অ্যাকশন ক্যামেরা রিভিউ ছবি ও ভিডিও টেস্ট

অ্যাকশন ক্যামেরা Ausek AT-S81TR রিভিউ

বর্তমানে সব থেকে আকর্ষণীয়ভাবে ভিডিও ধারণ করার জন্য অ্যাকশন ক্যামেরা বেশ জনপ্রিয়। এখানে থাকছে অ্যাকশন ক্যামেরা রিভিউ হিসেবে Ausek AT-S81TR রিভিউ।

অ্যাকশন ক্যামেরা কি?

অ্যাকশন ক্যামেরা প্রচলিত আকারের ক্যামেরা নয়। এটি কমপ্যাক্ট আকারে বেশ ছোট সাইজের ডিজিটাল ক্যামেরা। যা বেশ খারপ পরিবেশে, দ্রুততার সাথে ভিডিও ধারণ করতে এবং বিশেষ বিশেষ মুহুর্ত বিশেষভাবে দৃশ্য ধারণ করার জন্য তৈরী করা হয়েছে। এটি সাধারণত খেলাধুলা, দুঃসাহসিক কোনো কার্যক্রম অথবা দ্রুতগতিতে কোনো কিছুর ভিডিও ধারণ করতে ব্যবহৃত হয়।

অ্যাকশন ক্যামেরাগুলো এর আকার, লাইটওয়েট ডিজাইন এবং স্থায়িত্ব ও স্বল্পমূল্যের জন্য বেশ জনপ্রিয়। এগুলি বিভিন্ন দুঃসাহসিক পরিবেশে যেমন পানি, ধুলো-বালি, শক এবং চরম তাপমাত্রা সহ্য করে ভিডিও চিত্র ধারণ করার জন্য নির্মিত হয়ে থাকে।

অ্যাকশন ক্যামেরার ব্যবহার

অ্যাকশন ক্যামেরাগুলির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের হাই-ডেফিনিশন ভিডিও ক্যাপচার করার ক্ষমতা। এতে প্রায় সবগুলোতেই 4K রেজুলেশনে ভিডিও ধারণ এবং উচ্চ-মানের স্থির ছবি তোলার ক্ষমতা থাকে। এগুলোতে বিভিন্ন মোড-এ ব্যবহার করার জন্য এতে থাকে ফাস্ট-অ্যাকশন সিকোয়েন্স ক্যাপচার করার জন্য বার্স্ট মোড, টাইম-ল্যাপস ভিডিও তৈরির জন্য টাইম-ল্যাপস মোড এবং স্লো মোশনে ভিডিও রেকর্ডিং এবং প্লে ব্যাক করার জন্য স্লো-মোশন মোডসহ বিভিন্ন ক্যাপচার মোড থাকে।

অ্যাকশন ক্যামেরাগুলিতে বিভিন্ন মাউন্টিং অ্যাকসেসরিজ দেয়া থাকে। যা দিয়ে একজন ব্যবহারকারী হেলমেট, বাইক, সার্ফবোর্ড এবং অন্যান্য বস্তুর সাথে সহজেই সংযুক্ত করে নিতে পারেন। ফলে এটি হ্যান্ডস-ফ্রিভাবে ব্যবহার করা যায়। প্রায় অ্যাকশন ক্যামেরাগুলো Wi-Fi বা ব্লুটুথ সংযোগ থাকে। যা ব্যবহারকারীকে দূরে থেকে এই ক্যামেরা নিয়ন্ত্রণ করাসহ স্মার্টফোন বা কম্পিউটারে ফাইল ট্রান্সফার সুবিধা এবং সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে এতে ধারণ করা ভডিও বা স্থিরচিত্র শেয়ার করতে পারেন।

অ্যাকশন ক্যামেরার সুপরিচিত ব্র্যান্ডের মধ্যে রয়েছে GoPro, DJI, Sony, Garmin ইত্যাদি। এই ক্যামেরাগুলি বিভিন্ন খেলাধুলা উপভোগকারী, ভ্রমণকারী এবং কোনো নির্দিষ্ট বিষয়বস্তু বিষয়ে ভিডিওচিত্র নির্মাতাদের মধ্যে বেশ জনপ্রিয়। বিশেষ করে যারা তাদের অ্যাডভেঞ্চার ধারণ করতে চায় এবং অন্যদের সাথে তা শেয়ার করতে চায়।

অ্যাকশন ক্যামেরা Ausek AT-S81TR এর রিভিউ

অ্যাকশন ক্যামেরার জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মূল্য বিবেচনায় বাজারে বেশ কিছু ননব্রান্ড এর অ্যাকশন ক্যামেরা পাওয়া যায়। এদের মধ্যে সব দিক বিবেচনায় আমরা এখানে Ausek AT-S81TR নিয়ে কিছু আলোচনা করব।

অ্যাকশন ক্যামেরা Ausek AT-S81TR এর রিভিউ

এটি বেশ শক্ত-পোক্ত একটি কেস এর দ্বারা নির্মিত, যা মোটামুটি বেশ ভালমানের। এতে করে এটি হাত থেকে পরে গেলে তুলনামূলক ক্ষতির সম্ভাবনা কম থাকবে। এতে রয়েছে ডুয়েল ডিসপ্লে। পিছনের ডিসপ্লেটি ২ ইঞ্চি সাইজের, টাচ স্ক্রিন এবং সামনের ডিসপ্লেটি ১.৩ ইঞ্চির। যা সেল্ফ ভিডিও বা ছবি উঠানোর জন্য ব্যবহার করতে পারবেন।

ভিডিও ধারণ করার জন্য এতে রয়েছে 5K তথা ( 5120 x 2880) 30fps, (3840 x 2160 60fps)/1920 x 1080 120fps এবং 1280 x 720 240fps তে ভিডিও ধারণ করতে পারবেন। স্থির চিত্র ধারণের জন্য এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল সুবিধা।

একটি সুদৃশ্য ওয়াটারপ্রুফ কেসিং দেয়া থাকছে এই অ্যাকশন ক্যামেরাটির সাথেই। যা দ্বারা ৩০ মিটার পর্যন্ত পানির নিচে ভিডিও বা স্থির চিত্র ধারণ করতে পারবেন।

এতে পাবেন ১৭০ ডিগ্রি পর্যন্ত ওয়াইড স্ক্রিণে ভিডিও ধারণ করার সুবিধা। রয়েছে অসাধারণ ইআইএস (Electronic Image Stabilization) সুবিধা। অত্যাধিক ঝাকুনিযুক্ত অবস্থাতেও বেশ স্থির ভিডিও আর ছবি অনায়াসে ক্যাপচার করতে পারবেন এটি দিয়ে। রয়েছে ১৩৫০ মিলি অ্যাম্প. ব্যাটারী। যা দিয়ে নতুন অবস্থায় অনায়াসে চারঘন্টার আশেপাসে ভিডিও ধারণ করতে পারবেন। এতে রয়েছে ৪ (চার) গিগাবাইট ডিডিআর র‍্যাম সুবিধা।

এতে সর্বোচ্চ ৩২ গিগাবাইটের মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এই অ্যাকশন ক্যামেরায় রয়েছে ৪ (চার)এক্স জুম সুবিধা। সাধারণত অ্যাকশন ক্যামেরাগুলিতে জুম সুবিধা থাকে না। কিন্তু আওসেক ব্রান্ডের এতে এই সুবিধাটি পাবেন।

এক্সট্রা অ্যাপ ইনস্টল করে আপনার স্মার্টফোনের সাথে ওয়াইফাই এর সাহায্যে এ অ্যাকশন ক্যামেরাকে যুক্ত করে ফোন দিয়েই এর অধিকাংশ কাজ সেরে নিতে পারবেন।

বেশ কিছু আনুষাঙ্গিক জিনিসপত্রের সাথে এই অ্যাকশন ক্যামেরাটি পাবেন একটি সুদৃশ্য ব্যাগের ভেতরে।

একটি অ্যাকশন ক্যামেরা এর সাথে কি কি থাকে

রয়েছে এক্সটার্নাল মাইক্রোফোন সুবিধা এবং একটি এক্সটার্নাল মাইক্রোফোন পাবেন বক্সের ভেতরেই। একটি রিমোট পাবেন যা দিয়ে দূর হতে এটিকে কমান্ড দিতে পারবেন। সেই সাথে পাবেন বেশ কিছু মাউন্টিং ইকুয়েপমেন্ট। যা ব্যবহার করে আপনি অনায়াসে হেলমেট, অথবা ট্রাইপড বা কাধে ঝুলানো ব্যাগের ফিতায় যুক্ত করে নিতে পারবেন। ব্যাটারি চার্জ দেয়া এবং এটির সাথে কম্পিউটারের সংযোগ দিয়ে ফাইল ট্রান্সফারের জন্য পাবেন টাইপ-বি এর একটি কেবল।

অ্যাকশন ক্যামেরা Ausek-AT-S81TR এর সাথে যা থাকে

এই অ্যাকশন ক্যামেরাটিতে রয়েছে বিভিন্ন মোড-এ ভিডিও ধারণ ও ছবি উঠানোর অপশন।

এই অ্যাকশন ক্যামেরাটি দিয়ে উঠানো কিছু স্থির ছবি নমুনা হিসেবে নিম্নে দেয়া হলো। যা Toolbari নামক ওয়েব টুল দিয়ে কম্প্রেস করা হয়েছে। ছবিগুলোর মূল ফাইল দেখতে চাইলে দেখে নিতে পারেন।

অ্যাকশন ক্যামেরা দিয়ে উঠানো ইমেজ কোয়ালিটি

মূল ফাইল দেখতে এখানে ক্লিক করুন।

অ্যাকশন ক্যামেরা Ausek-AT-S81TR-দিয়ে তোলা নমুনা ইমেজ

মূল ফাইল দেখতে এখানে ক্লিক করুন।

আশা করছি এই রিভিউটি আপনার কাজে দেবে। এটি দিয়ে ভিডিও চিত্র ধারণের দৃশ্য দেখতে নিম্নের ভিডিওটি দেখে নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top