কম্পিউটার হতে কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যেমন-তেমনভাবে আনইনস্টল করলেই হবে না। একে সঠিকভাবে আনইনস্টল না করা হলে এর কিছু কিছু অংশ কম্পিউটারে থেকে যেতে পারে। যা পরবর্তীতে আপনার কম্পিউটার স্লো হওয়াসহ বিভিন্ন ধরণের ঝামেলার সৃষ্টি করতে পারে। এখানে আমরা শিখবো কিভাবে সঠিকভাবে একটি সফটওয়্যার আনইনস্টল করতে হয়।
Table of Contents
সফটওয়্যার আনইনস্টল কি?
সফটওয়্যার আনইনস্টল বলতে সাধারণত কম্পিউটার হতে ইনস্টলকৃত কোন অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম বা সফটওয়্যারকে মুছেফেলা বা কম্পিউটার হতে চিরতরে অপসারণ করাকে বুঝায়। আপনার কম্পিউটারে আনইনস্টল করা যেকোনো সফটওয়্যার যা আপনি আর ব্যবহার করছেন না বা ব্যবহার করবেন না তা সঠিক উপায়ে চিরতরে মুছেফেলাকেই সাধারণত আনইনস্টল বলা হয়। কোন অ্যাপ্লিকেশন কম্পিউটারে যুক্ত করতে ইনস্টল করা এবং বিচ্ছিন্ন বা বাতিল করতে আনইনস্টল করাকে বুঝায়।
কেন সঠিকভাবে সফটওয়্যার আনইনস্টল করা গুরুত্বপূর্ণ?
কম্পিউটারে যখন কোন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টল করা হয় তখন এটি কম্পিউটারের বিভিন্ন রিসোর্স হতে তথ্য-উপাত্ত সংগ্রহ করে থাকে। যেগুলোর সাহায্যে অ্যাপ্লিকেশনটি পরিচালিত হয়ে থাকে। আপনি যদি সঠিক পদ্ধতিতে আপনার কম্পিউটার হতে কোন অনাকাঙ্খিত সফটওয়্যার, অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম আনইনস্টল না করে থাকেন তবে আপনার কম্পিউটার হতে যে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করবেন তার কিছু কিছু File Folder, Junk File, Registry key ইত্যাদি কম্পিউটারে থেকেই যায়।যা আপনার কম্পিউটারে জমতেই থাকে এবং এগুলো তখন পর্যন্ত আপনার কম্পিউটারের রিসোর্স তথা RAM, স্টোরেজ ইত্যাদি ব্যবহার করতেই থাকে। যা কম্পিউটারে নানা ধরণের ভাইরাস, মালওয়্যার প্রবেশের সুযোগ করে দেয়।
এভাবে এক পর্যায়ে কম্পিউটার ধীরে ধীরে স্লো বা ধীরগতি সম্পন্ন হয়ে যায়। কোন কোন সময় কম্পিউটার হার্ডডিস্ক ক্রাশসহ সম্পূর্ণ বা আংশিক ডেটা মুছে যাওয়ারমত অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমাদের অবশ্যই যেকোনো সফটওয়্যার সঠিকভাবে আনইনস্টল করা প্রয়োজন।
কিভাবে সঠিক উপায়ে সফটওয়্যার আনইনস্টল করবেন?
এতক্ষণে আমরা জানতে পেরেছি কম্পিউটার হতে সঠিকভাবে সফটওয়্যার বা কোন অ্যাপ্লিকেশন আনইনস্টল করা কতটা গুরুত্বপূর্ণ। তাই আমরা এখন শিখব কিভাবে সঠিক উপায়ে সফটওয়্যার আনইনস্টল করতে হয়।
সঠিকভাবে সফটওয়্যার আনইনস্টল করার জন্য আমরা একটি অতিরিক্ত সফটওয়্যার এর সাহায্য নেব। বাজারে সঠিকভাবে সফটওয়্যার আনইনস্টল করার জন্য অনেক অ্যাপ্লিকেশন পাওয়া যায়। আমরা এখানে যে সফটওয়্যারটির সাহায্য নেব তার নাম Revo Uninstaller এটি ছোট সাইজের এবং স্বল্প রিসোর্স ব্যবহার করে থাকে। তাই এটি ব্যবহারে কম্পিউটারের উপর তেমন কোনও চাপ পরে না। এটি কম্পিউটারে ইনস্টল করার উপযোগী এবং পরিবহনযোগ্য অর্থাৎ পোর্টেবল ভার্সনের পাওয়া যায়। অপরদিকে এটির একটি বিনামূল্যের, স্বল্প বৈশিষ্ট্য সমৃদ্ধ এবং অর্থ দ্বারা ক্রয়কৃত অধিক বৈশিষ্ট্য সম্পন্ন ভার্সনেরও পাওয়া যায়।
এই আনইনস্টলার কিভাবে কাজ করে?
Revo Uninstaller প্রথমে আনইন্সটল করার জন্য সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশনে থাকা আনইনস্টলারটি দিয়ে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে নেয়। তারপরে উক্ত সফটওয়্যারের অবশিষ্ট ফেলে রাখা ডেটার জন্য একটি স্ক্যান প্রক্রিয়া চালু করে। যা প্রোগ্রামগুলির অবশিষ্ট ডেটা, উইন্ডোজ রেজিস্ট্রি’র ফাইল, ফোল্ডার এবং এন্ট্রি অন্তর্ভুক্ত তথ্যাদি সমূলে মুছে ফেলতে পারে। এখানে আমরা Revo Uninstaller অ্যাপ্লিকেশনটির বিনামূল্যের ভার্সনটির বৈশিষ্ট্য ও ব্যবহারবিধি সম্পর্কে জানতে চেষ্টা করব।
অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন?
আপনার কম্পিউটার হতে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিন। এবারে এর এ্যডড্রেসবারে টাইপ করুন Revo Uninstaller এবং কি-বোর্ড হতে এন্টার কি প্রেস করুন। নিম্নের মত সার্চ ফলাফল দেখাবে।

এখানে প্রথমের লিংকটিতে ক্লিক করে প্রতিষ্ঠানের ওয়েব পেজে প্রবেশ করুন। এবারে নিম্নের চিত্রে দেখানো বাটনে ক্লিক করুন।

এবারে আপনাকে নিম্নের মত আর একটি পেজে নিয়ে যাওয়া হবে।

সেখানে থাকা Freeware -এ ক্লিক করুন। স্বল্প সাইজের একটি সেটআপ ফাইল ডাউনলোড শুরু হবে।
কিভাবে ইনস্টল করবেন?
ডাউনলোড হয়ে গেলে সেটআপ ফাইলটির উপর ডাবল ক্লিক করে সেটআপ শুরু করুন।

নিম্নে দেখানো এ রকমের সেটআপ ল্যাংগুয়েজ উইজার্ড দেখাবে সেখানে ইংলিশ সেট করাই আছে আপনি Ok বাটনে ক্লিক করুন।

নিম্নে দেখানো চিত্রের মত লাইসেন্স এগ্রিমেন্ট বার্তা দেখানো হবে। আপনি এখানে এগ্রিমেন্টে রাজি থাকলে I accept the agreement রেডিও বাটনে ক্লিক করে Next> বাটনে ক্লিক করুন।

অ্যাপ্লিকেশনটির শর্টকার্ট আইকন ডেস্কটপে থাকবে কিনা তা টিকচিহ্ন দিয়ে নির্বাচন অথবা টিকচিহ্ন উঠিয়ে দিয়ে আবারও Next> বাটনে ক্লিক করুন।

সব কিছু ঠিক থাকলে নিম্নের Install বাটন সমেত একটি বার্তা দেখাবে। সেখানে Install বাটনে ক্লিক করুন।

কিছুক্ষণের মধ্যে ইন্সটল সম্পন্ন হয়ে নিম্নের মত বার্তা দেখাবে।

ব্যাস আপনি সফলভাবে অ্যাপ্লিকেশনটি ইন্সটল করতে পেরেছেন। অ্যাপ্লিকেশনটি চালু এর ইন্টারফেস নিম্নের চিত্রের মতো দেখাবে।

আশা করছি কম্পিউটারের জন্য বিনামূল্যের এই আনইনস্টলার সফটওয়্যারটি আপনি ইনস্টল করতে পেরেছেন।
কিভাবে এই আনইনস্টলার ব্যবহার করবেন?
আপনার কম্পিউটার হতে এই সফটওয়্যারের মাধ্যমে কোনও অ্যাপ্লিকেশন আনইনস্টল করার জন্য প্রথমে অ্যাপ্লিকেশনটি চালু করে নিন।
আপনার কম্পিউটারে ইতিপূর্বে ইনস্টল করা অ্যাপ্লিকেশনসমূহের তালিকা দেখতে পাবেন। সেখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটি মুছে ফেলতে চান সেটি সিলেক্ট করে নিন।

এবারে উপরের চিত্রে দেখানো মতো Uninstall অপশনে ক্লিক করুন। নিম্নের চিত্রের মত একটি বার্তা দেখাবে।

সেখান হতে Make a System Restore Point before uninstall টিক চিহ্ন উঠিয়ে দিন এবং Continue বাটনে ক্লিক করুন।
এবারে অ্যাপ্লিকেশন ভেদে একেকভাবে সফটওয়্যারটি আনইনস্টল করার উইজার্ড চালু হবে এবং সেভাবে আপনি তা আনইনস্টল করে নিন।
হয়ে গেলে নিম্নের মত এ রকমের একটি বার্তা দেখাবে।

সেখানে থাকা Scan বাটনে ক্লিক করুন। সদ্য আনইনস্টলকৃত অ্যাপ্লিকেশনের অবশিষ্ট ফাইলসমূহ স্ক্যান করে প্রাপ্ত ফলাফল নিম্নের চিত্রের মত দেখাবে।

এখানে থাকা Select All বাটনে ক্লিক করে সকল লেফটওভার ফাইলসমূহ সিলেক্ট করে নিয়ে পাশে থাকা Delete বাটনে ক্লিক করে Next বাটনে ক্লিক করুন।
আরও একবার স্ক্যান প্রক্রিয়া সম্পন্ন করার পর আবারও কিছু লেফটওভার ফাইল তালিকাসহ একটি উইন্ডো প্রদর্শিত হবে। আবারও Select All বাটনে ক্লিক করে এসকল লেফটওভার ফাইলসমূহ সিলেক্ট করে নিয়ে পাশে থাকা Delete বাটনে ক্লিক করে Finish বাটনে ক্লিক করুন।
ব্যাস আপনি সফলভাবে আপনার কম্পিউটার হতে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করতে পেরেছেন।
রিভো আনইনস্টলার এর অতিরিক্ত সুবিধাসমূহ
এই আনইন্সটলার অ্যাপ্লিকেশনটির বেশ কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে। যা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো।
অ্যাপ্লিকেশনটিতে থাকা নিম্নের চিত্রের Tools মেনুতে ক্লিক করলে বাম দিকে প্রদর্শিত এ রকমের কিছু টুলস আপনি দেখতে পাবেন।

Autorun Manager: এখানে ক্লিক করলে আপনার কম্পিউটার প্রতিবার চালু হবার সময় যে সকল অ্যাপ্লিকেশনসমূহ স্বয়ংক্রিয়ভাবে রান করে থাকে সে সকল তালিকা এখানে দেখতে পাবেন। এ সকল তালিকা হতে লোকেশন, ডিসক্রিপশন, পাবলিসার, স্টাটাস ইত্যাদি দেখে একান্ত প্রয়োজনীয়গুলো রেখে বাকীগুলো বন্ধ করতে বামপাশে থাকা টিকচিহ্ন উঠিয়ে দিন।
এ সকল সার্ভিস প্রতিবার আপনার কম্পিউটার চালু হবার সময়ে লোড হয়ে থাকে। এগুলো কমিয়ে নিলে আপনার কম্পিউটার প্রতিবার চালু হতে অনেকটা কম সময় নেবে। এতে আপনার কম্পিউটারের গতি বৃদ্ধি পাবে।
Junk Files Cleaner: এখানে ক্লিক করলে ডান দিকে আপনার কম্পিউটারে যুক্ত সকল হার্ডডিস্কসমূহ প্রদর্শিত হবে এবং সেগুলো সিলেক্ট করা অবস্থায় থাকবে। এর মানে নির্বাচিত এ সকল ড্রাইভে থাকা কোন অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করবে এ অ্যাপ্লিকেশনটি।

এরপর উপরের দিকে থাকা Scan অপশনে ক্লিক করুন। কিছুটা সময় নিয়ে নিম্নের চিত্রের মতো ফলাফল প্রদর্শিত হবে।

খুঁজে পাওয়া অপ্রয়োজনীয় ফাইলসমূহ সিলেক্ট করা অবস্থায় থাকবে। চিত্রে দেখানো Delete বাটনে ক্লিক করে ফাইলসমূহ মুছে দিন।
Windows Tools: উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর টুলসমূহ সহজেই পেতে এই বাটন। এখানে ক্লিক করলে উইন্ডোজের ডিফল্ট সিস্টেম এর টুলসমূহ এখানে দেখতে পাবেন।

Browsers Cleaner: এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে ইন্সটল করা ওয়েব ব্রাউজার সমূহের তালিকা দেখতে পাবেন। সে সকল ব্রাউজার ব্যবহার করার সময় জমে থাকা অপ্রয়োজনীয় ফাইলসমূহ মুছে ফেলতে এই অপশন।

একইভাবে MS Office Cleaner, Windows Cleaner, Evidence Remover, Unrecoverable Delete অপশনসমূহ আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন।
আশা করছি আপনি কম্পিউটার হতে সফটওয়্যার আনইনস্টল করার গুরুত্ব বুঝতে পেরেছেন। প্রয়োজনীয় মনে হলে বিষয়টি প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন।