বাংলা টাইপ করার জন্য কিভাবে অভ্র কিবোর্ড সেটআপ করতে হয় তা আমরা ইতিপূর্বে জেনেছি। আপনি যদি সেটি না দেখে থাকেন তবে এখানে ক্লিক করে তা দেখে নিতে পারেন।এখানে, সহজেই এবং দ্রুত বাংলা টাইপ করার জন্য অভ্র কিবোর্ড সেটিংস সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করবো।
Table of Contents
বাংলা টাইপ এর জন্য অভ্র কিবোর্ড সেটিংস
বাংলা টাইপ করার জন্য অভ্র কিবোর্ড এর সেটিংস পরিবর্তন করে কাজের উপযোগী করার নিম্নের চিত্রের মত এর সেটিংস আইকনে ক্লিক করুন।

নিম্নোক্ত ইন্টারফেস ওপেন হবে। সেখান থেকে Options এ ক্লিক করুন। নিম্নোক্ত General Settings… নামক ইন্টারফেস আসবে।

এখান হতে বাম দিকের Global Hotkeys এ ক্লিক করুন।

ডান দিকে Keyboard mode switching key: এর পাশে দেখতে পাবেন আগে থেকেই এখানে F12 দেয়া আছে।
এর মানে হলে আপনি অভ্র কিবোর্ড পরিবর্তন তথা বাংলা ও ইংরেজি লেখার সময় এই ফাংশন কি F12 টি চাপ দিলে বোর্ড পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ একবার ফাংশন কি F12 টি চাপ দিলে কিবোর্ডটি ইংরেজি থাকলে বাংলা লেখার জন্য তৈরী হয়ে যাবে অথবা বাংলা থাকলে ইংরেজিতে লেখার জন্য তৈরী হবে।
আপনি চাইলে এই হটকি পরিবর্তন করে নিতে পারেন।
এর পরেই আছে Toggle between Unicode/ANSI output mode:
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনি যদি ইউনিকোডে লিখতে চান তাহলে এখানে আপনাকে কোন পরিবর্তন করতে হবে না। যদি কোন বিজয় ফন্টে লিখতে চান তবে আপনাকে এই অপশনটি পরিবর্তন করে নিতে হবে।
মনে রাখবেন ফাংশন কি F12 বোর্ড চেঞ্জ করার জন্য অর্থাৎ বাংলা বা ইংরেজি।
আবার shift চেপে ধরে ফাংশন কি F12 চাপ দিলে Unicode বা ANSI তে পরিবর্তন হবে।
গুগল ফটোজ কি? কিভাবে Google Photos ব্যবহার করবেন? এ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ইউনিকোড ফন্টে বাংলা লেখা
মনে রাখবেন আপনি যদি কোন কিছু পরিবর্তন না করে শুধু ইউনিকোড ফন্টে বাংলা টাইপ করতে চান তবে আপনাকে শুধু ফাংশন কি F12 চাপ দিতে হবে। এক্ষেত্রে আপনি সুতনী বা বিজয় ফন্টে লিখতে পারবেন না।
বিজয় ফন্ট দিয়ে বাংলা টাইপ করা
আবার যদি সুতনী বা বিজয় ফন্টে বাংলা লিখতে চান তবে আপনাকে কিবোর্ড পরিবর্তন করে নিতে হবে। এ জন্য কিবোর্ড পরিবর্তন করার জন্য প্রথমে ফাংশন কি F12 চাপ দিতে হবে এবং তারপর Shift চেপে ধরে ফাংশন কি F12 চাপ দিতে হবে।
অভ্র কিবোর্ড লেআউট
সেটিংস এর বাম দিকের Fixed Layouts অপশনে ক্লিক করলে নিম্নোক্ত ইন্টারফেস দেখাবে।

সেখান হতে Use Full Old Style Typing রেডিও বাটনে ক্লিক করুন। তারপর Ok বাটনে ক্লিক করুন।
এর পর বাম দিকের Global Output অপশনে ক্লিক করে Show warning in ANSI mode এর টিক মার্ক তুলে দিয়ে Ok বাটনে ক্লিক করুন।

ব্যাস অভ্র সেটআপ হয়ে গেলো। এবার এটি ব্যবহারের পালা।
অভ্র কিবোর্ড লে-আউট সেটিংস
এখন সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংসটি করে নিতে হবে। আপনার কম্পিউটারে অভ্র কিবোর্ডের লেআউট এর ড্রপডাউন বাটনে ক্লিক করলে বিভিন্ন ধরণের লেআউট দেখতে পাবেন। যেমন, Avro Easy, Bornona, Munir_Otima_uni_, National (Jatiya) ইত্যাদি।

আমাদের বাংলা লেখার জন্য দরকার বিজয় এর মত একটি লেআউট। এবার এখানে ক্লিক করে Alif নামক কিবোর্ড লেআউট-টি ডাউনলোড করে নিন।
ফাইলটি ডাউনলোড হয়ে গেলে এর উপর ডাবল ক্লিক করুন।

লেআউটটি ইন্সটল হয়ে যাবে।

Ok বাটনে ক্লিক করুন।
এরপর অভ্র কিবোর্ডটির আই বাটনে ক্লিক করে Exit অপশনে ক্লিক করে এটি বন্ধ করে দিন।

এবার Start মেনু হতে অভ্র কিবোর্ডটি আবার চালু করুন এবং লেআউট এর ড্রপডাউন বাটনে ক্লিক করলে প্রথমেই Alif নামক লেআউট পাবেন এবং সেটিতে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ। এবার ইচ্ছেমত অভ্র দিয়ে বিজয় এর মত লিখুন।
মনে রাখবেন প্রথমে বোর্ড পরিবর্তন শর্টকার্ট F12 করে বাংলা টাইপ করতে শুরু করুন। সব কিছু ঠিক থাকলে আর কিছুই করতে হবে না কিন্তু যদি উল্টোপাল্টা অক্ষর আসে তবে ইউনিকোড-এ “নিকষ“ বা “সিয়াম রুপালী“ বা “কালপুরুষ“ ফন্টে লিখতে shift চেপে ধরে ফাংশন কি F12 চাপ দিতে হবে।
অনুরূপ ভাবে যদি উল্টোপাল্টা অক্ষর আসে তবে ANSI মোডে অর্থাৎ “সুতুনি“ বা “সুতুনিইএমজি“ বা “কর্ণফুলি“ ফন্টে লিখতে shift চেপে ধরে ফাংশন কি F12 চাপ দিতে হবে।
আশাকরি সহজেই বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোন সমস্যা হয় তবে কমেন্টে আমাদের জানাতে পারেন।