ফেসবুক প্রোফাইল লিংক বা পেজ লিংক কিভাবে বের করবেন

ফেসবুক প্রোফাইল লিংক বা পেজ লিংক কিভাবে বের করবেন

প্রায় সময় আমাদের ফেসবুক প্রোফাইল লিংক অথবা ফেসবুক পেজ এর লিংক অপর কাউকে দেবার প্রয়োজন হয়ে থাকে। যাতে সহজেই ফেসবুকে আপনাকে তথা আপনার প্রোফাইল বা আপনার পেজটি খুঁজে পেতে পারে। কিন্তু আমাদের প্রোফাইল বা পেজ এর লিংকটি অটোমেটিক নির্ধারণ করা হয়ে থাকে বিধায় তা অনেক বড় আকারের হয়ে থাকে। এই লিংকটি কাউকে মুখে উচ্চারণ করে দেয়াটা অনেক ঝামেলাযুক্ত। তা ছাড়াও এই লিংকটি সহজেই উচ্চারণ করাও যায় না। তাই আমরা এখানে শিখতে চেষ্টা করবো কিভাবে আপনার ফেসবুক আইডি (Facebook ID) এর লিংক বা ফেসবুক প্রোফাইল বা পেজ এর লিংক কিভাবে বের করবেন।

ফেসবুক প্রোফাইল লিংক কি?

প্রত্যেক ফেসবুক ব্যবহারকারীর জন্য একটি করে নিজস্ব লিংক বা URL রয়েছে। যেমন- “https://www.facebook.com/techbaris“ । এটাই হচ্ছে প্রোফাইল লিংক। আপনি যদি কোন ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে লগইন করেন তবে এর অ্যাড্রেস বারে আপনি সহজেই প্রোফাইল বা পেজ লিংকটি দেখতে পাবেন। ফেসবুকের অসংখ্য ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করণের জন্য এ সকল লিংকগুলি প্রতিটি কিন্তু ইউনিক। অর্থাৎ একটির সাথে অপরটি কখনই মিলবে না। এটিই আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ লিংক।

কিভাবে কম্পিউটারে ফেসবুক প্রোফাইল বা পেজ এর লিংক বের করবেন?

কিভাবে কম্পিউটারে সহজেই ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ এর লিংক বের করবেন নিম্নে তা স্বচিত্র দেখানো হলো।

ফেসবুক প্রোফাইল লিংক বা ফেসবুক আইডি

কম্পিউটারে ফেসবুক প্রোফাইল লিংক কপি করা তথা অথবা দেখে নেয়ার জন্য নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।

কম্পিউটারে থাকা যে কোন ব্রাউজারে আপনি প্রথমে লগইন করে নিন। এরপর নিম্নের চিত্রের মতো বাম দিক হতে আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন।

কম্পিউটারে কিভাবে ফেসবুক প্রোফাইল লিংক বের করবেন

এবারে নিম্নের চিত্রের মতো ব্রাউজারের অ্যাড্রেসবারে যে URL রয়েছে সেটিই হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল লিংক।

কম্পিউটারে ফেসবুক প্রোফাইল লিংক

কম্পিউটারে ফেসবুক পেজ লিংক বের করবেন?

ব্রাউজারে ফেসবুক লগইন করে নিয়ে ডান দিক হতে আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো See all profiles নামক অপশনে ক্লিক করুন।

কম্পিউটারে কিভাবে ফেসবুক পেজ এর লিংক বের করবেন

আপনার প্রোফাইল এর আওতায় যতগুলো ফেসবুক পেজ রয়েছে তার তালিকা দেখতে পাবেন। সেখান থেকে যে পেজটির লিংক বের করতে চান সেটি নির্বাচন করুন।

ফেসবুক পেজ সিলেক্ট করা

আপনাকে একটি নতুন ট্যাব এ নিয়ে যাওয়া হবে। সেখানে বাম দিকে পেজ এর পিকচারের উপর ক্লিক করুন। আপনাকে আরও একটি ট্যাব এ নিয়ে যাওয়া হবে। সেখানে ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনার পেজ এর লিংক পেয়ে যাবেন।

ফেসবুক পেজ এর লিংক

স্মার্টফোনে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ এর লিংক বের করার নিয়ম

স্মার্টফোন ব্যবহার করে কিভাবে সহজেই আপনার ফেসবুক আইডি বা প্রোফাইল লিংক বের করবেন তা স্বচিত্র নিম্নে দেখানো হলো

স্মার্টফোনে ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইল লিংক বেরা করা

মোবাইল হতে ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইল লিংক বের করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপ এ প্রবেশ করুন। সেখানে বাম দিকে আপনার প্রোফাইল পিকচারে টাচ করুন।

মোবাইল দিয়ে ফেসবুক আইডি বের করা

এবারে নিচের চিত্রের মতো ডানদিকের থ্রি ডট মেনুতে টাচ করুন

ফোন হতে ফেসবুক প্রোফাইল লিংক বের করা

এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো অপশনসমূহ প্রদর্শন করা হবে। সেখানে নিচের দিকে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লিংকটি দেখতে পাবেন।

সহজেই মোবাইলে ফেসবুক প্রোফাইল লিংক

এখানে থাকা Copy link বাটনে টাচ করলে লিংকটি কপি হয়ে যাবে এবং তা আপনি আপনার কাঙ্খিত ব্যক্তিকে সহজেই শেয়ার করতে পারবেন।

স্মার্টফোনে ফেসবুক পেজ লিংক বের করা

মোবাইলে আপনার ফেসবুক প্রোফাইল এর অধীনে থাকা কোন পেজ এর লিংক বের করার জন্য প্রথমে আপনি ফেসবুক অ্যাপ বের করে ডান দিকে আপনার প্রোফাইল পিকটারের উপর টাচ করুন।

মোবাইলে ফেসবুক পেজ লিংক

নিম্নের চিত্রের মতো ইন্টারফেস-এ আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানে ডান দিকের চিহ্নিত স্থানে টাচ করুন।

স্মার্টফোনে কিভাবে ফেসবুক পেজ লিংক বের করব

এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো ফেসবুক পেজ নির্বাচন করার জন্য অপশনসমূহ দেখতে পাবেন। সেখানে আপনার কাঙ্খিত পেজটি নির্বাচন করুন।

পেজ প্রোফাইল নির্বাচন করা

পেজটি ওপেন হলে নিম্নের চিত্রের মতো সেখানে থাকা প্রোফাইল পিকচারের উপর টাচ করুন।

পেজ প্রোফাইল অপশন

এবারে নিম্নের চিত্রের মতো ডান দিকের থ্রি ডট মেনুতে টাচ করুন।

ফেসবুক পেজ প্রোফাইল অপশন

এবারে আপনকে Page Settings নামক ইন্টারফেস-এ নিয়ে যাওয়া হবে সেখানে নিচের দিকে আপনার ফেসবুক পেজটির লিংক পেয়ে যাবেন।

সহজেই ফেসবুক পেজ লিংক বের করার উপায়

আশা করছি আপনি এখন থেকে সহজেই আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ এর লিংক বের করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top