কিভাবে সহজেই স্মার্টফোনে অথবা কম্পিউটারে PAYEER একাউন্ট খুলবেন

পেয়ার একাউন্ট কি? কিভাবে খুলবেন?

পেয়ার একাউন্ট খোলার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানবো আজ । অনলাইন ইনকাম করার সাথে জড়িত অথচ পেয়ার একাউন্ট এর নাম শোনেননি এমন মানুষ খুজেঁ পাওয়াই যাবে না। আমরা যারা অনলাইনে ছোট খাটো কাজ করে থাকি, তারা কিন্তু PAYEER একাউন্ট ব্যবহার করে সহজেই পেমেন্ট একদম হাতে হাতে নিতে পারি। 

পেয়ার একাউন্ট কি?

PAYEER একাউন্ট হচ্ছে একটি বিনামূল্যের ইলেকট্রনিক ওয়ালেট বা একাউন্ট। এই PAYEER একাউন্ট বর্তমানে অনেক দেশে বহুল ব্যবহৃত একটি ওয়ালেট। এর সাহায্যে আপনি দ্রুত এবং নিরাপদে ডলার/টাকা কাউকে পাঠাতে অথবা গ্রহণ করতে পারবেন। PAYEER একাউন্ট ব্যবহার করে এটিএম বুথ থেকেও টাকা উঠাতে পারবেন।

PAYEER বর্তমানে ১২৭টি এর বেশী দেশে ব্যবহৃত হয়ে আসছে। PAYEER এর মাধ্যমে আপনি অনায়াসে Bitcoin, Ethereum, Litecoin, Bitcoin Cash ইত্যাদি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ তথা কেনা-বেচা করতে পারবেন।

পেয়ার একাউন্ট খোলার প্রক্রিয়া

পেয়ার একাউন্ট খোলার জন্য আমরা এখানে দুটি উপায় সম্পর্কে আলোচনা করবো। একটি হচ্ছে কম্পিউটারে ওয়েব সাইট ব্যবহার করে এবং দ্বিতীয়টি হচ্ছে স্মার্টফোনে PAYEER অ্যাপ ইনস্টল করে। নিম্নে এ দুটি বিষয়ে বিস্তারিত দেখানো হলো।

ওয়েব ব্রাউজারের মাধ্যমে পেয়ার একাউন্ট খোলা

ওয়েব ব্রাউজারের মাধ্যমে পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য কম্পিউটারের যে কোনো ওয়েব ব্রাউজারে প্রবেশ করে এর অ্যাড্রেসবারে টাইপ করুন payeer.com অথবা এখানে ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো পেয়ারের পেজ এ আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানে চিহ্নিত “CREATE ACCOUNT” বাটনে ক্লিক করুন।

পেয়ার একাউন্ট খোলার নিয়ম

এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো একটি ওয়েব পেজ-এ নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার ইমেইল অ্যাড্রেস বসিয়ে নিয়ে “Create Account” বাটনে ক্লিক করুন।

পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য ইমেইল প্রদান

এবারে নিচের চিত্রের মতো আপনাকে আরও একটি ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে। এখানে আপনার প্রদানকৃত ইমেইলে পাঠানো কোডটি এখানে বসিয়ে নিয়ে “Create Account” বাটনে ক্লিক করুন।

Payeer একাউন্ট খোলার ইমেইল ভেরিফিকেশন করা

এ পর্যায়ে আপনাকে নিম্নের চিত্রের মতো ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার পছন্দমতো পাসওয়ার্ড দিয়ে নিন। একই পাসওয়ার্ড “Repeat password” বক্সে দিয়ে নিন। এর নিচের দিকে “Secret code” কোড এবং আপনার “Account name” দেখতে পাবেন। যার শুরুতে “P” দেয়া রয়েছে। এখানকার সিক্রেট কোড এবং অ্যাকাউন্ট নেমসহ সকল প্রয়োজনীয় তথ্যাদি কোথাও লিখে রাখুন। এরপর “Next” বাটনে ক্লিক করুন।

পেয়ার অ্যাকাউন্ট তৈরীর পাসওয়ার্ড

এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো ইন্টারফেজ এ নিয়ে যাওয়া হবে।

পেয়ার অ্যকাউন্ট খুলুন আপনি নিজেই

সেখানে আপনার নামের প্রথম শব্দ এবং দ্বিতীয় ঘরে দ্বিতীয় শব্দ দিয়ে নিচের দিকে “Done” বাটনে ক্লিক করুন। এবারে আপনাকে PAYEER একাউন্ট এর নিম্নের চিত্রের মতো ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। সেখানে চিহ্নিত “DOWNLOAD .TXT FILE” বাটনে ক্লিক করে আপনার একাউন্ট সংক্রান্ত তথ্যাদি ডাউনলোড করে নিয়ে কোন নিরাপদ স্থানে সংরক্ষণ করে নিতে পারেন।

Payeer একাউন্ট ড্যাশবোর্ড

উপরের বাম দিকে আপনার PAYEER একাউন্ট ব্যালান্স দেখতে পাবেন।

মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার বিশ্বস্ত একটি সাইট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

স্মার্টফোনের মাধ্যমে পেয়ার একাউন্ট খোলা

স্মার্টফোনে পেয়ার একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার স্মার্টফোন হতে গুগল প্লে স্টোর ওপেন করে নিন। এবারে সেখানে সার্চ করুন “payeer”। নিম্নের চিত্রের মতো অ্যাপটি দেখতে পাবেন। সেখানে “Install” নির্বাচন করুন। অল্প কিছুক্ষণের মধ্যে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। সেটি ওপেন করে নিন।

কিভাবে স্মার্টফোনে Payeer অ্যাপ ইনস্টল করা

নিম্নের চিত্রের মতো ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে “LOGIN” এর নিচের দিকে পাবেন “CREATE ACCOUNT” অপশন। আপনি সেটি নির্বাচন করুন।

স্মার্টফোনে Payeer একাউন্ট তৈরী করা

User Agreement প্রদর্শিত হবে, সেখানে নিচের দিকে থাকা “AGREE” অপশন নির্বাচন করুন। এবারে আপনাকে নিম্নের চিত্রের মতো আপনার নতুন PAYEER একাউন্ট এর সংক্ষিপ্ত সামারি দেখতে পাবেন।

স্মার্টফোনে পেয়ার অ্যাকাউন্ট সামারি

এখানে থাকা স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হওয়া পাসওয়ার্ড যদি আপনার পছন্দ না হয় তবে নিচের দিকে “CHANGE PASSWORD” অপশন নির্বাচনের মাধ্যমে আপনার কাঙ্খিত পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ে “CONFIRM” অপশন নির্বাচন করুন।

এবারে আপনাকে চার সংখ্যার একটি পিন সেট করার জন্য অপশন প্রদর্শন করা হবে। সেখানে আপনার পছন্দমতো চার ডিজিটের পিন সেট করে নিন। এরপর নিম্নের চিত্রের মতো অ্যাপটি আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার অনুমতি চাইবে।

পেয়ার অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট

আপনি চাইলে এটি এনাবল করতে পারেন অথবা নিচের দিকে স্কিপ করে যেতে পারেন।

এরপর আপনাকে অ্যাপটির দুটি থিম দেখানো হবে, সেখান থেকে আপনি আপনার পছন্দমতো একটি থিম নির্বাচন করে নিন। সব শেষে আপনি আপনার PAYEER একাউন্টের চুড়ান্ত ড্যাশবোর্ডটি দেখতে পাবেন।

PAYEER একাউন্টের ড্যাশ বোর্ড

আপনি পেয়ার একাউন্টে অনেক ধরণের কারেন্সি ডিপোজিট করে রাখতে পারবেন। এখানে থেকে সহজেই আপনি বিকাশ, নগদ, উপায় বা এ ধরণের একাউন্টগুলোতে অর্থ ট্রন্সফার করে নিতে পারবেন।

আশা করছি আপনি খুব সহজেই আপনার পেয়ার একাউন্ট খুলে নিতে পেরেছেন। এ বিষয়ে কোন জানার থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top