অনলাইনে থানায় জিডি সাধারণ ডায়েরি করার নিয়ম

অনলাইনে মোবাইল দিয়ে জিডি করুন ঘরে বসেই

বর্তমানে আপনি সহজেই অনলাইনে মোবাইল দিয়ে জিডি করতে পারেন আপনার ঘরে বসে এবং হাতে থাকা স্মার্টফোন দিয়েই। কিভাবে অনলাইনে জিডি করবেন এবং এ সংক্রান্ত বিস্তারিত থাকছে আজকের এই পোষ্টে।

অনলাইনে জিডি করতে অ্যাপে রেজিস্ট্রেশন করা

অনলাইনে মোবাইল দিয়ে জিডি করতে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর হতে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে আপনার কিছু প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। এ জন্য ফোনে থাকা গুগল প্লে স্টোরে প্রবেশ করুন এবং সার্চ করুন “Online GD”। অথবা আপনি এখানে ক্লিক করে সরাসরি সেখানে যেতে পারেন।

অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিন। ইনস্টল করা হয়ে গেলে তা চালু করুন। নিম্নের চিত্রের মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন।

কিভাবে অনলাইনে জিডি করবেন

সেখানে থাকা “নিবন্ধন” অপশন নির্বাচন করলে আপনাকে আবারও গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। সেখানে নিম্নের চিত্রের মতো ইন্টারফেস দেখতে পাবেন। অর্থাৎ আপনাকে আরও একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে।

অনলাইন জিডি অ্যাপ্লিকেশন ইনস্টল করা

অ্যাপ্লিকেশনটি সফলভাবে ইনস্টল করার পর আপনাকে আবারও নিম্নের চিত্রের মতো একটি ইন্টারফেস দেখানো হবে।

অনলাইনে জিডি করার প্রথম ধাপ

সেখানে আবারও “নিবন্ধন” অপশন নির্বাচন করুন। এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো একটি ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে।

online gd কিভাবে করবেন

এখানে আপনার জাতীয় পরিচয়পত্র যাচাই করা হবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও নিচের ঘরে আপনার জন্ম তারিখটি বসিয়ে “পরিচয়পত্র যাচাই” অপশন নির্বাচন করুন।

এবারে আপনার ফেস ভেরিফিকেশন/ছবি যাচাই করার জন্য ফোনের ক্যামেরা অ্যাপ ব্যবহারের অনুমতি চাইবে। সেটি দিয়ে নিয়ে ফোনের সামন ক্যামেরা দিয়ে আপনার ফেস ভেরিফিকেশন/মুখের ছবি উঠিয়ে নিন। এরপর আপনাকে নিম্নের চিত্রের মতো একটি ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে।

অনলাইনে জিডি করার পদ্ধতি

সেখানে আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি ও পাশাপাশি আপনার সদ্য তোলা ছবি দেখতে পাবেন। নিচের দিকে আপনার মোবাইল নম্বর দিয়ে নিন। তারপর “পাসওয়ার্ড” বক্সে আপনার কাঙ্খিত পাসওয়ার্ড দিয়ে নিন মনে রাখবেন পাসওয়ার্ড কমপক্ষে ৮ সংখ্যার এবং এতে অবশ্যই একটি বিশেষ সিম্বল থাকতে হবে (যেমন !@#$%^&* ইত্যাদি)। নিচের দিকে আবারও একই পাসওয়ার্ড দিয়ে নিন। এবারে নিচে থাকা অপশনটি নির্বাচন করুন।

সব কিছু ঠিক থাকলে আপনাকে একটি প্রি-রেজিস্ট্রেশন সফল হয়েছে মর্মে বার্তা দেখানো হবে এবং আপনার ব্যবহৃত মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিলে পুনরায় লগইন করতে বলা হবে।

আপনি সফলভাবে অনলাইন জিডি এর রেজিস্ট্রেশন করতে পেরেছেন।

অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করার নিয়ম

কিভাবে অনলাইনে মোবাইল দিয়ে জিডি করবেন?

এ পর্যায়ে প্রথমে ইনস্টল করা অ্যাপটি ওপেন করে সেখানে থাকা “প্রবেশ করুন” অপশন নির্বাচন করুন। আপনাকে নিম্নের চিত্রের মতো ইন্টারফেস প্রদর্শন করা হবে। সেখানে আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন।

অনলাইন জিডি ফরম

আপনার ঠিকানা সংক্রান্ত তথ্যাদি প্রদর্শিত হবে। সবকিছু ঠিক থাকলে সেখানে নিচের দিকে থাকা “পরবর্তী” অপশন নির্বাচন করুন।

এরপর জাতীয় পরিচয়পত্র তথ্য এবং ব্যবহারকারীর বিবরণ দেখানো হবে। আবারও সেখানে নিচের দিকে থাকা “পরবর্তী” অপশন নির্বাচন করুন।

স্বাক্ষর প্রদান

এ পর্যায়ে নিম্নের চিত্রের মতো আপনাকে স্বাক্ষর দেবার জন্য অপশন প্রদান করা হবে। সেখানে থাকা “এখানে ক্লিক করুন” অপশনের উপর ক্লিক করে মোবাইলের স্ক্রিনে আপনি হাতের আঙ্গুলের সাহায্যে আপনার স্বাক্ষরটি দিয়ে নিন। স্বাক্ষর দেয়া হয়ে গেলে নিচের দিকে থাকা সংরক্ষণ অপশন নির্বাচন করুন। একটি মেসেজ দেখতে পাবেন। আবারও নিচের দিকে থাকা “পরবর্তী” অপশন নির্বাচন করুন।

সাধারণ ডায়েরি করার নিয়ম

এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো মোবাইল নম্বর এবং এর অপারেটর ও ইমেইল প্রদানের অপশন দেখতে পাবেন। আপনি সেগুলো দিয়ে নিয়ে নিচের দিকে থাকা “সাবমিট করুন” অপশন নির্বাচন করুন।

অনলাইনে থানায় জিডি করার নিয়ম

ওটিপি ভেরিফিকেশন

আপনার ফোনে একটি ওটিপি পাঠানো হবে। সেটি বসিয়ে ভেরিফাই করে নিন। আবারও আপনাকে লগইন ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে। সেখানে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড বসিয়ে লগইন করুন। এবারে আপনাকে অনলাইন জিডি ড্যাশবোর্ড এ আপনাকে নিয়ে যাওয়া হবে।

বাংলাদেশ পুলিশ অনলাইন জিডি

সেখানে নিচের দিকে থাকা “হারানো” অপশনটি নির্বাচন করুন। এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি কোন বিষয়ে জিডি করতে চান তা নির্বাচন করুন।

online gd bd

এখানে থাকা ক্যাটাগরির ভিতরে আপনি আরও সাব ক্যাটাগরি দেখতে পাবেন। আপনার জিডি করার বিষয়বস্তুর উপর ভিত্তি করে ক্যাটাগরি নির্বাচন করে সেখানে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে নিয়ে নিচের দিকে থাকা “সাবমিট” অপশন নির্বাচন করলে আপনার প্রদানকৃত তথ্যের ভিত্তিতে আপনার আবেদনটি প্রদর্শন করা হবে।

ফাইনাল সাবমিট

সেখানে সব কিছু ঠিক থাকলে উপরের ডান দিকে দেখতে পাবেন “Final Submit” অপশন রয়েছে সেটি নির্বাচন করুন। অথবা এই অপশনের পাশে “Edit” অপশন নির্বাচন করে আবেদন তথ্য সংশোধন করে নিতে পারবেন।

আবেদন সাবমিট করার পর আপনাকে নিম্নের চিত্রের মতো ওটিপি ভেরিফিকেশন এর বার্তা দেখাবে। আপনার ফোন নম্বরে প্রাপ্ত ওটিপি বসিয়ে নিয়ে “Verify OTP” অপশন নির্বাচন করুন।

online gd application

একটি মেসেজ দেখানো হবে। সেখানে ওকে অপশন নির্বাচন করুন। এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো একটি বার্তা দেখানো হবে। সেখানে আপনি তথ্য প্রণয়ন সম্পন্ন হয়েছে লেখাটির নিচে একটি কোড দেখতে পাবেন। তা ভালভাবে সংরক্ষণ করুন।

আবেদন প্রিন্ট

নিচের দিকে দেখতে পাবেন “আবেদন প্রিন্ট” নামক অপশন রয়েছে। সেটি নির্বাচন করে আপনার আবেদনটি প্রিন্ট করে নিন।

অনলাইনে মোবাইল দিয়ে জিডি করার আবেদন প্রিন্ট করা

এবারে প্রিন্ট করা কপিটি নিয়ে আপনার সংশ্লিষ্ট থানায় যোগযোগ করলে সেখানে কর্তব্যরত ডিউটি অফিসার আবেদনটি অ্যাপ্রুভ করে দেবেন এবং আপনার আবেদনের কপিতে সহি স্বাক্ষর ও সীল দিয়ে দেবেন।

এবারে উক্ত আবেদনের কপি দিয়ে আপনি আপনার কাঙ্খিত কাজ সেরে নিতে পারবেন অনায়াসে।

আশা করছি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। কোন অংশ বুঝতে সমস্যা হয়ে থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top