মোবাইলের মাধ্যমে অনলাইন হতে ইনকাম করার সেরা উপায়

মোবাইলে অনলাইন ইনকামের একটি বিশ্বস্ত সাইট

আজকাল অনেকেই মোবাইলে অনলাইন ইনকাম করছেন। হাতে থাকা স্মার্টফোন দিয়ে ছোট খাটো কাজ করে মাসে যদি ৫-১২ হাজার টাকা পর্যন্ত আয় করা যায় তবে কেমন হয়? তাও যদি আবার পাওয়া যায় বিকাশে! মোবাইলের মাধ্যমে অনলাইন হতে ইনকাম করে সেই অর্থ বিকাশে পেমেন্ট পেতে অনেক রকমের অনলাইন সোর্স আছে। কিন্তু দীর্ঘদিনের পুরাতন ও বিশ্বস্ত একটি সোর্স হচ্ছে UNU। এ পর্বে আমরা শিখবো কিভাবে রাশিয়ান এই সাইট হতে মোবাইলে অনলাইন ইনকাম করে তা বিকাশে পেমেন্ট নেবেন।

মোবাইলে অনলাইন ইনকাম করার ওয়েব সাইট

বিশ্বস্ত এই ওয়েব সাইটটির অ্যাড্রেস হচ্ছে unu.im এটি একটি রাশিয়ান ওয়েব সাইট। এখানে ভাষাও দেয়া রয়েছে সে দেশের।

সহজেই মোবাইলে অনলাইন ইনকাম বিকাশে পেমেন্ট

এই ওয়েব সাইটে কাজ করার জন্য আপনাকে একে ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে হবে। ট্রান্সলেট করার জন্য নিম্নের চিত্রের মতো চিহ্নিত প্রথমে গুগল ট্রান্সলেট অপশনে ক্লিক করে সেখান থেকে “English” অপশনে ক্লিক করুন।

কিভাবে রাশিয়ান ওয়েব সাইটকে ইংরেজিতে করে নেবেন

ট্রান্সলেট করে নিলে তা দেখতে নিম্নের চিত্রের মতো হবে।

রাশিয়ান অনলাইন ইনকাম সাইট

এখানে থাকা “Exchange of Microtasks” লেখাটা দেখেই বুঝতে পারছেন, এখানে রয়েছে ছোট ছোট অসংখ্য Task বা কাজ। খুবই অল্প সময়ে এখানে থাকা কাজগুলি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই সম্পন্ন করতে পারবেন। কাজের ফাঁকে ফাঁকে বা অবসরে এই সাইটে কাজ করে আপনি সহজেই মাসে কমপক্ষে ৭ হাজার টাকা হতে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। সেই সাথে আপনার আয় করা এই অর্থ সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্টেও নিয়ে আসতে পারবেন।

আমার পরিচিত দুজন ব্যক্তি এই ওয়েব সাইটে কাজ করে বেশ ভালো পরিমানে অর্থ আয় করে আসছেন দীর্ঘদিন ধরে।

মোবাইলে অনলাইন ইনকাম করতে কি কি লাগবে?

এই ওয়েব সাইট হতে ইনকাম করার জন্য আপনার ইন্টারনেট সংযোগসহ একটি স্মার্টফোন হলেই চলবে। সেই সাথে এতে কাজ করতে Instagram, Twitter, Telegram অ্যাকাউন্টগুলির প্রয়োজন হবে। উক্ত অ্যাকাউন্টগুলির সাহায্যে এখানে প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

এই ওয়েব সাইট থেকে মোবাইলে অনলাইন ইনকাম করতে হলে প্রথমে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের কোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিন। Chrome ব্রাউজার হলে ভালো হয়। এরপর উক্ত ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করুন unu.im এবং Go নির্বাচন করুন।

মোবাইলে অনলাইন ইনকাম বিকাশে পেমেন্ট এর ওয়েব সাইট

নিম্নের চিত্রের মতো একটি ওয়েব সাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানকার লেখাগুলিকে নিচের দিক হতে ইংরেজিতে ট্রান্সলেট করে নিন।

মোবাইল দিয়ে ইনকামের সহজ উপায়

ইংরেজিতে ট্রান্সলেট করার পর নিম্নের চিত্রে চিহ্নিত “Registration” অপশন নির্বাচন করুন।

মোবাইলে কাজ করে বিকাশে পেমেন্ট এর বিশ্বস্ত সাইট

নিম্নের চিত্রের মতো একটি পেজ এ আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি চাইলে আপনার Telegram অ্যাকাউন্ট ব্যবহার করে অথবা ইমেইল অ্যাড্রেস বসিয়েও রেজিস্ট্রেশন করে নিতে পারেন।

টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে রেজিস্ট্রেশন করা

বলে নেয়া ভালো ইমেইল দিয়ে রেজিস্ট্রেশনে একটু ঝামেলা হতে পারে। তাই আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেই রেজিস্ট্রেশন করে নিন।

সহজেই মোবাইল দিয়ে অনলাইন হতে আয়

উপরের চিত্রে Telegram অপশন নির্বাচন করলে আপনাকে “Log in with Telegram” অপশনের পেজ এ নিয়ে যাওয়া হবে। সেখানে সেটি নির্বাচন করুন। এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো পেজ এ নিয়ে যাওয়া হবে।

টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইনে ইনকাম

উক্ত পেজ এ আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার সময়ে ব্যবহৃত মোবাইল নম্বরটি বসিয়ে নিয়ে “Next” অপশন নির্বাচন করুন। এবারে আপনার মোবাইলে থাকা টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নিন। সেখানে সবার উপরের দিকে একটি নতুন মেসেজ দেখতে পাবেন। মেসেজটি ওপেন করলে নিম্নের চিত্রের মতো দেখতে পাবেন Decline এবং Confirm অপশন। শর্তাবলীতে আপনি সম্মত থাকলে Confirm অপশন নির্বাচন করুন।

মোবাইলে অনলাইনে ইনকাম করা

এর পর নিম্নের চিত্রের মতো চিহ্নিত স্থানে আপনার নাম দিয়ে নিন এবং তার পর নিচের দিকে “I’m not a robot” এর টিক চিহ্ন দিয়ে সেখানে থেকে ক্যাপচা ভেরিফিকেশন নিশ্চিত করুন। সব শেষে নিচের দিকে Ready অপশন নির্বাচন করুন।

অনলাইনে ইনকামের জন্য রাশিয়ার ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া

এবারে রেজিস্ট্রেশন সফল হয়েছে মর্মে আপনাকে নিম্নের চিত্রের মতো পেজ-এ নিয়ে যাওয়া হবে।

মোবাইলে অনলাইনে ইনকাম করার সেরা ও বিশ্বস্ত সাইট

বিশেষ সতর্কতা

এই ওয়েব সাইটে আপনি শুধু একটিমাত্র অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। কখনই আপনার মোবাইল হতে বা যে কোনও মোবাইল হতে একের অধিক অ্যাকাউন্ট তৈরী করতে যাবেন না। তাহলে তারা আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে।

আশা করছি আপনি সফলভাবে এই ওয়েব সাইটে রেজিষ্ট্রেশন করতে পেরেছেন। আগামী পর্বে আমরা কিভাবে এই সাইট থেকে সহজ-সহজ Task বা কাজগুলো খুঁজে বের করতে হয় এবং তা কিভাবে তা সম্পন্ন করবেন সে প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top