আধুনিক পৃথিবীর আজকের দিনে আইফোন শুধুমাত্র একটি ফোনই নয় বরং এটি আমাদের জীবনের নিত্য সঙ্গী। প্রিয়জনের সাথে যোগাযোগ রাখা থেকে শুরু করে পেশাগত বা ব্যক্তিগত বিভিন্ন কাজ পরিচালনা করা হয়ে থাকে এটি দিয়ে। তবে এতে বিঘ্ন ঘটতে পারে আইফোনের ব্যাটারির চার্জ শেষ হওয়া। আইফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়ানোর জন্য এখানে উল্লেখ করা উপায়গুলি অনুসরণ করে আপনার ডিভাইসের ব্যাটারির স্থায়িত্ব বাড়িয়ে নিতে পারেন সহজেই।
আইফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়ানোর উপায় সম্পর্কে বিস্তারিত থাকছে এখানে।
Table of Contents
লিথিয়াম-সালফার ব্যাটারি জগতে নতুন যুগান্তকারী আবিষ্কার এ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
কিভাবে আইফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়ানো যায়?
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর কয়েকটি টিপস সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
স্ক্রিন ব্রাইটনেস নিয়ন্ত্রণ করে
স্ক্রিণ ব্রাইটনেস আইফোনের ব্যাটারি খরচের সবচেয়ে বড় একটি ফ্যাক্ট। তাই আপনার সাধের আইফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে এর স্ক্রিন ব্রাইটনেস নিয়ন্ত্রনে রাখুন।
স্ক্রিন ব্রাইটনেস নিয়ন্ত্রণ করার জন্য আপনার আইফোনের সেটিংস-এ প্রবেশ করে সেখানে থাকা Display & Brightness এর brightness slider যতটা সম্ভব কমিয়ে রাখুন।
এক্ষেত্রে আপনি অটো-ব্রাইটনেস সক্রিয় করে রাখতে পারেন। এতে iPhone টির স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে এর পারিপার্শ্বিক আলোর তিব্রতা অনুযায়ী সামঞ্জস্য করে নেবে।
লো পাওয়ার মোড অ্যাক্টিভ করে
iPhone এর ব্যাটারি অনেক কম থাকার সময়ও আপনার জরুরী প্রয়োজনে একে Low Power Mode অ্যাক্টিভ করে নিন। এতে করে ফোনটি তার অপ্রয়োজনীয় ফিচারগুলি বন্ধ করে স্বল্প পরিমানে ব্যাটারি ব্যবহার করে এর স্থায়িত্ব বাড়াতে সাহায্য করবে।
এ জন্য আপনার আইফোনের সেটিংস অপশনে প্রবেশ করে সেখানে থাকা Battery অপশনে প্রবেশ করুন। এবারে সেখানে থাকা Low Power Mode অপশনটি সক্রিয় করে নিন।
এজন্য আপনি সরাসরি Control Center অপশন ব্যবহার করেও এটি করতে পারেন।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে
ইতিপূর্বে ব্যবহার করা বিভিন্ন অ্যাপসমূহ ব্যাকগ্রাউন্ডে চালু থাকায় এগুলো আপনার অজান্তেই আইফোনের ব্যাটারি ব্যবহার করে এর স্থায়িত্ব কমিয়ে ফেলে। যা বন্ধ করে ব্যাটারির স্থায়িত্ব বাড়ানো যেতে পারে।
এটি করার জন্য iPhone এর সেটিংস অপশনে প্রবেশ করুন। সেখানে থাকা General অপশনে প্রবেশ করুন। এরপর সেখানে থাকা Background App Refresh অপশন হতে যে সকল অ্যাপ ঘন ঘন ব্যবহার করেন না সেগুলি বন্ধ করে নিন।
অধিকতর ব্যাটারি সাশ্রয়ের জন্য এ অপশনকে পুরোপুরি বন্ধ করে রেখে সহজেই আপনার আইফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়িয়ে নিতে পারেন।
Location Services বন্ধ করে
আইফোনের লোকেশন ট্র্যাকিং সুবিধাটি এর ব্যাটারির স্থায়িত্ব অনেকটা কমিয়ে দিতে পারে। একান্ত প্রয়োজন ছাড়া একে বন্ধ রাখুন।
Location Services বন্ধ করার জন্য ফোনের সেটিংস এ প্রবেশ করুন। এরপর Privacy & Security এরপর Location Services এ প্রবেশ করুন।

এখানে যেসব অ্যাপের সব সময় ট্র্যাকিং অপশন প্রয়োজন হয় না সে সকল অ্যাপের জন্য লোকেশন ব্যবহার “While Using the App” অথবা “Never” অপশন নির্বাচন করে নিন।
Push Notifications সংখ্যা কমিয়ে
iPhone এ বেশী বেশী নোটিফিকেশন আসা মানেই বার বার আপনার ফোনের স্ক্রিনকে সক্রিয় করা, এতেকরে ফোনের ব্যাটারির স্থায়িত্ব কমে যাওয়া যা অনাকাঙ্খিত। তাই শুধুমাত্র বিশেষ বিশেষ নোটিফিকেশন ব্যতিত বাকিগুলিকে বন্ধ করে ফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়ানো সম্ভব।
অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার জন্য সেটিংস এ প্রবেশ করে সেখানে থাকা Notifications এ প্রবেশ করুন এবং সেখান থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলির নোটিফিকেশনগুলি বন্ধ করে নিন।
ব্যাটারি চার্জিং অপ্টিমাইজ করে
আমরা জানি আইফোনগুলিতে এমন একটি বিশেষত্ব রয়েছে যা সময়ের সাথে সাথে এর ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে থাকে। এ জন্য আমাদের ফোনে চার্জ দেবার সময় Optimized Battery Charging সুবিধাটি সক্রিয় করে নেয়া উচিত।
তা করতে আইফোনের সেটিংস অপশনে প্রবেশ করুন। এরপর Battery অপশনে প্রবেশ করুন। তারপর Battery Health & Charging অপশন।
এই ফিচারটি ফোনের ব্যাটারি চার্জ করার সময় যখন এতে ৮০% চার্জ হয়ে যাবে তখন স্বয়ংক্রিয়ভাবে অপেক্ষাকৃত ধীরগতিতে বাকী ২০% চার্জ সম্পন্ন করবে। এতে ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া থেকে মুক্তি পাবে। যা এর স্থায়িত্ব বাড়াতে সাহায্য করবে।
iOS আপডেট রেখে
অ্যাপল বেশ ঘন ঘন এর iOS আপডেট প্রকাশ করে থাকে। এর মধ্যে ব্যাটারির কর্মক্ষমতা উন্নতি করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকে। তাই আপনার আইফোন এর iOS সবসময় হালনাগাদ রাখুন।
খুব সহজেই এটি করতে প্রথমে ফোনের সেটিংস অপশনে প্রবেশ করুন। এরপর General অপশনে প্রবেশ করুন। এবারে Software Update অপশন হতে দেখে নিশ্চিত করুন যে আপনার আইফোনটি Latest Version দ্বারাই চলছে।
অপ্রয়োজনীয় ফিচার বন্ধ রেখে
আমরা জানি স্মার্টফোনগুলিতে অনেক প্রয়োজনীয় ফিচার রয়েছে। যেমন, ব্লুটুথ, ওয়াই-ফাই, এয়ারড্রপ ইত্যাদি। এগুলো সক্রিয় করে রাখলে এই ফিচারগুলি নিজেথেকে ব্যটারি খরচ করে ফেলে। তাই একান্ত প্রয়োজন ছাড়া এগুলো সক্রিয় রাখা উচিত নয়। অপ্রয়োজনে এই ফিচারগুলি বন্ধ রেখে আপনি সহজেই আপনার আইফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়িয়ে নিতে পারেন।
ব্যাটারি ব্যবহার পর্যবেক্ষণ করুন
নিয়মিত লক্ষ্য রাখুন আপনার আইফোনের কোন কোন অ্যাপগুলি তুলনামূলক বেশী ব্যাটারি ব্যবহার করছে। এতে করে সহজেই উক্ত অ্যাপটি বন্ধ রেখে বা মুছে ফেলে আপনার ফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়িয়ে নিতে পারেন।

আইফোন এর ব্যাটারি ব্যবহারকারী এ সকল অ্যাপের তালিকা দেখতে প্রথমে সেটিংস অপশনে প্রবেশ করে সেখানে থাকা Battery অপশনে প্রবেশ করুন। সেখানে ফোনের অ্যাপগুলির ব্যাটারি ব্যবহারের তালিকা হতে সহজেই আপনি তা দেখে নিতে পারেন।
এখান থেকে আপনার কাঙ্খিত এক বা একাধিক অ্যাপগুলিকে বন্ধ করে দিন।
Dark Mode ব্যবহার করে
আপনার আইফোনটি যদি লেটেস্ট মডেলের অর্থাৎ এটি যদি OLED ডিসপ্লে এর হয়ে থাকে তবে একে ডার্ক মোড অ্যাক্টিভ করে এর ব্যাটারির স্থায়িত্ব অনায়াসে অনেকখানি বাড়িয়ে নিতে পারবেন।
এজন্য ফোনের সেটিংস অপশনে প্রবেশ করে সেখানে থাকা Display & Brightness অপশনে প্রবেশ করুন এবং ডার্ক মোড নির্বাচন করুন।
পরিশেষে, আইফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়ানো বিষয়টি ফোনটি কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর অনেকটা নির্ভর করে। তাই এখানে উল্লেখিত টিপসগুলি অনুসরণ করে চাইলে আপনার আইফোনের ব্যাটারির আয়ু বাড়াতে পারেন। সেই সাথে ফোনটি ব্যবহারে আপনার হতাশা কমিয়ে এর সাথে দীর্ঘ সময়ের জন্য যুক্ত থাকতে পারেন।
আপনার কাছে আইফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়ানো এমন কোনও টিপস রয়েছে কি যা আমাদের এই তালিকায় নেই? মন্তব্যে যুক্ত করতে পারেন।