বর্তমান সময়ে জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার জন্ম নিবন্ধন তথ্যে থাকা অসংগতি বা ভুলগুলো সহজেই আপনি নিজেই সংশোধন এর আবেদন করতে পারবেন। জন্ম নিবন্ধন সংশোধন আবেদন এখন যে কোন কম্পিউটার বা স্মার্টফোন দিয়ে সহজেই করা যাচ্ছে। এখানে আমরা শিখব কিভাবে যে কোন জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে সংশোধনের আবেদন করতে হয়।
Table of Contents
কোন কোন তথ্যগুলি পরিবর্তন করা যাবে?
জন্ম নিবন্ধন সনদের তথ্য সংশোধনে আপনি আপনার নাম, পিতার নাম মাতার নাম বাংলা অথবা ইংরেজিতে সংশোধনের আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার জন্ম স্থান, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা বাংলা বা ইংরেজিতে সংশোধনের আবেদন করতে পারবেন।
আপনি কততম সন্তান, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর যুক্ত করণ ইত্যাদি সংশোধন করে নিতে পারবেন। তবে জন্ম নিবন্ধন সনদে জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে কিছুটা বিধি-নিষেধ রয়েছে।
কি কি কাগজপত্রাদি লাগবে?
একটি জন্ম নিবন্ধন সনদের যে সকল তথ্যাদি সংশোধন করবেন, ঠিক সেই সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে আপলোড দেবার প্রয়োজন হবে। নিম্নে কিছুটা ধারণা দেয়া হলো।
- ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের কপি।
- ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (যদি থাকে), পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র।
- স্থায়ী ঠিকানার প্রমাণক।
- পিতা বা মাতা মৃত হয়ে থাকলে তাদের মৃত্যুর প্রমাণ।
- অঙ্গীকারনামা।
- সংশ্লিষ্ট দপ্তরের নিবন্ধক কর্তৃক প্রত্যয়নপত্র।
মোট কথা আপনি যে ধরণের তথ্য সংশোধন করতে চান সেই সংশ্লিষ্ট তথ্যাদির স্ক্যান করা কপি। এখানে বলে নেয়া ভালো, প্রতিটি স্ক্যান করা কপি এর ফাইল সাইজ ১০০ কিলোবাইট এর নিম্নে থাকতে হবে। আপনি চেষ্টা করবেন স্ক্যান করা ফাইলগুলি যেন ৮০ কিলোবাইটের নিচে থাকে।
এক্ষেত্রে আপনার স্মার্টফোন দিয়েও প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি উঠিয়ে এখানে ক্লিক করে উক্ত ইমেজ সেখানে আপলোড করে নিয়ে নিম্নের চিত্রের মত “Reduce quality” অপশনে টিক মার্ক দিয়ে নিন। এরপর “Width” এর ঘরে ৫০০ থেকে ৬০০ টাইপ করে দিয়ে নিন। সব শেষে “Download Image” অপশনে ক্লিক করে ইমেজটি ডাউনলোড করে নিন। এতে ছবিটির সাইজ অনেকাংশে কমে যাবে।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য প্রথমে প্রয়োজনীয় কাগজপত্রাদি যথাযথভাবে স্ক্যান করে নিন। এরপর ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার বা স্মার্টফোন হতে যে কোন ওয়েব ব্রাউজার ওপেন করে নিয়ে এর অ্যাড্রেস বারে “bdris.gov.bd/br/correction” টাইপ করে সেখানে প্রবেশ করুন। অথবা এখানে ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে।

এখানকার নিয়মাবলীগুলো পড়ে নিতে পারেন।
এবারে প্রথম স্টেপে যে ব্যক্তির জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করবেন তার জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে নিন। দ্বিতীয় স্টেপে উক্ত ব্যক্তির জন্ম তারিখটি দিয়ে নিন (দিন/মাস/বছর)। তৃতীয় স্টেপে উপরে থাকা অক্ষরগুলো “Enter Captcha” ঘরে বসিয়ে নিয়ে অনুসন্ধান অপশন নির্বাচন করুন।
সবকিছু ঠিক থাকলে নিচের দিকে উক্ত ব্যক্তির নাম, পিতা ও মাতার নাম দেখতে পাবেন। সেখানে থাকা “নির্বাচন করুন” অপশনে ক্লিক করুন। আপনাকে একটি ছোট মেসেজ দেখানো হবে। সেখানে “কনফার্ম” অপশন নির্বাচন করুন। এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো ইন্টারফেস দেখানো হবে।
সংশোধনের বিষয়
ব্যক্তির কোন কোন বিষয়গুলি সংশোধন করতে চান তা নির্ধারণ করে নিন।

এ জন্য সেখানে চিহ্নিত বিষয় এর ডানদিকে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আপনি যে সকল তথ্যাদি সংশোধন করতে পারবেন তার তালিকা দেখানো হবে। সেখানে আপনার কাঙ্খিত বিষয়টি নির্বাচন করুন।
কিভাবে আপনি নিজেই যে কারও জন্ম নিবন্ধন তথ্য যাচাই করবেন জানতে এখানে ক্লিক করুন।
এবারে ডান দিকে দুটি নতুন ফিল্ড দেখতে পাবেন। সেখানে চাহিত সংশোধিত তথ্য এর ঘরে আপনার কাঙ্খিত তথ্য দিয়ে নিন। এবারে ডানে “সংশোধনের কারণ” এর ড্রপডাউন বাটনে ক্লিক করে সেখান থেকে কারণ নির্বাচন করে দিন।

একইভাবে এখানে থাকা “আরো তথ্য সংযোজন করুন” অপশনে ক্লিক করলে নতুন একটি “বিষয়” ফিল্ড যুক্ত হবে। সেখানে একইভাবে আপনার সংশোধনের বিষয় দিয়ে নিন।
এভাবে বিষয় ভিত্তিক নাম বাংলা, নাম ইংরেজি, পিতার নাম বাংলা, পিতার নাম ইংরেজি, কততম সন্তান ইত্যাদি সকল প্রয়োজনীয় সংশোধনী তথ্যাদি দেবার পর নিচের দিকে জন্মস্থানের ঠিকানা এর তথ্যগুলি একে একে দিয়ে নিন।
খুবই সতর্কতার সাথে প্রয়োজনীয় সংশোধনী তথ্যগুলি যাচাই করে নিন। প্রয়োজনে একাধিকবার ভালভাবে দেখে নিশ্চিত হউন। মনে রাখবেন একবার আবেদন সাবমিট দেবার পর আর কোন ধরণের পরিবর্তন করার উপায় থাকবে না।
ঠিকানা সংশোধন
ঠিকানা সংশোধনের ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে। প্রথমটি হচ্ছে ব্যক্তির জন্মস্থান, দ্বিতীয়টি বর্তমান ঠিকানা ও তৃতীয়টি হচ্ছে স্থায়ী ঠিকানা। প্রতিটির জন্য প্রথমে দেশ, তারপর বিভাগ, জেলা, উপজেলা, এরপর ইউনিয়ন/পৌরসভা নির্বাচন করুন এবং ডান দিক হতে ওয়ার্ড নম্বর নির্বাচন করে নিন। নিচের বাম দিকে বাংলাতে ডাকঘর, গ্রাম এবং রাস্তা নম্বর এবং ডান দিকে একই তথ্যগুলি ইংরেজিতে দিয়ে নিন।
এবারে “সংযোজন” অপশনে ক্লিক করে আপনার প্রমাণক তথ্যাদির স্ক্যান করা কপি সিলেক্ট করে নিন।

এবারে নিম্নের চিত্রের মতো “File Type” হতে আপনার আপলোডকৃত তথ্যের সঠিক বিবরণ নির্বাচন করে নিন। এরপর ডান দিকে “Start” অপশন নির্বাচন করুন।

এভাবে আপনার প্রয়োজনীয় সকল স্ক্যান করা তথ্যাদি আপলোড করে নিন। আপলোড করা শেষ হলে নিচের দিকে “আবেদনকারীর তথ্য” অংশে যিনি আবেদন করবেন সেই অপশন নির্বাচন করে নিন।
ওটিপি যাচাই করণ
এবারে “ফোন নম্বর” এর ঘরে একটি সচল ফোন নম্বর দিয়ে পাশে থাকা “ওটিপি পাঠান” অপশন নির্বাচন করুন। আপনার প্রদানকৃত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। তা “ওটিপি” ঘরে বসিয়ে নিন।

সব কিছু ঠিক থাকলে “সাবমিট” অপশনে ক্লিক করুন। আপনাকে নিম্নের চিত্রের মতো একটি ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে। সেখানে লাল অক্ষরে আবেদন পত্রের নম্বর দেখতে পাবেন।

নিচের দিকে “আবেদনপত্র প্রিন্ট” নামক অপশন নির্বাচন করে আবেদনটি প্রিন্ট করে নিন।
এবারে জন্ম নিবন্ধন সংশোধন এর জন্য অনলাইনের মাধ্যমে ফি প্রদান করতে হবে। ই-পেমেন্ট সিস্টেমে ফি প্রদানের জন্য এখানে ক্লিক করে পুরো নিয়মটি দেখে দেখে করে নিন।
প্রিন্ট করা আবেদনের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের কপিগুলি, ফি প্রদানের রশিদ ইত্যাদি সংযুক্ত করে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে তারা কিছুটা সময় নিয়ে আপনাকে সংশোধিত জন্ম নিবন্ধনের কপি প্রদান করবেন।
আশা করছি আপনি সহজেই জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পেরেছেন। কোন সমস্যা হয়ে থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন।