কেন ম্যাক অ্যাড্রেস ও আইপি অ্যাড্রেস জানা প্রয়োজন

কম্পিউটার বা স্মার্টফোনের ম্যাক অ্যাড্রেস জানার উপায়

বিভিন্ন কারণে আমাদের ব্যবহৃত কম্পিউটার বা স্মার্টফোনের ম্যাক অ্যাড্রেস জানার প্রয়োজন হয়ে থাকে। এ পর্বে আমরা জানতে চেষ্টা করবো কিভাবে সহজেই যে কোনও কম্পিউটার বা স্মার্টফোনের ম্যাক অ্যাড্রেস বের করবেন।

Windows 10 এর ম্যাক অ্যাড্রেস

Windows 10 অপারেটিং সিস্টেম এর ম্যাক অ্যাড্রেস খুঁজে পাওয়ার দুটি উপায় রয়েছে। প্রথমটি CMD এর মাধ্যমে এবং অপরটি হচ্ছে নেটওয়ার্ক সেটিংস হতে।

CMD এর পূর্ণরূপ হচ্ছে Command (বা Command Prompt). CMD হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য কমান্ড লাইন ইন্টারপ্রেটার। উইন্ডোজে আপনি গ্রাফিকাল ইন্টারফেস ব্যাবহার করে যেসব Default কাজ করতে পারবেন আপনি চাইলে কিছু কিছু কাজও CMD তথা কমান্ড লাইন ব্যবহার করেও করতে পারবেন।

CMD ব্যবহার করে MAC Address জানার উপায়-

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর স্টার্ট মেনু এর ডান দিকে সার্চ আইকনে ক্লিক করে টাইপ করুন “cmd” এবং প্রদর্শিত সার্চ রেজাল্ট এর চিহ্নিত Run as administrator অপশন নির্বাচন করুন।

রান কমান্ড এর মাধ্যমে ম্যাক অ্যাড্রেস জানার উপায়

নিচে দেখানো নমুনা মতো কমান্ড প্রম্পট উইন্ডো চালু হবে। সেখানে কিবোর্ড হতে টাইপ করুন ipconfig/all এবং কিবোর্ড হতে এন্টার কি প্রেস করুন।

ম্যাক অ্যাড্রেস জানার জন্য কমান্ড এর ব্যবহার

নিচে দেখানো চিত্রের মতো আপনার কম্পিউটারের কিছু প্রয়োজনীয় তথ্যাদি প্রদর্শিত হবে।

ম্যাক অ্যাড্রেস জানার সহজ উপায়

সেখানে Physical Address এর সোজাসুজি যে সংখ্যাগুলো দেখছেন সেটিই হচ্ছে আপনার কম্পিউটারের MAC Address।

নেটওয়ার্ক সেটিংস হতে MAC Address জানার উপায়-

নেটওয়ার্ক সেটিংস হতে আপনার কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস জানার জন্য নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করুন-

স্টার্ট মেনু এর ডান দিকে নেটওয়ার্ক আইকনের উপর মাউসের সাহায্যে লেফট বাটনে ক্লিক করুন। সেখানে থাকা Network & Internet settings অপশনে ক্লিক করুন।

নেটওয়ার্ক সেটিংস হতে ম্যাক অ্যাড্রেস জানার উপায়

নিচে দেখানো নমুনা মতো সেখানে থাকা Advanced network settings এর নিচের দিকে “Change adapter options” এ ক্লিক করুন।

কম্পিউটার হতে ম্যাক অ্যাড্রেস বের করার উপায়

এরপর নিম্নের চিত্রের মতো আপনার নেটওয়ার্ক আইকনটির উপরে মাউসের সাহায্যে রাইট বাটনে ক্লিক করে সেখান থেকে “Status” অপশনে ক্লিক করুন।

কম্পিউটারের LAN সংযোগ হতে সহজেই ম্যাক অ্যাড্রেস জানার উপায়

নিম্নে দেখানো চিত্রের মতো “Ethernet Status” নামক একটি পপআপ ডায়লগ বক্স ওপেন হবে। সেখানে চিহ্নিত “Details” বাটনে ক্লিক করুন।

ল্যান ডিটেইলস হতে ম্যাক এড্রেস বের করার নিয়ম

এবারে “Network Connection Details” ডায়লগ বক্স হতে সহজেই আপনি “Physical Address” এর থেকে MAC Address সহজেই দেখে নিতে পারবেন।

ল্যান নেটওয়ার্ক ডিটেইলস হতে কিভাবে ম্যাক অ্যাড্রেস জানতে পারবেন

স্মার্টফোন/অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে MAC Address বের করবেন?

একটি Android ডিভাইসের MAC Address জানার জন্য নিম্নের ধাপগুলি অনুসরণ করতে পারেন। যদিও একেকটি ডিভাইসে একেক ধরণের ইন্টারফেস থাকে, তারপরও ম্যাক অ্যাড্রেস বের করার প্রক্রিয়াটি অনেকটা একই রকমের।

  • ডিভাইসের উপরের দিকে নোটিফিকেশন বার হতে WiFi আইকনের উপরে একটু সময় নিয়ে চেপে ধরুন। নিম্নের চিত্রের মতো দেখতে পাবেন
ফোনের ম্যাক অ্যাড্রেস বের করা
  • সেখানে থাকা “Wi-Fi preferences” অপশনে টাচ করুন। এবারে নিম্নের চিত্রের মতো বিভিন্ন তথ্য হতে আপনার কাঙ্খিত ম্যাক অ্যাড্রেস সহজেই দেখে নিতে পারেন।
মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস কিভাবে বের করবেন

তবে কিছু কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসের গোপনীয়তা বিশেষভাবে রক্ষার্থে এতে আসল MAC Address প্রদর্শনের পরিবর্তে ডিভাইসটিতে একটি এলোমেলো MAC Address দেখিয়ে থাকে।

পরিশেষে, ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে ম্যাক অ্যাড্রেস হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ উপাদান যা ক্ষেত্র বিশেষে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। তাই এটি আপনার জেনে রাখা উচিত।

FAQ:

  1. একটি MAC অ্যাড্রেস দেখতে কেমন?
    একটি MAC অ্যাড্রেস সাধারণত ১২টি হেক্সাডেসিমেল অক্ষর নিয়ে গঠিত এবং সাধারণত কোলন ( : ) বা ( – ) দ্বারা পৃথক করা ছয় জোড়া অক্ষরের হয়ে থাকে। (যেমন, 00:1A:2B:3C:4D:5E) বা হাইফেন (যেমন, 00-1A-2B-3C-4D-5E) ।
  2. MAC অ্যাড্রেস কিসের জন্য ব্যবহৃত হয়?
    MAC অ্যাড্রেস একই নেটওয়ার্কের মধ্যে যুক্ত ডিভাইসগুলির মধ্যে যোগাযোগ তথা পরিচিতির জন্য ব্যবহৃত হয়। তথ্য আদান-প্রদান যাতে নির্ধারিত ডিভাইসেই পৌঁছানো হয় তা নিশ্চিত করতে ইথারনেট এবং ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য ম্যাক অ্যাড্রেস বিশেষ প্রয়োজনীয়।
  3. কিভাবে একটি MAC অ্যাড্রেস নির্ধারণ করা হয়?
    MAC অ্যাড্রেসসমূহ NIC-এর প্রস্তুতকারকের দ্বারা নির্ধারিত হয় এবং এগুলো পুরো পৃথিবীজুড়ে একটি মাত্র হয়ে থাকে। ম্যাক অ্যাড্রেস এর প্রথম অর্ধেক নির্মাতাকে চিহ্নিত করে এবং দ্বিতীয় অংশটি একটি ইউনিকট শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে।
  4. দুটি ডিভাইসের কি একই MAC অ্যাড্রেস হতে পারে?
    সাধারণত MAC অ্যাড্রেস পুরো বিশ্বব্যাপী একটি ইউনিক সংখ্যা। কিন্তু কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান MAC অ্যাড্রেস নকল করে বিশেষ শ্রেণীর কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করতে পারে।
  5. কেন কেউ তার MAC অ্যাড্রেস লুকিয়ে রাখতে চাইবেন?
    একটি MAC অ্যাড্রেস লুকিয়ে রাখতে বা এটি পরিবর্তন করা হয় মূলত গোপনীয়তা নিরাপত্তা উন্নত করার জন্য। কারণ এটি কোন ডিভাইসের ইউনিক MAC অ্যাড্রেস এর উপর ভিত্তি করে ডিভাইসকে ট্র্যাকিং প্রতিরোধ করার জন্য করা হয়ে থাকে।
  6. আমার MAC অ্যাড্রেস ব্লক হলে কি হবে?
    আপনার MAC অ্যাড্রেস কোনো নেটওয়ার্কে ব্লক করা থাকলে আপনি উক্ত নেটওয়্যার আর অ্যাক্সেস করতে পারবেন না। এটি উক্ত নেটওয়ার্কের নিরাপত্তার জন্য করা হয়ে থাকে।
  7. একটি র‍্যান্ডম MAC অ্যাড্রেস কি?
    অনেক আধুনিক ডিভাইস নেটওয়ার্কের সাথে সংযোগ করার সময় MAC অ্যাড্রেসকে র‍্যান্ডম বা এলোমেলো করার সুবিধা দিয়ে থাকে। এটি ডিভাইসের আসল MAC অ্যাড্রেস এর উপর ভিত্তি করে ট্র্যাকিং প্রতিরোধ করে এর ডিভাইস ব্যবহারকারীর গোপনীয়তা বাড়াতে সহায়তা করে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top