অ্যান্টিভাইরাস সফটওয়্যার কেন গুরুত্বপূর্ণ তা আমরা আগেই জেনেছি। আজ আমরা এখানে কম্পিউটারের জন্য একটি সেরা ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড, ইনস্টল ও এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
Table of Contents
এন্টিভাইরাস সফটওয়্যার কি?
অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে একটি অ্যাপ্লিকেশন বা সফ্টওয়্যার প্রোগ্রাম যা কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলিকে ক্ষতিকর নানা ধরণের সফ্টওয়্যার হতে ডিভাইসকে রক্ষা করার জন্য বিশেষভাবে ডিজাইন করা অ্যাপ্লিকেশন। যেগুলো সাধারণত ম্যালওয়্যার নামে পরিচিত। এন্টিভাইরাস সফটওয়্যার মূলত ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, র্যানসমওয়্যার এবং স্পাইওয়্যারের মতো ক্ষতিকর প্রোগ্রামগুলির সম্ভাব্য ক্ষতির জন্য ফাইল, ইমেল এবং ওয়েবসাইটগুলি স্ক্যান করে নিয়ে ডিভাইসের জন্য একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে কাজ করে থাকে।
এন্টিভাইরাস সফটওয়্যার এই সকল ক্ষতিকারক ও দুষিত প্রোগ্রামগুলি সনাক্ত করতে এবং নির্মূল করার জন্য বিভিন্ন সনাক্তকরণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সিস্টেমের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে। অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন পরিচিত ম্যালওয়্যার এর আচরণ বিশ্লেষন করে সন্দেহজনক আচরণ সনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকে।
রিয়েল-টাইম স্ক্যানিং তথা, তাৎক্ষণিক পর্যবেক্ষণ ছাড়াও, অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার প্রায়ই নির্ধারিত স্ক্যান, স্বয়ংক্রিয় আপডেট এবং সংক্রামিত ফাইলগুলিকে আলাদাকরণ এবং অপসারণের জন্য কোয়ারেন্টাইনের মতো সুবিধাসমূহ প্রদান করে থাকে। যা ডিভাইসের ক্ষতি হতে সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ স্তর তৈরী করে থাকে। এন্টিভাইরাস সফটওয়্যার একটি কম্পিউটারকে সুরক্ষিত রাখতে এবং ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যাদি সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সেরা ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোনটি?
বাজারে অনেক রকম ফ্রি বা বিনামূল্যের স্বল্প সুবিধা অথবা প্রিমিয়াম সুবিধাযুক্ত অনেক রকমের এন্টিভাইরাস সফটওয়্যার রয়েছে। যেমন- Avast, AVG, Avira, Panda, 360 Total Security ইত্যাদি। এদের একেকটি এক এক দিক থেকে সেরা। কোনও কোনওটা স্বল্প রিসোর্স তথা প্রসেসর, মেমোরি, স্টোরেজ ব্যবহার করে আপনাকে প্রটেকশন দেবে। আবার কোনও কোনও টা একটু বেশী পরিমানে রিসোর্স ব্যবহার করবে। এন্টিভাইরাস সফটওয়্যার বেশী পরিমানে রিসোর্স ব্যবহার করলে আপনার কম্পিউটারের গতি কিছুটা কমিয়ে দেবে আবার স্বল্প রিসোর্স ব্যবহারকারী করলে কম্পিউটারের গতি এতটুকুও কমবে না।
সবদিক বিবেচনায় আমাদের কাছে সেরা ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে “৩৬০ টোটাল সিকিউরিটি”।
এতে আপনি যে সকল সুবিধা পাবেন-
- Antivirus & Anti-malware;
- Anti-Ransomware;
- Multiple-Engine Protection;
- Sandbox;
- Secure online shopping;
- Privacy Protection;
- Internet Protection;
- System Protection;
- Patch Up;
- Wifi Security Check;
- Clean Up;
- Speed Up
কিভাবে ডাউনলোড করবেন?
“৩৬০ টোটাল সিকিউরিটি” অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি কম্পিউটার হতে যে কোনও একটি ব্রাউজারের অ্যাড্রেসবারে টাইপ করুন 360 total security এবং কিবোর্ড হতে এন্টার কি প্রেস করুন। নিম্নের চিত্রের মতো একটি সার্চ রেজাল্ট দেখাবে সেখানে চিহ্নিত লিংক এ ক্লিক করুন।

অথবা এখানে ক্লিক করুন। আপনাকে নিম্নের চিত্রের মতো ওয়েব পেজ এ নিয়ে যাওয়া হবে। সেখানে অনলাইন ইনস্টলের জন্য “Free Download” বাটনে ক্লিক করুন। অথবা অফলাইন ইনস্টলেশন ফাইল ডাউনলোড করার জন্য চিহ্নিত “Offline installer” বাটনে ক্লিক করুন।

অনলাইন ইনস্টলেশনে সুবিধা বেশী থাকায় আমরা এখানে অনলাইন ইনস্টলেশনের জন্য “Free Download” বাটনে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যেই নিম্নে চিত্রের মতো দেখানো একটি ছোট সেটআপ ফাইল ডাউনলোড হবে। কোনও কারণে ডাউনলোড না হয়ে থাকলে, নিচের দিকে restart the download লিংক এ ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে।

এবারে ডাউনলোড করা “360TS_Setup_Mini.exe” ফাইলটির উপর ডাবল ক্লিক করে এর ইনস্টলেশন প্রক্রিয়া শুরু করুন। ইন্টারনেট স্পিড মোটামুটি থাকলেই খুব অল্প সময়ের মধ্যেই ইনস্টলেশনের জন্য প্রয়োজনীয় আপডেট ফাইল ডাউনলোড হয়ে যাবে।

কিভাবে ইনস্টল করবেন?
ডাউনলোড হয়েগেলে নিম্নের চিত্রের মতো ইনস্টলেশন উইজার্ড দেখাবে। এখানে ইনস্টল বাটনের নিচে দেখতে পাবেন এই অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশনটি ইনস্টলের সাথে সাথে অপেরা ওয়েব ব্রাউজারও ইনস্টল করা হবে মর্মে একটি অপশন প্রদর্শন করছে। আপনি যদি এর সাথে তা চান তবে এই অবস্থায় “Install” বাটনে ক্লিক করুন। অথবা নিচের দিকের টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ইনস্টল বাটনে ক্লিক করুন।

কিছুক্ষণের মধ্যে ইনস্টলেশন প্রক্রিয়া শেষে হয়ে একটি মেসেজ দেখাবে। সেখানে Continue বাটনে ক্লিক করুন।
এরপর আরও একটি বার্তা দেখাবে সেখানে Start বাটনে ক্লিক করুন।
এবারে আরও একটি বার্তা দেখাবে। সেটিও কেটে দিন।
আবারও নিম্নের চিত্রের মতো একটি বার্তা দেখাবে সেটিও কেটে দিন।

এরপর আপনি ৩৬০ টোটাল সিকিউরিটি এন্টিভাইরাস অ্যাপ্লিকেশনটির চুড়ান্ত ইন্টারফেস দেখতে পাবেন।

কিভাবে ব্যবহার করবেন?
এই ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর প্রথমেই আমাদের পুরো সিস্টেম স্ক্যান করে নেয়া উচিত। তাই আপনি এর মূল ইন্টারফেস হতে “Full Check” অপশনে ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো একটি বার্তা দেখাবে। সেখানে “Check Now” বাটনে ক্লিক করুন।

এবারে নিম্নের চিত্রের মতো স্ক্যান প্রক্রিয়া চালু হবে। পুরো কম্পিউটার সিস্টেম স্ক্যান করার পর আপনাকে একটি চুড়ান্ত ফলাফল দেখাবে।

সেখানে আপনার কম্পিউটারে থাকা বিভিন্ন সেক্টরের ত্রুটিসমূহ এর ফলাফল দেখাবে। এর ডান দিকে পাবেন “Repair” বাটন। আপনি সেখানে ক্লিক করুন।

এরপর ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি কিছুটা সময় নিয়ে ত্রুটিগুলো সারানোর ফলাফল দেখাবে। সেখানে আপনি “Finish” বাটনে ক্লিক করুন।

আশা করছি আপনি সফলভাবে ৩৬০ টোটাল সিকিউরিটি ইনস্টল করতে পেরেছেন।
এই এন্টিভাইরাসটি রিয়েলটাইম স্ক্যানিং সুবিধা দিয়ে থাকে। এর ফলে যখনি আপনি কোনও এক্সটার্নাল ডিভাইস যেমন, পেন ড্রাইভ বা এ জাতীয় কিছু আপনার কম্পিউটারে প্রবেশ করাবেন এটি তাৎক্ষণিক তা স্ক্যান করে দেখে নেবে যে, এতে আপনার কম্পিউটারের জন্য ক্ষতিকর কোনও কিছু রয়েছে কিনা।
এই অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশনটি যদি কোনও অনাকাঙ্খিত ভাইরাস বা মালওয়্যার পেয়ে যায় তবে তাৎক্ষণিক এটি একটি সতর্কবার্তা প্রদর্শন করবে এবং এটি নিজে নিজেই সেই ভাইরাসকে মুছে দেবে।
আপনার ডিভাইসটি থাকুক নিরাপদ, গতিশীল এবং ভাইরাসমুক্ত।
ভিডিও আকারে দেখতে-