পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে করে নিন বুটেবল পেনড্রাইভ

বুটেবল পেনড্রাইভ কি? পেনড্রাইভ বুটেবল করার নিয়ম

মাঝে মধ্যে জরুরী ভিত্তিতে উইন্ডোজ সেটআপ এবং সহজেই বহন করার জন্য পেনড্রাইভ বুটেবল করে নেয়ার প্রয়োজন হয়ে থাকে। আমরা এখানে শিখবো কিভাবে পেনড্রাইভ বুটেবল করে নেবেন।

বুটেবল পেনড্রাইভ কেন ব্যবহার করবেন?

আমাদের প্রায় সময় বিভিন্ন কারণে কম্পিউটারে নতুন করে উইন্ডোজ সেটআপ দেয়ার প্রয়োজন হয়ে থাকে। একটা সময় ছিল যখন কম্পিউটারে কোন ধরণের অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য CD বা DVD ড্রাইভ ব্যবহার করা হতো। এখনকার সময়ে অধিকাংশ কম্পিউটারে DVD ড্রাইভ থাকে না। তাছাড়াও DVD ড্রাইভ হতে উইন্ডোজ সেটআপ অনেকটা ধীর গতিতে হয়ে থাকে। তাই এখন প্রায় সকলেই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ দিয়ে থাকেন।

আর DVD হতে পেনড্রাইভ এর ডাটা ট্রান্সফার স্পিড অনেক বেশী। তাই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমরা এখানে কিভাবে একটি পেনড্রাইভকে বুটেবল করতে হয় তা শিখে নেব।

পেনড্রাইভ কি?

একটি পেন ড্রাইভ যা সাধারণত USB ফ্ল্যাশ ড্রাইভ বা সহজভাবে একটি USB ড্রাইভ নামেও আমাদের কাছে বেশ পরিচিত। এটি আকারে ছোট এবং খুবই সহজে বহনযোগ্য ধরণের একটি স্টোরেজ ডিভাইস। এটি দিয়ে সাধারণত কম্পিউটারের মধ্যে নানা ধরণের ডিজিটাল ফাইল স্থানান্তর করতে ব্যবহৃত হয়ে থাকে। এটি সাধারণত যেকোনো কম্পিউটারের USB পোর্টের সাথে সংযুক্ত করে নিয়ে এতে কয়েক মেগাবাইট থেকে কয়েক টেরাবাইট পর্যন্ত প্রচুর পরিমাণে ডেটা সঞ্চয় করে তা পরিবহন করা যায়।

পেনড্রাইভগুলি তাদের বহনযোগ্যতা, সহজেই ব্যবহার এবং সকল অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যের কারণে এটি বেশ জনপ্রিয়। এগুলিতে প্রায়ই প্রয়োজনীয় ফাইল, ছবি, ভিডিও-অডিও ইত্যাদি ফাইল স্থানান্তর করতে ব্যবহৃত হয়ে থাকে। পেনড্রাইভগুলি বেশীরভাগ ক্ষেত্রে সাধারণত ডাটা ব্যাকআপের উদ্দেশ্যে বা নিজের সাথে গুরুত্বপূর্ণ ডেটা বহন করার মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন ধরণের এবং বিভিন্ন ধারণ ক্ষমতার পেন ড্রাইভ রয়েছে।

পেনড্রাইভ বুটেবল কি?

Bootable Pendrive বা বুটেবল USB ড্রাইভ এটি একটি পেনড্রাইভ যা একটি কম্পিউটারকে এটি থেকে বুট করার উপযোগী করার জন্য বিশেষভাবে কনফিগার করা হয়ে থাকে। এর মানে হলো যে, যখন কোনো কম্পিউটার চালু হয় তখন তা কম্পিউটারের হার্ড ড্রাইভ অ্যাক্সেস করার প্রয়োজন ছাড়াই সরাসরি পেনড্রাইভ থেকে একটি অপারেটিং সিস্টেম বা অন্যান্য সফ্টওয়্যার লোড করতে পারে এবং তা চালাতে পারে। একটি বুটযোগ্য পেনড্রাইভ তৈরি করার জন্য সাধারণত পেনড্রাইভে একটি অপারেটিং সিস্টেম ইনস্টলেশন ফাইল বা ISO ইমেজ এর কপি করা এবং এটিকে বুটযোগ্য হওয়ার জন্য বিশেষভাবে কনফিগার করা থাকতে হয়।

পেনড্রাইভ বুটেবল বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন একটি নতুন কম্পিউটারে ইতিপূর্বে ইন্সটলকৃত অপারেটিং সিস্টেম সঠিকভাবে কাজ করছে না এমন একটি কম্পিউটারের সমস্যা সমাধান করার কাজে বুটেবল পেনড্রাইভ দিয়ে তা সারিয়ে তোলা যেতে পারে। বুটেবল পেনড্রাইভ সাধারণত আইটি স্পেশালিষ্ট এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদের দ্বারা সফ্টওয়্যার ইন্সটল বা একাধিক কম্পিউটারে রক্ষণাবেক্ষণের কাজগুলি করতে ব্যবহৃত হয়ে থাকে।

কম্পিউটারের স্পিড বাড়ানোর কিছু কার্যকরী উপায় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

পেনড্রাইভ বুটেবল করতে কি কি প্রয়োজন?

বিভিন্ন উদ্দেশ্যে নানা ধরণের বুটেবল পেনড্রাইভ তৈরী করা হয়ে থাকে। এখানে আমরা উন্ডোজ ১০ সেটআপ দেবার জন্য একটি বুটেবল পেনড্রাইভ তৈরী করতে যা যা প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করব।

পেনড্রাইভ বুটেবল তৈরী করতে আমাদের যা প্রয়োজন হবে-

প্রথমত, একটি  আট গিগাবাইট এর অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন পেনড্রাইভ বা ফ্লাশ ড্রাইভ। পেনড্রাইভ না থকলে মেমরি কার্ড এবং কার্ড রিডার এর সাহায্যেও খুব সহজেই আপনি উইন্ডোজ সেটআপ দেয়ার জন্য বুটেবল পেনড্রাইভ বানিয়ে নিতে পারবেন।

দ্বিতীয়ত, উইন্ডোজ অথবা অন্য কোনো অপারেটিং সিস্টেম এর আইএসও ফাইল এবং

তৃতীয়ত, প্রায় দুই মেগাবাইটের একটি অ্যাপ্লিকেশন।

ISO ফাইল কি?

একটি ISO ফাইল হল একটি ডিস্ক ইমেজ ফাইল। এতে একটি CD, DVD বা Blu-ray ডিস্কের মতো অনেক বড় ধরণের ফাইলের সমষ্টি যার সকল ডাটা প্রতিলিপি করার জন্য একত্রে একটি ফাইলে অন্তর্ভূক্ত থাকে । এটি মূল ডিস্কের একটি সম্পূর্ণ কপি এবং বিভিন্ন মাধ্যমে এ ISO ফাইলটি বিতরণের উদ্দেশ্যে বা গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ কপি তৈরির জন্য ব্যবহৃত হয়। ISO ফাইলগুলি সাধারণত সফ্টওয়্যার বিতরণ, অপারেটিং সিস্টেম ইনস্টলেশন এবং মাল্টিমিডিয়া স্টোরেজের জন্য ব্যবহৃত হয়। আইএসও এর সংক্ষিপ্ত রূপ মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ISO ফাইল এর মাধ্যমে প্রচুর পরিমাণে ডেটা সঞ্চয় এবং সহজেই স্থানান্তর করার সুবিধাজনক উপায় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

কিভাবে উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করতে হয় তা জানতে এখানে ক্লিক করুন। এছাড়াও নিম্নে ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম এর আইএসও ফাইল ডাউনলোড লিংক নিচে দেয়া হলো।

লিনাক্স এর জনপ্রিয় অপারেটিং সিস্টেম সমূহ-

Ubuntu

Red Hat Enterprise Linux (RHEL)

Linux Mint

Zorin OS

Linux Kali

বুটেবল পেনড্রাইভ তৈরী করার প্রক্রিয়া-

একটি পেনড্রাইভকে বুটেবল করার জন্য নিম্নের ধাপগুলি অনুসরণ করুন।

প্রথম ধাপ:

ধরে নিলাম আপনার কাছে একটি পেনড্রাইভ বা কার্ড রিডারসহ মেমরি কার্ড রয়েছে।

দ্বিতীয় ধাপ:

একটি উইন্ডোজ এর আইএসও ফাইলও আপনার নিকট রয়েছে; এবারে

তৃতীয় ধাপ:

এবারে আপনাকে প্রায় দুই মেগাবাইটের Rufus নামক একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তা করতে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন।

আপনার কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিন।

এর সার্চবারে টাইপ করুন rufus এবং কি বোর্ড হতে এন্টার কি প্রেস করুন। নিম্নের চিত্রের মতো ফলাফল দেখাবে

কিভাবে বুটেবল পেনড্রাইভ তৈরী করবেন

 এখানকার প্রথটাতে ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো পেজে নিয়ো যাওয়া হবে। সেখানে একটু স্ক্রল করে নিচের দিকে চিত্রে দেখানো লিংক এ ক্লিক করুন।

পেনড্রাইভকে কিভাবে বুটেবল করতে হয়?

 নিচের চিত্রের মতো কয়েক মেগাবাইটের একটি ফাইল ডাউনলোড হবে।

পেনড্রাইভকে বুটেবল করে নিন সহজেই

 এবার আপনার কম্পিউটারে পেনড্রাইভটি সংযুক্ত করে নিন। মনে রাখবেন পেনড্রাইভটিতে থাকা সকল তথ্য কিন্তু মুছে যাবে। তারপর ডাউনলোড করা অ্যাপ্লিকেশনটির উপর রাইট বাটনে ক্লিক করে ওপেন করে নিন।

পেনড্রাইভ বুটেবল করার সঠিক নিয়ম

 নিম্নের চিত্রের মতো একটি পপআপ উইন্ডো দেখতে পাবেন। সেখানে প্রথমে আপনার সংযুক্ত পেন ড্রাইভটি দেখতে পাবেন। এর নিচে সিলেক্ট বাটনে ক্লিক করে আপনার ডাউনলোডকৃত আইএসও ফাইলটি সিলেক্ট করে নিন।

উইন্ডোজ ১০ বুটেবল পেনড্রাইভ

 উইন্ডোজ এর আইএসও ফাইলটি সিলেক্ট করার পর নিম্নের চিত্রের মতো Start বাটনে ক্লিক করুন।

কিভাবে উইন্ডোজ সেটআপ দেবার পেনড্রাইভ

 নিম্নের চিত্রের মতো একটি বার্তা দেখাবে সেখানে কোন কিছু না করেই Ok বাটনে ক্লিক করুন।

পেনড্রাইভ বুটেবল করলে কি হয়?

 আবারও নিম্নের চিত্রের মতো সতর্কবার্তা দেখাবে যে পেন ড্রাইভটির সকল তথ্য মুছে ফেলা হবে। আপনি এখানেও Ok বাটনে ক্লিক করুন।

পেনড্রাইভ বুটেবল করার নিয়ম Boot Windows From USB

 এবারে নিম্নের চিত্রের মতো প্রগ্রেস দেখতে পাবেন।

কিভাবে পেনড্রাইভকে বুটেবল করে নেবেন

 ডাটা ট্রান্সফার শেষ হলে নিম্নের চিত্রের মতো সবুজ রঙের READY দেখাবে।

বুটেবল ফ্লাশ ড্রাইভ তৈরী করুন সহজেই

 ব্যাস আপনার বুটেবল পেনড্রাইভ টি উইন্ডোজ সেটআপ দেবার জন্য তৈরী।

আশা করছি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোন অংশ বুঝতে সমস্যা হয়ে থাকে। তবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

ভিডিও আকারে দেখতে-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top