গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জন্ম নিবন্ধন ফি ই-পেমেন্ট সিস্টেমে পরিশোধ করার সুবিধা চালু করেছেন। এখন থেকে জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল ফি অনলাইনের সাহায্যে ই-পেমেন্ট সিস্টেমে পরিশোধ করতে পারবেন। আজ আমরা এখানে শিখব কিভাবে জন্ম নিবন্ধন আবেদনের ফি সমূহ জন্ম নিবন্ধন ই-পেমেন্ট এর মাধ্যমে পরিশোধ করবেন।
Table of Contents
জন্ম নিবন্ধন ফি ই-পেমেন্ট কি?
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে ব্যয় ও ঝামেলা কমিয়ে ইজি অব ডুইং বিজনেস সূচকে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে চালু হচ্ছে এই ই-পেমেন্ট সিস্টেম। সরকারি বিভিন্ন সেবা পেতে নির্ধারিত ফি সমূহ যেমন, ভ্যাট, টার্নওভার কর, সম্পূরক শুল্ক, জরিমানা, সুদ ইত্যাদি ফি ই-পেমেন্ট সিস্টেম ব্যবহার করে পরিশোধ করতে পারবেন। ই-পেমেন্ট সুবিধা ব্যবহার করে যে কোনও ব্যক্তি নিজস্ব ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহার করে যেকোনও প্রদেয় কর সহজে, ঝুঁকিমুক্ত অবস্থায় এবং কম সময়ে সরকারি কোষাগারে জমা দিতে পারবেন।
জন্ম নিবন্ধন ম্যাপিং সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
কিভাবে জন্ম নিবন্ধন ফি ই-পেমেন্ট করবেন?
ই-পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার জন্ম নিবন্ধন ফি পরিশোধ করতে পারবেন। এ জন্য আপনি মোবাইল ব্যাংকিং এর সুবিধা ব্যবহার করতে পারেন। এ কাজে আপনি বিকাশ, রকেট, উপায় ইত্যাদি মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে পারবেন।
প্রথমেই আপনি আপনার প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে নির্ভুলভাবে জন্ম নিবন্ধনের আবেদনটি করে ফেলুন। এরপর কম্পিউটার হতে যে কোনও ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করুন eservices.bdris.gov.bd এবং কিবোর্ড হতে এন্টার কি প্রেস করুন, অথবা এখানে ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো একটি ওয়েব সাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানে চিত্রে দেখানো ই-পেমেন্ট এর “প্রবেশ করুন” বাটনে ক্লিক করুন।

এবারে নিম্নের চিত্রের মতো একটি পেজ এ আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখান আপনাকে “আবেদনের প্রকৃতি” হতে “জন্ম নিবন্ধন আবেদন” নির্বাচন করে দিতে হবে। এর নিচের ঘরে আপনার জন্ম নিবন্ধন আবেদন আইডি অর্থাৎ মোবাইলে প্রাপ্ত আবেদন কোড দিয়ে নিতে হবে। তার নিচে উক্ত আবেদন পত্রে প্রদানকৃত জন্ম তারিখ (প্রথমে দিন এবার মাস এরপর বছর) দিয়ে নিতে হবে।

এর নিচের দিকে আপনি কয়েকটি এলোমেলো অক্ষর দেখতে পাবেন। সেখানে থাকা অক্ষরগুলি নিচের ঘরে বসিয়ে নিন। যদি কোনও কারণে অক্ষরগুলো বুঝতে সমস্যা হয় তবে লেখাগুলোর উপর মাউসের সাহায্যে ক্লিক করলে নতুন নম্বর দেয়া হবে।
এবারে “Search” বাটনে ক্লিক করলে উপরে লাল রেখা দিয়ে চিহ্নিত অংশে আবেদনের তথ্যাদি তথা জন্ম নিবন্ধন কার্যালয়ের নাম, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, আবেদনের তারিখ, ফি এর পরিমান, মোবাইল নম্বর ইত্যাদি দেখতে পাবেন।
সব কিছু ঠিক থাকলে ডান দিকে “Next” বাটনে ক্লিক করুন।
প্রদানকৃত তথ্যে সঠিকতার জন্য আপনাকে আবারও তথ্যগুলি দেখানো হবে এবং আপনি নিশ্চিত হলে ডান দিকে থাকা “Confirm” বাটনে ক্লিক করুন।
এবারে আপনাকে আইবাস এর “অটোমেটেড চালান সিস্টেম” এর পেজ এ নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি নিম্নের চিত্রের মতো বিভিন্ন তথ্যাদি দেখতে পাবেন।

এখানে নিচের দিকে আপনি নানা ধরণের ব্যাংকিং প্রতিষ্ঠানের নাম দেখতে পাবেন। আপনি যে ব্যাংকিং প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের মাধ্যমে ই পেমেন্ট করবেন তা এখান থেকে নির্বাচন করে নিন।
বিকাশ, নগদ বা উপায় অ্যাকাউন্ট হতে
জন্ম নিবন্ধন ফি ই-পেমেন্ট মাধ্যমে ফি প্রদানের জন্য বিকাশ, নগদ বা উপায় এর মতো মোবাইল ব্যাংকিং সুবিধা পেতে “সোনালী ব্যাংক লিমিটেড” সিলেক্ট করে নিন। এরপর “Save & Continue” বাটনে ক্লিক করুন। নিম্নে দেখানো চিত্রের মতো একটি ইন্টারফেস এ আপনাকে নিয়ে যাওয়া হবে।

এখানে চিহ্নিত “Mobile Banking” ট্যাব এ ক্লিক করুন। নিম্নের চিত্রের মতো ই পেমেন্ট মেথডসমূহ দেখতে পাবেন।+

আপনার পছন্দমতো ই পেমেন্ট মেথড নির্বাচন করুন। ধরে নিলাম আপনি বিকাশ এর মাধ্যমে ই-পেমেন্ট করতে চাচ্ছেন। তাই বিকাশ এর উপর ক্লিক করুন। এবারে নিম্নের চিত্রের মতো একটি বার্তা দেখাবে।

এখানে আপনি আবেদন ফি এর মূল্য এবং এর প্রসেসিং ফি সেই সাথে সব মিলিয়ে মোট টাকার পরিমান দেখতে পাবেন। এখানে “Confirm” বাটনে ক্লিক করুন।

এবারে “Pay with bKash” বাটনে ক্লিক করুন। নিম্নে দেখানো চিত্রের মতো বিকাশ পেমেন্ট ইন্টারফেস আসবে। সেখানে আপনার বিকাশ একাউন্টের মোবাইল নম্বরটি দিয়ে নিয়ে “CONFIRM” অপশনে ক্লিক করুন।

এবারে আপনার বিকাশ-এ পর্যাপ্ত ব্যালেন্স থাকলে অ্যাকাউন্টের পিন নম্বর সরবরাহ করে জন্ম নিবন্ধন ই-পেমেন্ট নিশ্চিত করুন। এরপর পেমেন্ট চালান এর কপিসহ আপনার আবেদনপত্রটি সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে দাখিল করুন।
আপনি এভাবেই প্রদর্শিত ব্যাংকগুলোর মধ্যে যে কোনটির মাধ্যমে সহজেই জন্ম নিবন্ধন ফি ই-পেমেন্ট সুবিধা ব্যবহার করে জন্ম নিবন্ধন ফি প্রদান করতে পারবেন।
ভিডিও আকারে দেখতে-