকে তবে অত্যন্ত জনপ্রিয় একটি অডিও এডিটিং সফটওয়্যার Audacity ডাউনলোড করে নিন। কারণ এটি একটি ওপেনসোর্স তথা ফ্রি এবং সেরা জনপ্রিয় অডিও বা সাউন্ড এডিটিং সফটওয়্যার। এটি দ্বারা প্রফেশনালভাবে সাউন্ড রেকর্ড করা, কোনো সাউন্ড বা অডিও Import করে এতে নানা ধরণের ইফেক্ট যুক্ত করা, অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা ইত্যাদি সম্পাদনা করার পর কাঙ্খিত Format এ Export দেয়ার সুবিধা রয়েছে। এছাড়াও এতে যুক্ত বিভিন্ন সুবিধার কারণে এই অডিও এডিটিং সফটওয়্যারটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয়।
Table of Contents
Audacity ডাউনলোড
Audacity ডাউনলোড করার জন্য আপনি এখানে ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো ওয়েব পেজ এ আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানে চিত্রে চিহ্নিত বাটনে ক্লিক করুন।

কিছুক্ষণের মধ্যেই অডাসিটি সফটওয়্যারটি আপনার উইন্ডোজ ভার্সন অনুযায়ী ডাউনলোড শুরু হবে এবং ডাউনলোড হয়ে গেলে নিম্নের চিত্রের মতো সেটআপ ফাইল দেখতে পাবেন।

অডাসিটি ইনস্টল প্রক্রিয়া
১. Audacity ইনস্টল করার জন্য প্রথমে ডাউনলোড করা সেটআপ ফাইলটির উপরে ডাবল ক্লিক করুন।
২. নিম্নের চিত্রের মতো একটি Select Setup Language ডায়লগ বক্স আসবে। সেখানে ভাষা “English” সেট করাই থাকবে। আপনি শুধু Ok বাটনে ক্লিক করুন।

৩. নিম্নের চিত্রের মতো সেটআপ উইজার্ড আসবে। সেখানে Next বাটনে ক্লিক করুন।

৪. তারপর লাইসেন্স এগ্রিমেন্ট এর তথ্যাদি প্রদর্শিত হবে। আপনি সেখানে লাইসেন্স এগ্রিমেন্ট এর শর্তাবলী পড়ে নিতে পারেন। শেষে Next বাটনে ক্লিক করুন।

৫. এরপর নিম্নের চিত্রের মতো Select Additional Tasks অতিরিক্ত কিছু অপশন নির্বাচন করার নির্দেশনা দেয়া হবে। সেখানে প্রথম অপশনটি নির্বাচন করলে অ্যাপ্লিকেশনটির শর্টকাট আপনার কম্পিউটারের ডেস্কটপে যুক্ত করা হবে। দ্বিতীয় অপশনটি হচ্ছে “Reset Preferences” এটি নির্বাচন করা থাকলে আপনার ইতিপূর্বে যদি এই অ্যাপ্লিকেশনটি এই কম্পিউটারে সেটআপ দেয়া থাকে তবে তার সেটিংসসমূহ রিসেট করা হবে। এখানে আপনার কিছুই করার দরকার নেই। নিচের দিক হতে Next বাটনে ক্লিক করুন।

৬. এবারে অ্যাপ্লিকেশনটি কোন লোকেশনে ইনস্টল হবে তা নির্ধারণ করে দেয়ার জন্য নিম্নোক্ত ডায়লগবক্স আসবে। সেখানে ডিফল্ট লোকেশন হিসেবে C: ড্রাইভ সিলেক্ট করাই থাকবে। আপনি সেখান থেকে Next বাটনে ক্লিক করুন।

৭. এরপর আবারও Next বাটনে ক্লিক করুন।
৮. সব শেষে “Install” বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই খুব সহজেই আপনার কাঙ্খিত অডিও এডিটিং সফটওয়্যার “Audacity” ইনস্টল হয়ে যাবে।
অ্যাপ্লিকেশনটি চালু করলে নিম্নের চিত্রের মতো এর উইন্ডো দেখতে পাবেন।

ভিন্ন ফরমেটের অডিও Import এবং Export
অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এতে অডিও Import ও Export করার জন্য আরও একটি ছোট অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রয়োজন হবে। এ জন্য আপনাকে যা করতে হবে-
FFmpeg নামক একটি অতিরিক্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো আপনাকে একটি ওয়েব পেজ এ নিয়ে যাওয়া হবে।

সেখানে একটু নিচের দিকে FFmpeg Installer for Audacity এর তালিকা হতে আপনার উইন্ডোজ বিট অনুযায়ী প্রয়োজনীয় লিংকটিতে ক্লিক করলে একটি ছোট সাইজের ফাইল ডাউলোড হবে।

ডাউনলোডকৃত ফাইলটির উপর ডাবল ক্লিক করে সেটি সেটআপ করে নিন। এরপর অডাসিটি তে প্রায় সকল ধরনের অডিও ফরমেট Import করার পর প্রয়োজনীয় সম্পাদনা করে তা Export করতে পারবেন।
আশা করছি আপনি সহজেই এটি করতে পেরেছেন। পরবর্তীতে কিভাবে এই অ্যাপ্লিকেশন দিয়ে অডিও এডিট করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।