ভুলে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ড

ভুলে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করবেন

আপনি কি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেছেন? অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ এবং ম্যাকওএস ডিভাইসে সহজ পদ্ধতিতে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন তা এখানে দেখানো হলো।

Table of Contents

হঠাৎ করে আপনার ওয়াই-ফাই ডিভাইসটিতে একটি নতুন স্মার্টফোন যুক্ত করার সময় বুঝতে পারলেন যে, এর পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন! মাঝে মধ্যেই আমাদের সাথে কিন্তু এমনটি হয়ে থাকে। অনেক ইন্টারনেট ব্যবহারকারী ওয়াইফাই পাসওয়ার্ড মনে রাখা একটি ঝামেলাযুক্ত বিষয় মনে করে থাকে। বিশেষ করে নতুন কোনো অতিথিদের ডিভাইসে ইন্টারনেট সংযোগ দেবার সময় এ সমস্যার উদয় হয়।

চিন্তা করবেন না আপনার ওয়াইফাই এর ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করার সহজ কিছু পদ্ধতি রয়েছে। আমরা এখানে কিভাবে Android, IOS, উইন্ডোজ এবং macOS-এ আপনার ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়মগুলি জেনে নেবো।

অ্যান্ড্রয়েড-এ ওয়াইফাই পাসওয়ার্ড বের করা

Android ডিভাইসে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য আপনার ব্যবহৃত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ভার্সনের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তিত হতে পারে। কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজে পাবেন তা এখানে দেওয়া হল-

অ্যান্ড্রয়েড ১০ বা তারও আপডেট ভার্সনের জন্য

নিচের ধাপগুলি পর্যায়ক্রমে অনুসরণ করুন।

  1. সেটিংস অপশনে প্রবেশ করুন।
  2. সেখানে থাকা নেটওয়ার্ক এবং ইন্টারনেট অপশনে প্রবেশ করুন।।
  3. Internet অপশন নির্বাচন করুন এবং আপনার সংযুক্ত ওয়াইফাই নেটওয়ার্কটি নির্বাচন করুন।
  4. সেখানে Wi-Fi নেটওয়ার্ক নামের পাশে সেটিংস বা গিয়ার আইকন নির্বাচন করুন।
  5. এবারে Share অপশন নির্বাচন করলে ডিভাইসটির মালিকানা সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করণের জন্য বলা হবে।
  6. ডিভাইসের আনলক কোড বা বায়োমেট্রিক্স ব্যবহার করে তা নিশ্চিত করুন।
  7. এ পর্যায়ে ওয়াইফাই পাসওয়ার্ড QR কোডের মাধ্যমে অথবা কোড এর নিচের দিকে তা প্রদর্শিত হবে।
ওয়াইফাই পাসওয়ার্ড এর নমুন কিউআর কোড

ইন্টারনেট সংযোগ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই পদ্ধতিটি সব থেকে সুবিধাজনক। পাসওয়ার্ড না পেলে QR কোড স্ক্যান করেও সহজেই কাঙ্খিত ডিভাইসে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন।

iOS এ ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে চেক করবেন

  1. অ্যাপল আইফোনে ইতিপূর্বে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড সরাসরি বের করার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। তবে তা বের করার বিকল্প পদ্ধতিও রয়েছে।
  2. প্রথমেই আপনার আইফোন এর Settings অপশনে প্রবেশ করুন।
  3. সেখানে থাকা Wi-Fi চালু করে নিন এবং এরিয়াতে থাকা নেটওয়ার্কগুলির তালিকা হতে আপনার বর্তমান ওয়াইফাই নেটওয়ার্কের সাথে সংযুক্ত কানেকশনটির পাশে থাকা “i” আইকন নির্বাচন করুন।
  4. এবারে পাসওয়ার্ড অপশনটি নির্বাচন করুন। নিরাপত্তা যাচাই করণের উদ্দেশ্যে আপনাকে ফেস আইডি, টাচ আইডি, অথবা আপনার ডিভাইস পাসকোড প্রদানের জন্য বলা হবে। তা করে নিন।
  5. এ পর্যায়ে ওয়াইফাই পাসওয়ার্ডটি প্রদর্শিত হবে।
  6. আপনার প্রয়োজনীয় ডিভাইস বা ব্যক্তিদের সাথে পাসওয়ার্ডটি শেয়ার করতে বা লিখে রাখতে Copy অপশন নির্বাচন করুন।

উইন্ডোজে ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করবেন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নিম্নোক্ত পদ্ধতিগুলি অনুসরণ করে ইতিপূর্বে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড সহজেই বের করে নিতে পারেন।

কন্ট্রোল প্যানেল এর সাহায্যে

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেলের সাহায্যে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন-

উইন্ডোজে ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করবেন
  1. স্টার্ট মেনুতে ক্লিক করুন। সেখানে থাকা সেটিংস অপশন নির্বাচন করুন। এবারে Network & Internet অপশনে প্রবেশ করুন। Network and Sharing Center এ প্রবেশ করুন।
  2. এখানে আপনি অ্যাক্টিভ ওয়াইফাই সংযোগটির নামের উপর ক্লিক করুন।
  3. একটি নতুন উইন্ডোতে চালু হবে। সেখানে থাকা ওয়্যারলেস প্রোপার্টিজ নির্বাচন করুন।
  4. সিকিউরিটি ট্যাব এ প্রবেশ করুন।
  5. Show characters to reveal the password চেক করুন।

কমান্ড প্রম্পট এর সাহায্যে

  1. স্টার্ট মেনুতে ক্লিক করে Windows System এর উপর ক্লিক করুন।
  2. সেখানে থাকা Command Prompt এর উপর মাউসের রাইট বাটনে ক্লিক করুন।
  3. এরপর Run as an administrator নির্বাচন করুন।
  4. এবারে টাইপ করুন ”netsh wlan show profile name=”ওয়াইফাই নাম” key=clear” (এখানে ওয়াইফাই নাম এর স্থলে আপনার ওয়াইফাই এর নাম দিয়ে নিন)।
  5. কি-বোর্ড হতে এন্টার কি প্রেস করুন।
  6. প্রাপ্ত ফলাফল হতে Key Content এর পাশে ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পাবেন।

macOS এর ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করবেন

ম্যাকওএস ব্যবহারকারীরা নিচের দেখানো পদ্ধতি ব্যবহার করে সহজেই সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারেন।

  1. Keychain Access ওপেন করে নিন (Applications > Utilities এ প্রবেশ করুন)।
  2. সেখানে সার্চ বার এর সাহায্যে আপনার ওয়াইফাই নেটওয়ার্কের নাম খুঁজে নিন।
  3. Network Entry এর উপর ডাবল ক্লিক করুন।
  4. “Show Password” নির্বাচন করুন।
  5. নিরাপত্তা নিশ্চিত করতে আপনার ম্যাকের এডমিন পাসওয়ার্ড প্রদান করুন।
  6. এবারে সেভ করা পাসওয়ার্ডটি প্রদর্শিত হবে।

আশা করছি উপরে বর্ণিত পদ্ধতিতে আপনি সহজেই আপনার ওয়াইফাই পাসওয়ার্ড বের করে নিতে পারবেন।

FAQ

আমার ওয়াই-ফাই পাসওয়ার্ড কে কি দেখতে পাবে?

শুধুমাত্র সংযুক্ত ডিভাইসগুলিতে অ্যাক্সেস রয়েছে এমন এক বা একাধিক ব্যাক্তি অথবা রাউটারের এডমিন সুবিধা আছে এমন ব্যক্তিগণ সেভ করা পাসওয়ার্ড দেখতে পাবেন। এক্ষেত্রে যুক্ত করা শক্তিশালী পাসওয়ার্ড এবং সিকিউর রাউটার সেটিংস যে কারও অ্যাক্সেস রোধ করতে পারে।

একটি শক্তিশালী পাসওয়ার্ড কি?

একটি শক্তিশালী পাসওয়ার্ড বলতে নিম্নের বিষয়গুলি অন্তর্ভূক্ত থাকতে হবে

পাসওয়ার্ডটি কমপক্ষে ১২-১৬ অক্ষরের হতে হবে।
এতে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা (1-9) এবং বিশেষ চিহ্ন (/ * + % #) অন্তর্ভুক্ত থাকতে হবে।
এর মধ্যে ব্যক্তিগত বিবরণ যেমন কোনো প্রিয় নাম বা সহজেই অনুমান করা যায় এমন শব্দ অন্তর্ভূক্ত করা যাবে না।

এমন কোন অ্যাপ রয়েছে কি যা Wi-Fi পাসওয়ার্ড বের করতে পারে?

এ ধরণের কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে। যেমন WiFi Password Viewer যা সেভ করা পাসওয়ার্ড প্রদর্শন করতে পারে (শর্ত সাপেক্ষে)। অন্যান্য প্ল্যাটফর্মের জন্য Keychain Access বা Command Prompt ফিচার রয়েছে। যা মোটামুটি নিরাপদ।

Admin অ্যাক্সেস ছাড়া কিভাবে আমার ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করতে পারি?

আপনার রাউটারের অ্যাডমিন অ্যাক্সেস না থাকলে ইতিপূর্বে ওয়াইফাই পাসওয়ার্ড দেয়া যে কোনো ডিভাইস অ্যাক্সেস করে সেখানে থাকা পাসওয়ার্ড বের করা সম্ভব।। অ্যান্ড্রয়েড, iOS, উইন্ডোজ, অথবা macOS  এ ইতিপূর্বে যুক্ত করা পাসওয়ার্ড এডমিন অ্যাক্সেস ছাড়াও (উপরে বর্ণিত) নিয়মে পাসওয়ার্ড বের করা যেতে পারে।

আমি যদি আমার ওয়াই-ফাই পাসওয়ার্ড একেবারে ভুলে যাই তাহলে আমার কি করা উচিত?

উপরে উল্লেখিত পদ্ধতিগুলি ব্যবহার করেও যদি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে না পারেন তবে আপনার রাউটারটিকে তার ডিফল্ট সেটিংস -এ রিসেট করে নিতে পারেন। ফলে এটি তার ডিফল্ট ওয়াই-ফাই পাসওয়ার্ড সেট করে নেবে। যা সাধারণত রাউটারের গায়ে দেয়া থাকে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, রিসেট করলে আপনার রাউটারের কাস্টম কনফিগারেশন চিরতরে মুছে যাবে। সেক্ষেত্রে আপনাকে আবারও নেটওয়ার্ক সেট আপ করে নিতে হবে।

ওয়াই-ফাই পাসওয়ার্ড কি হ্যাক করা যেতে পারে?

এক্ষেত্রে যদি ওয়াইফাই ডিভাইসে দুর্বল নিরাপত্তা প্রোটোকল (যেমন WEP) ব্যবহার করা হয়ে থাকে অথবা প্রদানকৃত পাসওয়ার্ড অনুমান করা সহজ হয় তাহলে ওয়াই-ফাই পাসওয়ার্ড দুর্বলতার কারণে এটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবশ্যিকভাবে WPA3 বা WPA2 এনক্রিপশন ব্যবহার করার পরামর্শ থাকবে। তাই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং রাউটারের ফার্মওয়্যার নিয়মিত আপডেট রাখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top