মান অভিমান নিয়েই আমাদের জীবন। জীবনে আনন্দ হাসি, দুঃখ বেদনা, সুখ আসে আবার চলেও যায়। এ সকল অনুভূতি মিলেই আমাদের মনে সৃষ্টি হয় অভিমান। তাই তো আমরা এখানে একত্র করেছি কিছু অভিমান নিয়ে উক্তি।
Table of Contents
জানি, সবার কাছে ভালো হতে পারিনি,
তবে এটা বলতে পারি,
কখনও কারও খারাপ চাইনি!
জোর করে কাউকে ধরে রাখতে নেই।
পাখি খাচায় ধরে রাখা গেলেও
মানুষকে হৃদয়ে ধরে রাখা যায় না।
বুঝে গেছি,
এখানে অনুভূতির মূল্য নেই,
শুধু কিছু মুখোশের ব্যবসা চলে! 📌
হোক না
শেষ থেকেই শুরুটার শুরু।
বুঝতে পেরেছি,
আসলেই আমি বিশেষ কেউ নই।
আমার থাকা না থাকায় কিছুই আসে যায় না।
পাশে থাকলেই সবাই আপন হয়ে যায়, এমনটা নয়।
নবাবের পাশেও মীরজাফর ছিলো! 🎍
পিছু ফিরে দেখি,
তুমি নেই! 😢
সুদূর আকাশে নিঃসঙ্গ চিলটার দিকে তাকিয়ে থেকে
ছাড়ি আমি দীর্ঘশ্বাস!

ওভাবে আর দেখবো না তোমায়,
ভাল থেকো!
আমায় চিনতে পারছ না?
এটাই তো চেয়েছিলে! 🌱
আমার অজান্তেই এ দুটি চোখ
শুধু তোমাকেই খোঁজে!
সত্য সকলের নিকট প্রিয় হলেও,
সত্য বলা মানুষটাকে কেউ পছন্দ করে না!
বিদায় বেলাটা কেন যেন
মুহুর্তেই ফুরিয়ে যায়!
অধিকার হারিয়ে ফেলেছি,
তাই তো অসহায় আমি শুধু
চেয়ে থাকি!

বলতে পার?
শেষটা কেন শুরুটার মত হয় না!
বাশিঁটার সেই সূর আর নেই,
তুমি নেই বলে!
আমাদের ছেলেদের ফেসবুক স্ট্যাটাস সমগ্র দেখতে এখানে ক্লিক করুন।
শেষ পর্যন্ত তোমার ফেলে যাওয়া
স্মৃতিগুলোই অবশিষ্ট রইলো!
কারও আশাকে নষ্ট করো না,
হয়তো এই আশাটাই তার জীবনের শেষ সম্বল!
চাইলেও স্মৃতিগুলো কেড়ে নিতে পারবে না,
চেষ্টা করে দেখতে পার!
আকাশের চাঁদটার দিকে যতবার তাকিয়েছি
ততবার তোমায় মনে পরেনি!
যত দূরেই যাও,
আমাকে ভুলতে পারবে না!
হারাতে চাইনি আমি,
ছুড়ে ফেলেছো তুমি! ☘️
দুঃখ, সে তো নিজেই নিজের খেয়াল রাখতে পারে।
কিন্তু আনন্দ, সেটা তোমায় ছাড়া অসম্ভব।

অভিশাপ দিলাম
যতবার আয়নার সামনে দাড়াবে,
ততবার আমাকেই দেখতে পাবে।
সুন্দর স্বপ্ন আফসোসেরও কারণ।
বাস্তবতা যতই মধুর হোক না কেন,
স্বপ্নের মত হয় না।
আমি বুঝে গিয়েছিলাম,
যতটা দ্রুত আমরা এক হয়েছি,
ঠিক ততটা দ্রুতই আমরা হারিয়ে গেলাম।
সময়ে সাথে হারিয়ে যাওয়া
প্রিয় মুখ, ভালো থেকো তুমি!
ভালবাসার চাইতে ঘৃনা
নাকি
ঘৃনার চাইতে ভালবাসা
বেশীদিন ভালবাসতে পারে না বলেই
ভালবাসার জন্য মানুষের এত হাহাকার।
তোমার সৌন্দর্য
সেভাবে বর্ণনা করতে পারিনি বলেই
তার কাছে চলে গেলে, তাইতো!
বাছাই করা অভিমান নিয়ে উক্তি
খুব কাছাকাছি হঠাৎ করেই দূরত্বের সৃষ্টি করে।
তাই প্রিয়জন থেকে কিছুটা দূরে থাকাই ভালো।
অভিমান হৃদয়ের অতি গোপনে, যত্নে থাকে।
তুমি কখনই তা ছুতে পারবে না।
তোমার কাছে সময়ের মূল্য না থাকলেও
তোমার আমার এক সাথের সময়গুলো আমার কাছে
অত্যন্ত মূল্যবান।
জোর করে অনেক কিছুই হয়,
তারপরও জোর করে কিছু কিছু হয় না।
তাই না!
তোমার বলার মত কথাগুলি
আমার বলা এখনও শেষ হয়নি।
আর দই খাব না,
মুখ পুড়ে গেছে!
চল,
শুরু থেকে আবার না হয়
শুরু করি!
তোমার সুখ ফুরিয়ে গেলে,
দুঃখ পাবার আগেই
আমাকে তোমার কাছে পাবে।
এ ঘুড়ি,
একটিবার উড় না,
দেখ আর সবার ঘুড়ি আকাশে উড়ছে!
আমি নতুন ইতিহাস গড়ব,
ফিরে তাকালেই আমাকে পাবি।
দেখলে তো,
আমিও অভিনয় করতে পারি।
আমি বললাম,
আবার আমাদের কি দেখা হবে?
কিছু না বলে
সে ফিরে চলে গেল।
অভিমান নিয়ে স্ট্যাটাস
আমিও দেখতে চাই
কতটা আঘাত করার পর তুমি
ক্লান্ত হয়ে পর!
যোজন যোজন দূরে গেলেও,
আমাকে পাশেই পাবে!
অন্ধকার আর আলোর ঠিক মাঝখানে,
আসলে তুমি কি আলোতে নাকি অন্ধকারে!
আমার যা যা তোমার ভালো লেগেছিল,
সেগুলোতে কি এখন ধুলো জমেছে!
আমার যে কথা শুনতে ব্যকুল ছিলে,
সেই ব্যকুলতা কি অন্য কেউ পূরণ করতে পেরেছে!
আমার আর তার স্ট্যাটাসে নাকি বিস্তর ফারাক,
বন্ধুকে দিয়ে খবরটা পাঠিয়েছে সে!
“বুঝবে যেদিন আমি থাকব না”
হ্যা, আমি বুঝেছি!
ভালই লাগছে দুজনকে।
একজন আমার বন্ধু, আর সে আমার প্রাক্তন,
তোমাদের বিবাহে আমার শুভেচ্ছা।
পানির ছলাত ছলাত শব্দের সাথে দমকা হাওয়া।
দুজনের অমিলিত হৃদয় নিয়ে নৌকায় বসে ঈদের বিকেল কাটানো।
কারও মুখে কোন কথা নেই।
দিনের সুর্যটা অস্ত যাবার সাথে সাথে দীর্ঘশ্বাস ছেড়ে
তাদের নিজ নিজ সংসারে ফেরা।
তোমার আমার অসংখ্য সুখময় স্মৃতি
শুধু একটাই দুঃখ স্মৃতি,
পরিনতি চোখের নিচে কাল দাগ!
আমার মাঝে তুমি যা খুঁজছ.
অনেক আগেই তা হারিয়ে ফেলেছি!
পৃথিবীতে এত এত সুন্দর সুন্দর মুখ!
কিন্তু এর মাঝে কোনটা মুখ আর কোনটা মুখোশ,
চেনা কঠিন!
প্রতিটা কষ্টই মানুষকে
একটা একটা করে শিক্ষা দেয়।
আর প্রতিটি শিক্ষাই একটু একটু করে
মানুষকে বদলে দেয়!
কাকে আর বিশ্বাস করি,
মানুষ চোখ মুছতে মুছতেও
মিথ্যে বলে!
স্বপ্ন কখনই মানুষের সাথে
বেঈমানি করে না।
বেঈমানি করে,
স্বপ্ন দেখানো মানুষগুলো!
পরিস্থিতি যখন নাচায়,
আপনজনরা তখন ঢোল বাজায়।
কেমন করে যেন বুঝে ফেলেছি,
তোমায় পাইনি বলে,
অনেকেই মনে মনে খুশি।