প্রায় সময় আমরা কোন ছবি বা ইমেজ এর মেগাপিক্সেল, রেজোলিউশন, পিক্সেল, ডিপিআই, এই সকল শব্দ শুনে থাকি। আজ আমরা এখানে এই সকল শব্দ সম্পর্কে বিস্তারিত তথা, এ সকল শব্দ দ্বারা কি বুঝায় তা জানতে চেষ্টা করব।
Table of Contents
পিক্সেল কি?
পিক্সেল একটি ইংরেজি শব্দ। pixel শব্দটি দুটি পূর্ণাঙ্গ শব্দের সংক্ষিপ্তরূপ। Picture এবং Element এ শব্দ দুটির প্রথম অংশটুকু নিয়ে (Picture এর pix এবং Element এর el) নিয়ে Pixel শব্দটি গঠিত। মূল শব্দ দেখে বুঝতেই পারছেন যে, পিক্সেল বলতে মূলত ছবির উপাদানকেই বুঝায়। তবে কম্পিউটার বা মোবাইল ডিভাইসের দৃশ্যমান অংশকে পরিমাপ করার কাজে পিক্সেল শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এ সকল ডিভাইসের দৃশ্যমান অংশে অসংখ্য পিক্সেল দিয়ে তৈরী হয়ে থাকে। এগুলো এত ছোট হয়ে থাকে যে, আমরা এগুলোকে খালি চোখে দেখতে পারি না।

একেকটা পিক্সেল একেক সময়ে একেক রঙ ধারণ করে থাকে। কারণ প্রতিটা পিক্সেলে তিনটি মৌলিক রঙের এলইডি বাল্ব থাকে। একটি লাল, একটি সবুজ ও অপরটি নীল। এদেরকে সংক্ষেপে বলা হয় RGB। প্রতিটি রঙের মান ০ হতে ২৫৫ পর্যন্ত হতে পারে। এই মানগুলো কম-বেশী করার মাধ্যমে আমরা বিভিন্ন রঙের মিশ্রণ দেখতে পারি।
রেজোলিউশন কি?
পিক্সেল আমাদের অনেকটা রেজোলিউশনকে বুঝতে সহায়তা করবে। সাধারণত একটি এইচডি মনিটর বলতে বুঝায় সেটিতে ১৯২০ বাই ১০৮০টি পিক্সেল রয়েছে। অর্থাৎ এই মনিটরে বাম হতে ডানদিকে মোট ১৯২০টি পিক্সেল এবং উপর থেকে নিচ দিকে ১০৮০টি পিক্সেল থাকে।
একইভাবে কোন 4k রেজোলিউশন মনিটরে ৩৮৪০ বাই ২১৬০টি পিক্সেল থাকে। এবারে আমরা বলতে পারি যে, কোন মনিটরের পিক্সেল সংখ্যাই হচ্ছে এর রেজোলিউশন।
কম্পিউটারে কোন একটি ইমেজ এর রেজোলিউশন সম্পর্কে জানতে ইমেজটির উপরে রাইট বাটনে ক্লিক করে সেখানে থাকা প্রোপার্টিজ এ ক্লিক করে প্রোপার্টিজ ডায়লগবক্স এর Details ট্যাব এ ক্লিক করলে সেখানে নিচের দিকে (নিম্নের চিত্রের মতো) Dimensions নামক অপশন হতে সহজেই কোন ইমেজ এর রেজোলিউশন সম্পর্কে জেনে নিতে পারবেন।

আমরা সাধারণত HD বলতে 1280*720 পিক্সেল; Full HD বলতে 1920*1080 পিক্সেল; 2K বলতে 2048*1080 পিক্সেল; 4K বা Ultra HD বলতে 3480*2160 পিক্সেল; 8K বলতে 7680*4320 পিক্সেল এবং 10K বলতে 10240*4320 পিক্সেলকে বুঝে থাকি।
পিপিআই কি?
পিপিআই (PPI) হচ্ছে Pixel Per Inch অর্থাৎ প্রতি ইঞ্চিতে কতটি পিক্সেল রয়েছে তা পরিমাপ করার জন্য একটি মান হচ্ছে পিপিআই। আমরা সাধারণত কোন মনিটর বা স্মার্টফোনে কোন ইমেজ বা ভিডিও চিত্র দেখার সময়ে দেখতে পাবেন কোন ইমেজ বা ভিডিও বেশ ঝকঝকে আবার কিছু কিছু ঝাপসা। এর প্রধান পার্থক্য রেজুলেশন এবং এর পরেই হচ্ছে পিপিআই সংখ্যা। মনে করুন কোন মনিটরের সাইজ যদি ২৪ ইঞ্চি হয়ে থাকে আর এতে যদি পিপিআই হয়ে থাকে ১০০০ এর, আর অপর কোন ২৪ ইঞ্চি মনিটরের পিপিআই হয়ে থাকে ৫০০ পিক্সেল তবে কোনটিতে ছবি বা ভিডিও চিত্র স্মুথ দেখাবে?

সহজেই বুঝতে পারছেন যে, ১০০০ পিপিআই এর মনিটরেই অপেক্ষাকৃত বেশী স্মুথ দেখাবে। যত বেশী পিপিআই তত বেশী স্মুথ।
ডিপিআই কি?
ডিপিআই (DPI) হচ্ছে Dot Per Inch অর্থাৎ প্রতি ইঞ্চিতে কতটি ডট থাকবে। এই হিসাবটি ব্যবহৃত হয়ে থাকে প্রিন্ট করার ক্ষেত্রে। কোন ইমেজ বা লেখা প্রিন্ট করার সময় প্রিন্টার ইঞ্চিতে কতটি ডট ব্যবহার করতে পারে তা পরিমাপ করার জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। যত বেশী ডিপিআই, কোনো লেখা বা ছবি তত বেশী নিখুঁত।

মেগাপিক্সেল কি?
Mega Pixel বলতে বুঝায় মিলিয়ন পিক্সেল। যা ক্যামেরার ক্ষেত্রে সংক্ষেপে MP হিসেবে পরিচিত। মনে করুন কোন ছবি যদি ১ মেগাপিক্সেল এর হয়ে থাকে তবে বুঝতে হবে যে, এতে এক মিলিয়ন পিক্সেল রয়েছে। ধরুন আপনি ২৪ মেগাপিক্সেল এর ক্যামেরা দিয়ে কোন ছবি উঠালেন। তখন উক্ত ছবিতে ২৪ মিলিয়ন পিক্সেল থাকবে। যার দৈর্ঘ্য হবে ৬০০০ পিক্সেল এবং প্রস্থ হবে ৪০০০ পিক্সেল।
সাধারণত আমরা কোন স্মার্টফোন বা ক্যামেরা মেগাপিক্সেল পরিমাপের উপর ভিত্তি করেই ক্রয় করতে চেষ্টা করে থাকি। তবে এক্ষেত্রে মেগাপিক্সেল এর সাথে সাথে ফাইলটির সাইজ অর্থাৎ মেগাবাইট কিন্তু বেশী হয়ে থাকে।

পরিশেষে, আশা করছি আপনি পিক্সেল, রেজোউলিশন, পিপিআই, ডিপিআই বা মেগাপিক্সেল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন।