মোবাইলে লাইভ টিভি দেখার সেরা অ্যাপ

মোবাইলে লাইভ টিভি দেখার সেরা কয়েকটি অ্যাপ

মোবাইলে লাইভ টিভি এখন খুবই সহজ একটি বিষয়। বর্তমানের এ যুগে প্রায় সকলের হাতে হাতেই স্মার্টফোন। আর স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে আমরা আজকাল যেখানে-সেখানে, যখন-তখন যা ইচ্ছে তাই দেখে নিতে পারি। এমনকি আপনার মোবাইলে লাইভ টিভিও দেখে নিতে পারেন ফ্রিতে, শুধু ইন্টারনেট ব্যবহার করে। আমরা আজ শিখবো কিভাবে বিনামূল্যে মোবাইলে লাইভ টিভি দেখতে পারি।

লাইভ টিভি কি?

লাইভ টিভি হচ্ছে সরাসরি সম্প্রচারকৃত কোন টেলিভিশন চ্যানেল এর সম্প্রচার অন্য কোন ডিভাইসে উপভোগ করা। অর্থাৎ আপনার ঘরে থাকা বা অন্য কোন টেলিভিশনে একই সময়ে সম্প্রচারকৃত কোন চ্যানেল এর কোন অনুষ্ঠান ভিন্ন কোন মাধ্যমে তা উপভোগ করা। যেমন- কোন টেলিভিশনের কোন চ্যানেলে সম্প্রচারকৃত সংবাদ একই সময়ে আপনার হাতে থাকা স্মার্টফোন হতে উক্ত চ্যানেল এর একই সংবাদ উপভোগ করা।

মোবাইলে লাইভ টিভি দেখার জন্য কি কি প্রয়োজন?

স্মার্টফোন বা মোবাইলে লাইভ টিভি দেখার জন্য আপনার স্মার্টফোনে শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকলেই হবে। আর এতে লাইভ টিভি দেখার জন্য একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে।

মোবাইলে লাইভ টিভি দেখার জন্য নিম্নে কয়েকটি অ্যাপ এর বিবরণ দেয়া হলো-

Toffee

মোবাইলে লাইভ টিভি দেখুন সহজেই

 মোবাইলে লাইভ টিভি দেখার অ্যাপ তালিকার প্রথমেই থাকছে Toffee। বেশ জনপ্রিয় একটি লাইভ টিভি দেখার অ্যাপ এটি। এখানে রয়েছে ১৫০টিরও বেশী লাইভ টিভি দেখার সুবিধা। রয়েছে লাইভ খেলা দেখার চ্যানেলও। রয়েছে ওয়েব সিরিজ, নাটক, মুভি, খাবার, শিক্ষামূলক, মিউজিক ভিডিও, গেমিং, ভ্লগ ইত্যাদির জন্য আলাদা আলাদা জোনসহ বাচ্চাদের জন্যও আলাদা ক্যাটাগরি। সাম্প্রতিক জনপ্রিয় নাটিকগুলি সহজেই দেখতে পাবেন এখানে। রয়েছে Trending Channels ক্যাটাগরিও।

Bioscope

বায়োস্কোপ মোবাইলে লাইভ টিভি দেখার বেস্ট অ্যাপ

 মোবাইলে লাইভ টিভি দেখার একটি জনপ্রিয় অ্যাপ হচ্ছে Bioscope। এটিতে জনপ্রিয় লাইভ টিভি চ্যানেল ছাড়াও রয়েছে জনপ্রিয় কিছু কন্টেন্ট, রয়েছে, বাংলা ডাবিং কিছু হলিউড মুভি ক্লিপস। আরও রয়েছে ভাইরাল সব শর্টস ভিডিও, বাংলা ডাবিংকৃত তামিল অ্যাকশন মুভি।

নতুন স্মার্টফোন কেনার সময় যে বিষয়গুলো দেখা উচিত বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

রয়েছে বাচ্চাদের জন্য আলাদা বিভাগ। স্পোর্টস লাইফ নামক আলাদা ক্যাটাগরি। রয়েছে বেশ কিছু সিরিজ, বাংলাদেশী ও কোলকাতার বাংলা কিছু মুভি। আরও অনেক কিছু। খুব সহজেই অ্যাপটি ডাউলোড করে ব্যবহার করতে পারেন।

এই অ্যাপটির সব থেকে বড় সুবিধা হলো এতে রয়েছে ডাটা সেভিংস অপশন। অর্থাৎ ভিডিও কোয়ালিটি কিছুটা কমিয়ে আপনার ডাটা সাশ্রয় করার সুবিধা।

Bongo

বঙ্গ মোবাইলে ফ্রি টিভি দেখার ও বিনোদনের সেরা অ্যাপ

 মোবাইলে লাইভ টিভি দেখার আরও একটি অ্যাপ হচ্ছে Bongo। এটি দিয়ে আপনি অনেকগুলো লাইভ টিভি দেখার পাশাপাশি পাবেন বাংলাদেশী বেশ কিছু সুপারহিট মুভি। সেই সাথে পাবেন বাংলায় ডাবিংকৃত সেরা সব তামিল অ্যাকশন মুভি। রয়েছে অসংখ্য ওয়েব সিরিজ। হলিউডের কিছু জনপ্রিয় মুভিও পাবেন এখানে। যা সম্পূর্ণ বাংলায় ডাবিংকৃত।

তুর্কি কিছু বাংলায় ডাবিংকৃত সিরিজ পাবেন এখানে। কলকাতার কিছু সুপারিহিট মুভিও দেখে নিতে পারেন এই অ্যাপ হতে। পুরনো দিনের বাংলা ছায়াছবিও রয়েছে এখানে। যেমন- বেদের মেয়ে জোসনা, চাদনী রাতে, মোল্লা বাড়ির বউ, মাস্তান রাজা, সত্যের মৃত্যু নেই, মায়ের অধিকার এর মত জনপ্রিয় সিনেমাগুলি।

সব কিছু মিলিয়ে বেশ ভালো রকমের বিনোদন রয়েছে এই অ্যাপটিতে।

Jagobd

জাগোবিডি দিয়ে মোবাইলে লাইভ টিভি দেখুন

 আমাদের মোবাইলে লাইভ টিভি দেখার অ্যাপ তালিকার আর একটি হচ্ছে Jagobd। এটি দিয়েও আপনি অনায়াসে সহজেই আপনার স্মার্টফোনে লাইভ টিভি দেখতে পারবেন। এখানেও রয়েছে অসংখ্য টিভি চ্যানেল। অ্যাপটির ইন্টারফেস খুবই সাধারণ। অ্যাপ ওপেন করলেই সকল টিভি চ্যানেল এর আইকনসহ তালিকা দেখতে পাবেন। আপনার পছন্দের চ্যানেলটিতে ট্যাপ করে সহজেই লাইভ টিভি দেখে নিতে পারেন অনায়াসে।

কিভাবে ইনস্টল করবেন

এ সকল অ্যাপসহ যেকোন অ্যাপ আপনি সহজেই আপনার মোবাইল ফোনে ইনস্টল করতে পারেন। অ্যাপ ইনস্টল করার জন্য আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ দিয়ে নিন। এরপর ফোনে থাকা গুগল প্লে স্টোর (নিম্নের চিত্রের মতো অ্যাপ) ওপেন করে নিন।

 এবারে নিম্নে দেখানো চিত্রের মতো সার্চ বারে আপনার কাঙ্খিত অ্যাপ এর নাম লিখে নিন। যেমন- toffee, এরপর কিবোর্ড হতে সার্চ অপশনে টাচ করুন।

কিভাবে মোবাইলে লাইভ টিভি দেখার অ্যাপ ইনস্টল করবেন

 নিম্নের চিত্রের মতো আপনার কাঙ্খিত অ্যাপটি দেখতে পাবেন। সেখানে থাকা Install বাটনে টাচ করুন।

কিভাবে মোবাইলে লাইভ টিভি দেখার অ্যাপ ডাউনলোড করবেন

 কিছুক্ষণের মধ্যেই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে।

আশা করছি আপনি আপনার মোবাইল ফোনে লাইভ টিভি দেখার অ্যাপ সফলভাবে ইনস্টল করতে পেরেছেন। এখন থেকে আপনি সহজেই যখন-তখন আপনার পছন্দের যেকোন টিভি চ্যানেল আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে উপভোগ করতে পারবেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top