জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর এখন মাসে প্রায় ২.৯৬ বিলিয়ন অ্যাকটিভ ইউজার রয়েছে। আপনি নিশ্চিই জেনে গেছেন যে, সর্বাধিক জনপ্রিয় এ সোস্যাল মিডিয়া ফেসবুক থেকে আয় করা এখন অনেকেই পেশা হিসেবে নিয়েছেন এবং বেশ ভালো রকম আয়ও করছেন। কিভাবে এই প্ল্যাটফরমকে কাজে লাগিয়ে এখানে দেখানো উপায়গুলি ব্যবহার করে আপনিও আয় করতে পারেন সে সম্পর্কে থাকছে আজকের এ পোষ্টে।
মোবাইলে অনলাইন ইনকামের বিশ্বস্ত সাইট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Table of Contents
ফেসবুক থেকে আয় করা কি সম্ভব?
সকলের হাতে হাতে এখন স্মার্টফোন। আর এ সকল স্মার্টফোনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে অধিক জনপ্রিয় হচ্ছে ফেসবুক। শুরুতে যদিও ফেসবুক কেবল যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার হতো। কিন্তু বর্তমানে ফেসবুক অর্থ উপার্জন এর একটি বিশেষ মাধ্যম হিসেবে বেশ সুপরিচিত।
ফেসবুক থেকে আয় করার অনেকগুলো কার্যকরী উপায় আছে। যেগুলোর মাধ্যমে আপনি নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সহজেই ফেসবুক থেকে আয় করতে পারবেন। অত্যন্ত জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম হতে নানা উপায়ে অর্থ উপার্জন করা সম্ভব।

ফেসবুক হতে আয় করতে কি কি প্রয়োজন?
Facebook থেকে আয় করতে সব থেকে প্রয়োজনীয় বিষয়টি হচ্ছে আপনার দক্ষতা। আপনি যদি কোন একটি বিষয়ে দক্ষ হয়ে থাকেন সেই সাথে নিম্নের কয়েকটি সুবিধা যদি আপনার থাকে তবে আপনি সহজেই ফেসবুক থেকে আয় করতে পারবেন।
- সহজেই অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করার মত ক্রিয়েটিভিটি থাকতে হবে। যেমন- আপনি ভাল রাঁধতে পারেন, বা ভাল ভিডিও তৈরী করতে পারেন বা ভালো মার্কেটিং করতে পারেন।
- আপনার নিজের একটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে।
- ভালমানের ইন্টারনেট সংযোগসহ একটি স্মার্টফোন বা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে।
- আপনার ফেসবুক অ্যাকাউন্টে যথেষ্ট ফলোয়ার থাকতে হবে।
ফেসবুক থেকে আয় করার উপায়সমূহ
ফেসবুক থেকে আয় করার অনেক রকম উপায় রয়েছে যেমন, কন্টেন্ট তৈরী, ফেসবুক মার্কেট প্লেস, Affiliate marketing, local Product advertising, ফেসবুক পেজ বিক্রি, ফ্রিল্যান্সিং করে ইত্যাদি। ফেসবুক থেকে আয় করার জন্য এখানে দেখানো সহজ উপায়গুলো হতে আপনি যে কোনটি বেছে নিতে পারেন।
ভিডিও কনটেন্ট তৈরি
ফেসবুক থেকে আয় করার সবথেকে সহজ উপায় হচ্ছে ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করা। আপনার কাছে যে বিষয়টা ভালো লাগে সেই বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। হতে পারে আপনি ভালো রান্না করতে পারেন, কম্পিউটারের কোন কাজে এক্সপার্ট, শখের বাগান নিয়ে, পোষা কবুতর নিয়ে অথবা আপনার ঘুরতে ভাল লাগে সে বিষয়েও আপনি সহজেই ভিডিও তৈরী করে তা নিয়মিত ফেসবুক প্রোফাইল অথবা পেজে আপলোড করে সহজেই ফেসবুক হতে আয় করতে পারেন। কয়েকজন মিলে টিম করে ফানি ভিডিও আপলোড করে মাসে ১০ থেকে ১৫ লক্ষ টাকা ইনকাম করার সফলতা অনেকেই ফেসবুক থেকে পেয়েছেন।

প্রডাক্ট রিভিউ
বর্তমানে জীবনমান উন্নয়নের জন্য মার্কেটে রয়েছে অসংখ্য প্রডাক্ট। এ সকল প্রোডাক্ট এর রিভিউ করে (অর্থাৎ ভিডিও আকারে বা টেক্সট আকারে) আপনি সহজেই ফেসবুক থেকে আয় করতে পারেন। যেমন- কসমেটিক্স, ইলেকট্রনিক্স, পোষাক, মেডিসিন ইত্যাদির যেকোন বিষয়। এগুলোর গূণগতমান, মূল্য, উপকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া, কোথায় পাওয়া যাবে ইত্যাদি বিষয় নিয়েও আপনি সহজেই প্রোফাইল বা পেজ গ্রো করতে পারবেন।
এক্ষেত্রে আপনি দুটি উপায়ে আয় করতে পারবেন। প্রথমটি হলো আপনার রিভিউ করা প্রোডাক্ট বিক্রির কমিশন হতে এবং দ্বিতীয়টি হলো আপনার প্রোফাইল বা পেজ এর মনিটাইজেশন হতে।
স্পন্সর থেকে
যখন আপনার তৈরী করা ফেসবুক পেজ বা গ্রুপ এ যথেষ্ট পরিমানে অডিয়েন্স হয়ে যাবে তখন স্থানীয় লোকজনের কোন পণ্যের বা প্রতিষ্ঠানের স্পন্সর করেও সহজেই আপনি ফেসবুক থেকে আয় করতে পারেন। স্থানীয় পণ্যের প্রচার বা প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য আপনার গ্রুপে তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করতে চাইবে। এর বিনিময়ে তারা আপনাকে অর্থ প্রদান করবে। এভাবে আপনি ফেসবুক গ্রুপ তৈরী করেও আয় করতে পারবেন।
এফিলিয়েট মার্কেটিং
যারা অনলাইন হতে আয় করার চিন্তাভাবনা করেন তারা কিন্তু এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা রাখেন। এফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোন একটি প্রতিষ্ঠিত ওয়েব সাইট যেখানে হাজার হাজার বা লক্ষ লক্ষ প্রোডাক্ট থাকে। যেমন- Amazon, Daraz, Alibaba ইত্যাদি। আপনি উক্ত ওয়েব সাইট হতে তাদের অনুমতি নিয়ে অর্থাৎ তারা যদি আপনাকে অনুমোদন দেয় তখন আপনি তাদের কিছু কিছু প্রোডাক্ট আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ হতে প্রমোট করলেন।
যদি এই প্রমোট করার মাধ্যমে আপনার কাছ থেকে আপনার সেট করা লিংকে যদি কেউ প্রবেশ করে সে যদি প্রোডাক্টটা ক্রয় করে তখন আপনি সেখান থেকে একটি কমিশন পাবেন। আপনার প্রোমোট করা লিংকে প্রবেশ করার পর ২৪ ঘন্টার মধ্যে যদি কোন ভিজিটর উক্ত ওয়েবসাইট থেকে যেকোনো অথবা যতগুলো প্রোডাক্ট ক্রয় করবে সবগুলোর কমিশন আপনি সহজেই পেয়ে যাবেন।
এভাবে আপনার নিজের কোন প্রডাক্ট না থাকা সত্ত্বেও আপনি সহজেই ফেসবুক হতে আয় করতে পারবেন।
ফ্রিল্যান্সিং করে
আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তবে ফেসবুকের বিভিন্ন পেজ বা গ্রুপে আপনার কাজের অভিজ্ঞতা বা নমুনা তুলে ধরে সহজেই কাজ পেতে পারেন। কারণ অসংখ্য ফেসবুক ব্যবহারকারী হতে সহজেই আপনি অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করে নিতে পারবেন।
উদাহরণ হিসেবে, আপনি যদি একজন ভিডিও এডিটর হয়ে থাকেন তবে ফেসবুকে আপনার ভিডিও এডিটিং এর নমুনাসহ প্রচার করা পোস্ট থেকে অনেকেই ভিডিও এডিটিং এর জন্য আপনাকে হায়ার করতে পারে। এছাড়াও প্রয়োজনে অনেকেই বিভিন্ন কাজের জন্য লোক খুজে পেতে ফেসবুকে বিভিন্ন ধরণের পোষ্ট করে থাকেন। এ রকমের বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য গ্রুপ আপনি ফেসবুকে সহজেই খুঁজে পাবেন। আপনার কাজের মান যদি ভালো হয়ে থাকে তবে আপনি সহজেই ফেসবুকের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারেন।
পরিশেষে, ফেসবুকে অহেতুক সময় নষ্ট না করে কিছু না কিছু করার চেষ্টা করুন। আপনি যা পারেন সেটাই ভালোভাবে করার চেষ্টা করুন। এই প্রচেষ্টার মাধ্যমে আপনার যে দক্ষতা ও অভিজ্ঞতার সঞ্চয় হবে তা নিঃসন্দেহে আপনাকে আয়ের পথ দেখাবে।