মেকানিক্যাল কিবোর্ড কি এর সুবিধা এবং অসুবিধা কি

মেকানিক্যাল কিবোর্ড: কি? এর সুবিধা কি কি?

মেকানিক্যাল কিবোর্ড একটু দামী, জনপ্রিয় এবং দ্রুত টাইপিং করার জন্য বেশ কাজের। মেকানিক্যাল কিবোর্ড কেন এত জনপ্রিয় তা বুঝতে হলে প্রথমে আমাদের কিবোর্ড সম্পর্কে কিছুটা জেনে নিতে হবে। এই কিবোর্ড সম্পর্কে বিস্তারিত থাকছে এখানে।

কিবোর্ড কি?

কিবোর্ড হলো একটি ইনপুট (Peripheral Input Device)। যা দিয়ে কোনো কম্পিউটারে বা এ ধরণের অন্যান্য ডিভাইসগুলিতে ডাটা তথা কোনো তথ্য বা কমান্ড প্রবেশ করানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে।

প্রচলিত কিবোর্ডগুলোতে নানা ধরণের আলাদা আলাদা কি (keys) বা Button থাকে। যা সাধরণত Electronic Switches হিসেবে কাজ করে থাকে। একজন ব্যবহারকারী যখন এই কি-গুলোতে হাতের আঙুলের সাহায্যে চাপ দেন বা Press করেন, তখন উক্ত বাটনের নির্ধারিত কোড কম্পিউটার রেজিস্টার তথা গ্রহণ করে থাকে।

একটি কিবোর্ডে অসংখ্য কী থাকে। এ সকল কিবোর্ড এমনভাবে ডিজাইন করা থাকে যাতে একজন ব্যবহারকারী খুবই দ্রুত সময়ে তার কাঙ্খিত তথ্য বা নির্দেশনা কম্পিউটারে ইনপুট করাতে পারেন।

প্রায় সকল ধরণের কিবোর্ডে বিভিন্ন ধরণের কি থাকে। যেমন- ফাংশন কি, টাইপিং কি, কন্ট্রোল কি, নেভিগেশন কি, নিউমেরিক কি ইত্যাদি।

সাধারণত একটি কেবল এর সাহায্যে কিবোর্ড কম্পিউটারে সংযোগ করা থাকে। এছাড়াও ব্লুটুথ, ওয়াইফাই এর সাহায্যে তারবিহীন কিবোর্ড ও বাজারে পাওয়া যায়।

কম্পিউটার ও উইন্ডোজ সম্পর্কিত বেসিক বিষয়গুলি জানতে এখানে ক্লিক করুন।

মেকানিক্যাল কিবোর্ড কি?

বাজারে প্রচলিত সাধারণ কিবোর্ডগুলো যাকে আমরা মেমব্রেন কিবোর্ডে বলি সেগুলোতে থাকে রাবারের ঝিল্লি (rubber membranes)। যখন এই ধরণের কিবোর্ডে টাইপ করার জন্য কোনো কি প্রেস করা হয় তখন মেমব্রেন স্তর নিয়ে গঠিত সার্কিট বোর্ডের উপরে থাকা চাবি সার্কিট বোর্ডের সাথে সংযোগ করে কাঙ্খিত কি-কোড কম্পিউটারে রেজিস্টার করে থাকে। যখন একটি কি প্রেস করা হয় তখন সার্কিটটি সম্পন্ন হয় এবং কিবোর্ডেটি কম্পিউটারে একটি সংকেত পাঠিয়ে দেয়।

অপরদিকে মেকানিক্যাল কিবোর্ডগুলোতে এর প্রতিটি কি-এর নিচে রাবারের মেমব্রেন এর বদলে ব্যবহার করা হয়ে থাকে ফিজিক্যাল সুইচ। মেকানিক্যাল কিবোর্ড এ ধরণের প্রতিটি কি-তে ব্যবহৃত সুইচের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন এটিকে চাপ দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ, এটি সক্রিয় করার সময় যে শব্দ উৎপন্ন করবে এবং একটি কি-স্ট্রোক কম্পিউটারে রেজিস্টার করার গতি। 

মেকানিক্যাল কীবোর্ড কেন ব্যবহার করা হয়

 

প্রায় মেকানিক্যাল কিবোর্ডগুলিতে ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন ধরণের ব্যাকলাইটিং ইফেক্ট। এছাড়াও প্রোগ্রামেবল ম্যাক্রো এবং কিছু কিছু কিবোর্ডে মাল্টিমিডিয়া কি-ও দেখতে পাওয়া যায়। মেকানিক্যাল কিবোর্ড মেমব্রেন এর তুলনায় অধিক কার্যকরী, টেকসই এবং দ্রুত টাইপ করার অভিজ্ঞতা প্রদান করে থাকে।

দ্রুতগতিতে এবং সঠিকভাবে টাইপ করার সুবিধা ছাড়াও মেকানিক্যাল কিবোর্ডের আরো বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন এতে রয়েছে দীর্ঘস্থায়ীত্বের নিশ্চয়তা এবং শক্তিশালী সুইচসমূহের ব্যবহার।

মেকানিক্যাল কিবোর্ড এর একটি অসুবিধা রয়েছে। এটিতে ব্যবহৃত কি-গুলোতে সুইচ ব্যবহারের কারণে এটি দিয়ে টাইপ করার সময় প্রচুর ক্লিক ক্লিক শব্দের উৎপত্তি হয়ে থাকে। এছাড়াও ভালো মানের একটি মেকানিক্যাল কিবোর্ড অনান্য সাধারণ কিবোর্ডের থেকে দামে কিছুটা বেশি। 

মেকানিক্যাল কিবোর্ডের সুবিধা কি

মেকানিক্যাল কিবোর্ড এর সুবিধা সমূহ

দ্রুততার সাথে নির্ভুলভাবে টাইপিং এর কাজে মেকানিক্যাল কিবোর্ড এর রয়েছে অনেক সুবিধা। মেকানিক্যাল কিবোর্ডের মূল সুবিধাগুলো হচ্ছে:

দীর্ঘস্থায়ী

প্রচলিত একটি মেমব্রেন কিবোর্ডের গড় স্থায়ীত্ব থাকে ৫ থেকে ১০ মিলিয়ন কি-স্ট্রোক। অর্থাৎ মেমব্রেন কিবোর্ডের একটি কি গড়ে ৫ হতে ১০ মিলিয়ন বার আপনি প্রেস করতে পারবেন। অপরদিকে মেকানিক্যাল কিবোর্ড এর একটি কি-এর গড় স্থায়ীত্ব থাকে ৫০ মিলিয়ন কি স্ট্রোক। অর্থাৎ একটি মেকানিক্যাল কিবোর্ডে আপনি একটি কি ৫ কোটি বার প্রেস করার নিশ্চয়তা পাবেন। এ কারণেই মেকানিক্যাল কিবোর্ডগুলো বেশি টেকসই হয়ে থাকে।

অনুভূতি

মেকানিক্যাল কিবোর্ডের মূল সুবিধাটি হলো এই কিবোর্ডে টাইপ করে আপনি আলাদা ধরণের একটা অনুভূতি পাবেন। যা অন্য কোনো কিবোর্ডে পাবেন না। একটি মেমব্রেন কিবোর্ডের কোনো কি চাপতে যতটা শক্তি প্রয়োজন হয় মেকানিক্যাল কিবোর্ডে তা অত্যন্ত কম পরিমানেই হয়ে যায়। এটি আপনার ইতিপূর্বে ব্যবহৃত কি বোর্ডে টাইপ করার অনূভূতি পাল্টে দেবে নিশ্চিত। দীর্ঘসময় ধরে টাইপিং এর কাজে এ কিবোর্ড অত্যন্ত উপযোগী।

সহজেই মেরামতযোগ্য

মেমব্রেন কি বোর্ডগুলোর তুলনায় মেকানিক্যাল কিবোর্ডগুলো সহজেই পরিস্কার করে নেয়া যায়। যদিও কোনো কারণে মেকানিক্যাল কিবোর্ডের কোন কি সমস্যা করে তবে পুরো কি বোর্ড না বদলিয়ে শুধুমাত্র উক্ত কি সহজেই পরিবর্তন করে নেয়া সম্ভব।  এ ছাড়াও মেকানিক্যাল কিবোর্ডের প্রতিটি কি এর ক্যাপ সহজেই পরিবর্তন, স্থানান্তর ও কি ম্যাপিং করা সম্ভব।

রঙিন বাতি

সাধারণত প্রায় মেকানিক্যাল কিবোর্ডগুলোতে RGB (Red, Green, Blue) লাইট সংযুক্ত করা থাকে। এ সকল বাতিতে ব্যবহৃত হয়ে থাকে নানা ধরণের ইফেক্ট। যা দেখতে ভালই লাগে। এ ছাড়াও এ সকল বাতি ব্যবহারকারী সহজেই নিয়ন্ত্রণ করে নিতে পারেন। যা আপনাকে আলাদা এক ধরণের অনুভূতি দেবে।

এ সকল কারণে একটি মেকানিক্যাল কিবোর্ডের উচ্চমূল্য, বেশি শব্দ, ওজনে একটু ভারী হওয়া স্বত্বেও অধিকাংশ লোকজন মেকানিক্যাল কিবোর্ড ব্যবহার করতে পছন্দ করে থাকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top