একাধিক কম্পিউটার থেকে প্রিন্ট করার জন্য কিভাবে প্রিন্টার শেয়ার করবেন বা প্রিন্টারটির সেটিংস করবেন সে বিষয়ে এখানে থাকছে বিস্তারিত। ইতিপূর্বে আমরা শিখেছি কিভাবে মোবাইল ফোন দিয়ে প্রিন্ট করতে হয়। না দেখে থাকলে এখানে ক্লিক করে দেখে নিন।
Table of Contents
এ জন্য যা প্রয়োজন
এক বা একাধিক কম্পিউটার থেকে একটি প্রিন্টারে প্রিন্ট করার জন্য আপনার প্রয়োজন হবে LAN কেবল অপশনযুক্ত অথবা ওয়াইফাই বা ব্লুটুথ সাপোর্ট করে এমন প্রিন্টার।

LAN কেবল সমর্থিত প্রিন্টার হলো সরাসরি প্রিন্টার থেকে রাউটারে মধ্যে একটি ইথারনেট কেবল ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কের যুক্ত করার সুবিধা সম্বলিত প্রিন্টার। এক্ষেত্রে আপনি উক্ত নেটওয়ার্কের আওতায় এক বা একাধিক কম্পিউটার বা ডিভাইস থেকে সহজেই প্রিন্ট করতে পারবেন।
এ ধরণের প্রিন্টারে ল্যান কেবল সংযোগ দেয়া মাত্র বা প্রিন্টার চালু করা মাত্র প্রিন্টারের স্ক্রীনে আপনি একটি আইপি এ্যড্রেস দেখতে পাবেন।
আপনি এই আইপি এ্যড্রেস টি কোথাও লিখে রাখুন। মনে রাখবেন আপনার নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলির একটিভিটির সংখ্যা ভেদে আইপি এ্যড্রেস পরিবর্তন হতে পারে।
কিভাবে একাধিক কম্পিউটার থেকে প্রিন্ট করবেন
একাধিক কম্পিউটার থেকে একটি প্রিন্টারে প্রিন্ট করার জন্য খেয়াল রাখতে হবে যেন, প্রতিটি কম্পিউটারই একই নেটওয়ার্কে সংযুক্ত থাকে। অর্থাৎ LAN কেবল অথবা Wi-Fi বা Bluetooth এর মাধ্যমে সংযুক্ত থাকে।
প্রথম ধাপ
এবার যে কম্পিউটার থেকে প্রিন্ট দিতে চান সেটি হতে যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিন। ব্রাউজারের সার্চ বারে প্রিন্টারটির আইপি এ্যাড্রেস টাইপ করুন। এবার কিবোর্ড হতে এন্টার কি প্রেস করুন।

উপরের চিত্রের মতো নেটওয়ার্কে সংযুক্ত প্রিন্টারটির নাম ও মডেলসহ অন্যান্য তথ্যাদি দেখতে পাবেন। এখান থেকে প্রিন্টারটির নাম ও মডেল মনে রাখুন।
দ্বিতীয় ধাপ
এবারে কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে বাম দিক হতে সেটিংস অপশনে ক্লিক করুন।

সেটিংস উইন্ডো চালু হবে। সেখানে নিম্নের চিত্রের মতো “Devices” অপশনে ক্লিক করুন।

এরপর বাম দিকে নিম্নের চিত্রের মতো “Printers & scanners” অপশনে ক্লিক করে নিন।
এবারে ডান দিকে “Add a printer or scanner” অপশনের প্লাস বাটনে ক্লিক করুন।

কিছুক্ষণের মধ্যে নেটওয়ার্কেযুক্ত প্রিন্টারটির নাম ও মডেল দেখতে পাবেন।

আপনি সেই প্রিন্টারটির উপরে ক্লিক করলে এর ডান দিকে “Add device” নামক একটি বাটন দেখতে পাবেন। মাউসের সাহায্যে সেটিতে ক্লিক করুন।
দেখতে পাবেন কিছুটা সময় নিয়ে প্রিন্টারটি ইন্সটল হয়ে যাবে।

এবারে কম্পিউটার থেকে যে কোনও অ্যাপ্লিকেশন ওপেন করে কোনও কিছু প্রিন্ট করার জন্য প্রিন্ট কমান্ড দিন। প্রিন্টার নেম বক্সে আপনার কাঙ্খিত প্রিন্টারটির নাম ও মডেলসহ নেটওয়ার্ড অ্যাড্রেস দেখতে পাবেন।

সতর্কতা
উপরে দেখানো পদ্ধতি, প্রিন্টার এর মডেল ভেদে একটু এদিক সেদিক হতে পারে। তাই একটু মাথা খাটিয়ে বিষয়টি বুঝে-শুনে সেটিংসগুলি ঠিক-ঠাক করে নিলে আপনি অবশ্যই নেটওয়ার্কেযুক্ত একাধিক কম্পিউটার হতে সহজেই প্রিন্ট করে নিতে পারবেন। তবে একাধিক কম্পিউটার থেকে প্রিন্ট দেবার ক্ষেত্রে প্রিন্ট কমান্ড দেবার পর কিছুটা সময় লাগতে পারে।
আশা করছি পদ্ধতিটি বুঝতে পেরেছেন। যদি কোন অংশ বুঝতে সমস্যা হয় তবে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।