জেনে নিন মোবাইল দিয়ে ইনকাম করার কাজগুলি কিভাবে করবেন

মোবাইল দিয়ে ইনকাম UNU ওয়েব সাইটের কাজগুলি কিভাবে করবেন

মোবাইল দিয়ে ইনকাম করার ওয়েব সাইট সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আপনি সেটি দেখতে এখানে ক্লিক করতে পারেন। এখানে আমরা শিখব কিভাবে উক্ত সাইটের ছোট ছোট কাজগুলি খুঁজে বের করবেন এবং তা সম্পাদনা করে মোবাইল দিয়ে ইনকাম করবেন।

মোবাইল দিয়ে ইনকাম করার জন্য Task বা কাজ খুঁজে বের করা

রাশিয়ান এই ওয়েব সাইটে আপনি সহজেই অনেকগুলো কাজ পাবেন। যদিও প্রথমের দিকে আপনাকে স্বল্প সংখ্যক কাজের তালিকা হতে টাস্ক নির্বাচন করে নিতে হবে। তবে প্রথমের দিকে আপনি এখানে থাকা সহজ সহজ কাজগুলি করতে থাকুন। এতে করে আস্তে আস্তে আপনার রেটিং বেড়ে যাবে। তখন আপনাকে কাজের পরিমান বাড়িয়ে দেয়া হবে। মোবাইল দিয়ে ইনকাম করার জন্য এখানে কাজ খোঁজার জন্য নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করুন।

আপনার স্মার্টফোনের Google Chrome ব্রাউজারের মাধ্যমে উক্ত সাইটে unu.im প্রবেশ করে লগইন করে নিন।

এরপর ডান দিকের মেনু নির্বাচন করুন। এবারে নিম্নের চিত্রের মতো প্রদর্শিত মেনু হতে “Search for tasks” নির্বাচন করুন।

মোবাইল দিয়ে ইনকাম করার কাজগুলি কিভাবে খুঁজে বের করবেন

এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো একটি পেজ এ নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি নিম্নের চিত্রের মতো অনেকগুলো কাজের তালিকা দেখতে পাবেন। এখানটায় বাম দিকে কাজের টাইটেল দেখতে পাবেন এবং এর ডান দিকে উক্ত কাজটি সঠিকভাবে করতে পারলে আপনাকে কত পেমেন্ট দেবে তার পরিমান দেখতে পাবেন। এখানে টাকার পরিমান দেয়া রয়েছে রাশিয়ান “রুবেল” হিসেবে।

মোবাইলে ইনকামের জন্য কাজ খোঁজা

আপনি করতে পারবেন এমন একটি কাজ নির্বাচন করলে নিম্নের চিত্রের মতো কাজটির বিস্তারিত দেখতে পাবেন। এখানে কাজটি সম্পর্কে বিস্তারিত দেখে নিতে পারবেন। যেমন- কাজটির লিংক, কাজটি কোন ক্যাটাগরির, কাজটি সম্পাদন করার লিংক, কাজটি সম্পন্ন করার প্রমান (স্ক্রিনশট), কাজটি করার জন্য বরাদ্দকৃত সময়, কাজটি করতে কতটুকু সময় প্রয়োজন হবে, কাজটি সম্পর্কে কোনো মতামত, ইত্যাদি।

কাজ নির্বাচন করা

কাজটির বিস্তারিত দেখে যদি আপনি মনে করেন এটি আপনি মোবাইল দিয়ে করতে পারবেন তবে, নিচের দিকে “Perform a task” অপশন নির্বাচন করুন।

ঘরে বসে অনলাইন ইনকাম করার সব থেকে সহজ উপায়

এবারে আপনার নির্বাচন করা কাজটি অথবা কাজগুলির তালিকা নিম্নের চিত্রের মতো মেইন মেনু হতে “My works” নামক অপশনের ভিতরে “Current” ট্যাব এ দেখতে পাবেন।

কাজ জমা হবার স্থান

কাজ সম্পন্ন করার ধাপ

এখানে থাকা আপনার কাজটি নির্বাচন করুন। এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো কাজটির বিশদ বিবরণ দেখাবে।

মোবাইলে ইনকামের সহজ উপায়, কাজের বিস্তারিত ১
মোবাইলে সহজেই ইনকাম করার প্রক্রিয়া

কাজের বিবরণটি ভালোভাবে দেখে নিন। এখানে এ কাজটিতে পাঁচটি লিংক দেয়া রয়েছে। যেগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটি একটি পোস্ট করতে হবে এবং প্রমাণ স্বরূপ উক্ত পোষ্টের লিংক “Report text” নামক বক্সের ভিতরে দিয়ে দিতে হবে। আপনি প্রথম লিংকটিতে কিছুটা সময় ধরে চেপে ধরে তা কপি করে নিন। এবারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ( যে কোনো অ্যাকাউন্ট) লিংকটি পোস্ট করুন এবং পোষ্ট লিংকটি কপি করে রিপোর্টের টেক্সট বক্সে পেষ্ট করে দিন। এভাবে পাঁচটি পোষ্ট এর লিংক কপি করা হয়ে গেলে নিচের দিকে “Send” বাটন নির্বাচন করুন।

কাজটি রিভিউ এর জন্য জমা হবে। সেখানে হলুদ রং এর “Under review” লেখা দেখতে পাবেন। সেই সাথে কত সময়ের ভিতরে এর রিভিউ হবে তাও দেখে নিতে পারবেন।

কাজ চুড়ান্ত অনুমোদনের অপেক্ষা

মোবাইল দিয়ে ইনকাম করা বিল পেমেন্ট

কিছুটা সময় নিয়ে আপনার করা কাজটি কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক হলে উক্ত কাজের পেমেন্ট আপনি পেয়ে যাবেন। যা আপনি “My works” নামক অপশনের “Approved“ ট্যাব এর অধীনে দেখতে পাবেন। নমুনা হিসেবে নিম্নের চিত্রটি দেখতে পারেন। এখানে করা কাজগুলির বিল পরিশোধ করা হয়েছে। কাজগুলির নিচের দিকে দেখতে পাবেন “Paid” লেবেল যুক্ত হয়েছে।

মোবাইল দিয়ে ইনকাম করার কাজ অনুমোদিত

অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা

আপনার সকল সম্পাদিত কাজের পেমেন্ট সম্পর্কে জানতে এখানকার মেইন মেনু হতে “Cabinet” অপশন নির্বাচন করলে নিম্নের চিত্রের মতো সহজেই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।

মোবাইল দিয়ে ইনকাম করা কাজগুলির ব্যালেন্স চেক

সেই সাথে এখানে উপরের দিকে আপনার প্রোফাইল প্রোগ্রেসও দেখতে পাবেন। এখানকার প্রোফাইল প্রোগ্রেস যত বেশী হবে আপনাকে তত বেশী কাজ দেয়া হবে। প্রথমের দিকে সম্পন্ন করার কাজের পরিমান লিমিটেশন থাকলেও প্রোফাইল প্রোগ্রেস বেশী হবার সাথে সাথে কাজের লিমিটও কমিয়ে নেয়া হবে।

এভাবে অল্প অল্প করে ছোট ছোট কাজগুলি করে আপনি এক দিনে ৫০০ এর বেশী রুবেল ইনকাম করতে পারবেন। যা বাংলাদেশী টাকায় রূপান্ত করলে ৫৮০ টাকারও বেশী হবে।

সেই সাথে এখান থেকে সর্বনিম্ন ১০০ রুবেল হলেই আপনি “PAYEER” অ্যাকাউন্টে উঠিয়ে নিতে পারবেন।

কিভাবে এই সাইট হতে অর্থ উত্তোলন করে আপনার বিকাশ অ্যাকাউন্টে নেবেন সে সম্পর্কে বিস্তারিত অন্য কোনো পোস্টে দেয়া হবে।

আশা করছি আপনাকে পাশেই পাবো। এ সম্পর্কে জানতে কমেন্ট করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top