জেনে নিন কম্পিউটারের জন্য বিনামূল্যের বেস্ট ডাউনলোড ম্যানেজার কোনটি

কম্পিউটারের জন্য বেস্ট ডাউনলোড ম্যানেজার

ডাউনলোড ম্যানেজার কি এ সম্পর্কে আমরা আগেই জেনেছি। এ পর্বে আমরা জানতে চেষ্ট করবো কম্পিউটারের জন্য বেস্ট ডাউনলোড ম্যানেজার তথা বিনামূল্যে কোন ডাউনলোড ম্যানেজারটি আপনি ব্যবহার করবেন?

বেস্ট ডাউনলোড ম্যানেজার কোনটি?

এবারে আমরা একটি ফাইল বিভিন্ন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে দেখবো কোনটি দ্রুত ডাউনলোড করতে সক্ষম।

আজ আমরা দেখব বড় সাইজের কোন একটি ফাইল কম্পিউটারে ডাউনলোডের জন্য কোন ডাউনলোড ম্যানেজার সব থেকে ভাল। এ জন্য আমরা তিনটি জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার পরীক্ষা করে দেখব কোনটির স্পিড ভাল।

আমরা ওয়েব সাইট হতে LibreOffice এর ডাউনলোড লিংক কপি করে নিয়ে কম্পিউটারে আগে থেকে ইস্টল করা আইডিএম, এক্সডিএম এবং ফ্রি ডাউনলোড ম্যানেজারে এক সাথে তিনটিতে একই সময়ে ডাউনলোড শুরু করলাম। ডাউনলোড শুরু করার সময় ছিল ১০:৩৩ মিনিট।

কোন ডাউনলোড ম্যানেজারটি সেরা

Free Download Manager প্রায় ১৬ মিনিটের মাথায় প্রায় ৩৩৯ মেগা বাইটের একটি ফাইল ডাউনলোড সম্পন্ন করে ফেলল। অর্থাৎ তিনটি ডাউনলোড ম্যানেজারের মধ্যে ফ্রি ডাউনলোড ম্যানেজার তার ডাউনলোড শেষ করল সবার আগে।

এরপর এক্সট্রিম ডাউনলোড ম্যানেজারের ডাউনলোড শেষ।

ফ্রিতে সেরা ডাউনলোড ম্যানেজার

এটি সময় নিল  (10.33-10.55= 22 মিনিট)।

বেস্ট ডাউনলোড ম্যানেজার কোনটি?

সর্বশেষ আইডিএম এর ডাউনলোড শেষ। এটি এক্সডিএম এর মতই সময় নিল 22 মিনিট।

বেস্ট ডাউনলোড ম্যানেজার নির্বাচনের ভিন্ন পদ্ধতি

সেরা ডাউনলোড ম্যানেজার নির্বাচনের জন্য আমরা অন্য একটি পদ্ধতি অবলম্বন করবো। আমরা একই ফাইল অর্থাৎ ৩৩৯ মেগা বাইটের ফাইলটি একটি একটি করে প্রতিটি ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করে দেখব।

আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার

প্রথমেই আইডিএম এর পালা। আইডিএম অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের ফাইলটি ডাউনলোড শুরু করার সময়- 10:55।

ডাউনলোড করার জন্য কোন ডাউনলোড ম্যানেজার সেরা

এটি দিয়ে ডাউনলোড শেষ হবার সময় 11:03। অর্থাৎ এটি সময় নিল 7 মিনিট।

বিনামূল্যের সেরা ডাউনলোড ম্যানেজার কোনটি

এক্সডিএম বা এক্সট্রিম ডাউনলোড ম্যানেজার

একই ফাইল এবারে XDM ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড শুরু করা হলো।

কেনো ডাউনলোাড ম্যানেজার ব্যবহার করবেন?

ডাউনলোড শুরু করার সময়- 11:03।

পিসির জন্য আইডিএম বিকল্প

XDM ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোডটি শেষ হবার সময় 11:10। অর্থাৎ এটি সময় নিল 7 মিনিট।

এফডিম বা ফ্রি ডাউনলোড ম্যানেজার

সব শেষে ফ্রি ডাউনলোড ম্যানেজার বা FDM এর পালা।

ডাউনলোড শুরু করার সময়- 11:10।

কিভাবে বিনামূল্যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল করবেন

একই ফাইল FDM এ শেষ হবার সময় 11:17। অর্থাৎ এটি সময় নিল 7 মিনিট।

কোনটি ভাল IDM বা FDM

ফলাফল

কম্পিউটার জগতে আইডিএম এর জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু এটি অর্থ দিয়ে কিনে ব্যবহার করতে হয়। অপর দিকে এক্সডিএম এবং এফডিএম একদমই বিনামূল্যের। আলাদা আলাদাভাবে তিনটি ডাউনলোড ম্যানেজার দিয়ে একই ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে তারা উভয়ে একই সময় নিচ্ছে।

আবার তিনটি ডাউনলোড ম্যানেজার দিয়ে একই সাথে একই ফাইল ডাউনলোড করার সময় ফ্রি ডাউনলোড ম্যানেজার সব থেকে কম সময় নিচ্ছে। তাই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে, যেহেতু ফ্রি ডাউনলোড ম্যানেজার বা এফডিএম ব্যবহার করতে কোন অর্থ গূণতে হচ্ছে না আবার তিনটির তুলনায় এটি কম সময় নিচ্ছে তাই Free Download Manager-ই সেরা*।

* এটি শুধুমাত্র আমাদের একটি ধারণা মাত্র।

ভিডিও আকারে দেখতে-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top