সহজেই ভুয়া বা স্ক্যাম ওয়েবসাইট চেনার উপায়

ওয়েবসাইট এর সত্যতা যাচাই করার উপায়

ভুয়া বা স্ক্যাম ওয়েবসাইট এর সর্বত্র ছড়াছড়ি। আপনি যদি ওয়েবসাইট এর সত্যতা ভালোভাবে না জেনে শুনে এ সকল ভুয়া ওয়েবসাইটে অর্থ উপার্জনের জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করে থাকেন তবে তা হবে দুঃখজনক। এ পর্বে আমরা জানতে চেষ্টা করবো কোন ওয়েবসাইট এর সত্যতা তথা ওয়েবসাইট-টি কতটুকু বিশ্বস্ত সে সম্পর্কে বিস্তারিত তথ্য কিভাবে সহজে দেখতে পাবেন।

ওয়েবসাইট এর সত্যতা কি?

ওয়েবসাইট এর সত্যতা বলতে আসলে কোন ভুয়া, প্রতারণা করে থাকে বা প্রতারণা করেছে মর্মে প্রমাণিত কোন ওয়েবসাইটকে বুঝায়।

ভুয়া ওয়েবসাইট একটি প্রতারণামূলক অনলাইন প্ল্যাটফর্ম যা সন্দেহাতীতভাবে ব্যবহারকারীদের প্রতারণা করা বা প্রতারণা করার উদ্দেশ্য নিয়ে আকর্ষণীয়ভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ডিজাইন করা থাকে। এ সকল ওয়েবসাইটগুলি প্রায়ই বৈধ কোন ওয়েবসাইট, ব্যবসা বা সংস্থার নকল করে ভিজিটরদের বিশ্বাস অর্জনের চেষ্টা করে থাকে। এ সকল ওয়েবসাইটে “এত কাজে এত ডলার”, “রেফারেল ভিত্তিক বিভিন্ন বোনাস” এমনসব লোভনীয় প্রস্তাব দিয়ে একজন ব্যবহারকারীকে আকৃষ্ট করে থাকে। ভুয়া ওয়েবসাইটগুলি একজন সাধারণ ব্যবহারকারী হতে অনেক সুবিধা নিয়ে বিনিময়ে প্রতারণা করে থাকে।

ক্ষতিকর ওয়েবসাইট বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন- অনলাইন শপিং এর ক্ষেত্রে, ব্যক্তিগত তথ্যাদি হস্তগত করার ক্ষেত্রে, ইনভেস্টমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে, অগ্রীম ফি প্রদান সংক্রান্ত এর ক্ষেত্রে, চাকুরী দেয়া সংক্রান্ত ইত্যাদি। এ ছাড়াও আরও অসংখ্য প্রতারণা এর ধরণ রয়েছে। তবে বেশীরভাগ প্রতারণা এর সাথে অর্থ সংক্রান্ত বিষয় জড়িত।

ওয়েবসাইট এর সত্যতা যাচাই করার উপায়

ভুয়া ওয়েবসাইট চেনার বেশ কিছু উপায় রয়েছে। ভুয়া ওয়েবসাইট যাচাই করার জন্য প্রথমে ওয়েবসাইটের URL যাচাই করতে হবে। URL এ ভুল বানান, অতিরিক্ত হাইফেন (-) বা অস্বাভাবিক ডোমেন এক্সটেনশনসহ URL গুলি হতে সতর্ক থাকতে হবে। এ সকল কারণ একটি ওয়েবসাইট ভুয়া হিসেবে নির্দেশ করে।

অ্যাড্রেস বারে URL এর প্রথম দিকে “https://” রয়েছে কিনা দেখে নিন। যদি শুধুমাত্র “http://” থাকে অর্থাৎ “s” অক্ষরটি না থাকে তবে সেটিও ভুয়া ওয়েবসাইট বা অনিরাপদ নির্দেশ করে থাকে।

ওয়েবসাইট-টি সম্পর্কে অন্যান্য ব্যবহারকারীদের পর্যালোচনা বা মূল্যায়ন তথা রেটিং সম্পর্কে জেনে নিতে চেষ্টা করুন।

ব্যক্তিগত বা আর্থিক তথ্য চাইলে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন।

সন্দেহযুক্ত ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানার উপায়

কোন রকম সন্দেহযুক্ত বা কোনো স্ক্যাম ওয়েসবাইট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা তৃতীয় পক্ষের একটি ওয়েবসাইট এর সাহায্য নিতে পারি। ওয়েবসাইট-টির অ্যাড্রেস হচ্ছে ScamAdviser। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সন্দেহযুক্ত ওয়েবসাইট এর URL নিম্নের চিত্রের মতো সার্চ বারে এন্ট্রি করে কিবোর্ড হতে এন্টার কি প্রেস করুন (নমুনা হিসেবে unu.im দেয়া হলো)।

মোবাইলে ইনকামের একটি বিশ্বস্ত সাইট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

স্ক্যাম ওয়েবসাইট চেনার উপায়

মুহুর্তে উক্ত ওয়েবসাইট সম্পর্কে নিম্নের চিত্রের মতো বিস্তারিত তথ্যাদি প্রদর্শিত হবে। সেখানে আপনার প্রদানকৃত ওয়েব সাইট অ্যাড্রেসটি দেখতে পাবেন। ওয়েবসাইট-টি বিশ্বস্ত হলে তার নিচের দিকে পাবেন সবুজ রঙের স্ট্যাটাস। আর যদি সেটি বিশ্বস্ত না হয়ে থাকে তবে তা হলুদ রঙের দেখাবে। সেই সাথে নিচের দিকে আপনার প্রদানকৃত ওয়েবসাইটের “Trustscore” দেখতে পাবেন। এই স্কোর যত বেশী সেই ওয়েবসাইট তত বেশী বিশ্বস্ত এমনটাই দাবী করা হয়ে থাকে।

সন্দেহযুক্ত ওয়েবসাইট এর সত্যতা যাচাই করণ ফলাফল

এ ছাড়াও ফলাফল সিটের নিচের দিকে আপনার যাচাইকৃত ওয়েবসাইটের পজেটিভ হাইলাইট এবং নেগেটিভ হাইলাইটস সমূহ দেখতে পাবেন। সেই সাথে সেখানে কিছু পজেটিভ রিভিউ এবং নেগেটিভ রিভিউ-ও দেখতে পাবেন (যদি থাকে)। উক্ত ওয়েবসাইট সম্পর্কে এমন ধরণের গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।

ওয়েবসাইট সম্পর্কে রিভিউ

ওয়েবসাইট এর সত্যতা যাচাই করার আরও ওয়েব ঠিকানা

অনলাইনে স্ক্যাম অ্যাডভাইজার ছাড়াও আরও অনেকগুলি ভুয়া ওয়েবসাইট যাচাই করার ওয়েবসাইট রয়েছে। আপনি সহজেই সেগুলো দিয়েও আপনার কাঙ্খিত ওয়েবসাইট সম্পর্কে জেনে নিতে পারেন। নিম্নে ঠিকানাগুলি দেয়া হল।

আপনি সত্যতা যাচাই করার জন্য একই ওয়েব সাইট এখানে উল্লেখ করা ওয়েব সাইটগুলির মাধ্যমে যাচাই-বাছাই করে মোটামুটি একটি সিদ্ধান্তে আসতে পারবেন।

পরিশেষে কোন ওয়েবসাইট সম্পর্কে এভাবে প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে আপনি মোটামুটি একটি সিদ্ধান্তে আসতে পারেন যে, আপনি এটি ব্যবহার করবেন কিনা। বিশেষকরে অনলাইন ইনকামের জন্য আপনার কাজের ওয়েব সাইট-টি যেন অবশ্যই বিশ্বস্ত হয়ে থাকে সেদিকে বিশেষ নজর দেয়া উচিত।

আশা করছি আজকের পোষ্টটি আপনার কিছুটা হলেও উপকারে আসবে। এ বিষয়ে আপনার মুল্যবান মতামত নিম্নে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top