ছেলেদের আবেগী মনের ভাব প্রকাশের জন্য তার বন্ধুজনের সাথে শেয়ার করার লক্ষ্যে এখানে থাকছে ছেলেদের ফেসবুক স্ট্যাটাস। হৃদয়ের অপ্রকাশিত অনুভূতি প্রকাশ করে নিজেকে হালকা করার জন্য যা বেশ কাজের। আশা করছি এখানে থাকা ফেসবুক স্ট্যাটাসগুলি আপনার পছন্দ হবে।
Table of Contents
আবেগী মনের ভাব প্রকাশের জন্য ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই,
যে থাকার সে থাকবেই।
আর যে চলে যাওয়ার,
সে চলে যাবেই।
শতভাগ ভরসা ছিল,
বিশ্বাসও ছিল শতভাগ,
পরে বুঝেছি এগুলো ছিল ভুল জায়গায়!
ভাবতেও পারিনি,
জীবনে এমনও সময় আসবে,
লুকিয়ে কাঁদতে হচ্ছে,
সবার সামনে আবার হাসিমুখেও থাকতে হচ্ছে!
একদিন ঠিকই বুঝতে পারবে,
কে তোমার আপন ছিল,
আর কে পর!
আর তর্ক করি না,
নিজেকে সরিয়ে নিয়ে বলি,
তুমি ঠিক, আমি ভুল!
আমি তো দু’চোখে ভালই দেখতে পেতাম,
তবুও মানুষ চিনতে পারলাম না!
দুনিয়ায় ভয়ংকর রোগের নাম ”মায়া“!
এ রোগে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত জীবন্ত লাশ
হয়ে থাকে!
কোথায় আছে সে?
যে, এক যুগ পরেও মুখে হাসি নিয়ে আমায় বলবে
সেই প্রথম দিনের মতোই ভালোবাসি তোমাকে!
অবহেলা পাওয়ার চাইতে
নিজেকে সরিয়ে নেয়াই ভালো!
লোভী আর স্বার্থপর কখনও
সম্পর্কের মর্যাদা দিতে জানে না,
তারা লাভ দেখলেই
সম্পর্ক পরিবর্তন করে নেয়।
আমি বোকা নই,
চুপচাপ আছি বলে ভেবো না
আমি কিছুই জানি না।
বরং আমি সবকিছু জানি,
শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি।
-সবুজ
কাকে খোঁজ?
যে সুন্দর করে সাজে!
বোকা তুমি,
খোঁজ তাকে, যে তোমায়
সুন্দর করে বোঝে
বাহিরের সৌন্দর্য দিয়ে কি হবে,
যদি তোমার চরিত্রটাই ঠিক না থাকে!
কখনও মানুষের মন ভেঙো না।
মানুষের মন ভাঙা আর ইশ্বরের ঘর ভাঙা,
একই কথা।

কারও উপর এত বেশী নির্ভর করো না,
যখন সে মুখ ফিরিয়ে নেবে,
তখন তুমি অসহায় বোধ করবে।
খারাপ সময়গুলো একাই পার করেছি,
তাই কে আমার পাশে থাকলো আর কে চলে গেল
তাতে আমার কিছুই আসে-যায় না।
বুঝেগেছি দিন শেষে আমি আমার।
বিশাল হৃদয় দিয়ে কি হবে
যদি দুঃখই না বোঝ।
আমাদের সুন্দর জীবন নিয়ে স্ট্যাটাসগুলি দেখতে এখানে ক্লিক করুন।
নিজে থেকে সরে এসেছি,
আমি বড্ড বেমানান
তোমাদের ভদ্র সমাজে!
তোমার থেকে সরে এসেছি, কারণ
নিজের প্রতি একটু শ্রদ্ধা রাখা তো
অপরাধ নয়, তাই না।
কোনও কারণ ছাড়াই
আমি তোমার মন থেকে
নিজেকে সড়িয়ে নিয়েছি!
তুমি কাঁদবে কেনো?
কাঁদবে তো সে,
তোমার সরলতার সুযোগে
যে তোমার সাথে অভিনয় করেছে।
ভুলে যেও না,
নকল মানুষের মিষ্টি কথার চাইতে
আসল মানুষের রাগী কথা অনেক ভালো।

মানুষের চোখে খারাপ হতে
খারাপ কাজ করার দরকার নেই।
শুধু উচিত কথা বলেই দেখো।
অযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করার প্রতিফল
জীবন দিয়ে শোধ করছি!
টাকা দিয়ে ঘড়ি কেনা গেলেও
সময় কিন্তু কেনা যায় না।
টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা গেলেও
সুন্দর মনের ভালোবাসা পাওয়া যায় না।
ঘুমিয়ে গেলে আর কোনও কথা থাকে না,
হোক সেটা শরীর কিংবা মন!
নিশি রাত নতুন কোনও স্বপ্ন দেখায় না,
থেকে থেকে কেবল
ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়!
বিষের চেয়েও বেশী বিষাক্ত হয়,
একটা মানুষের মিথ্যে
অভিনয়।
যদি কারও ভালোবাসার জন্য অনুরোধ করতে হয়,
তবে সেই ভালোবাসা থেকে সরে আসাই শ্রেয়।
জীবন নিয়ে ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
চালাক হলেই মানুষ হওয়া যায় না,
চালাক তো শেয়ালও।
মানুষ হতে হলে তার মধ্যে
মনুষত্ব থাকা দরকার।
কোন এক দিন আফসোস করবে তুমি
মনে হবে সত্যিই আমার সাথে তুমি
কাজটা ঠিক করনি।

তুমি ভাগ্যবান কারণ,
তুমি যাকে কষ্ট দাও সে শুধু কাঁদতে জানে।
প্রতিশোধ নিতে জানে না।
খেয়াল রাখতে গিয়ে বার বার আঘাত পেয়েছি।
বেইমান কখনো বিশ্বাস পাওয়ার যোগ্য হয়ে ওঠে না।
তারপর দেখলা,
জীবন থেকে অনেক মানুষ
হারিয়ে গেছে।
জানো কি?
অবহেলা হারিয়ে গেলে
সেই মানুষ আর কখনও
ফিরে আসে না।
মানুষকে দেখে বোঝার উপায় নেই
হাসি-খুশি এমন অনেক মানুষও
জীবন্ত লাশ হয়ে চলাফেরা করে।
অপরিচিত ছিলাম এটাই ভালো ছিল,
পরিচিত হতে গিয়ে শুধু অবহেলিত হলাম।

চাইলেই কি ধরে রাখা যায়,
যদি কেউ থাকতে না চায়।
সরল মনের মানুষেরাই
প্রতারণার শিকার হয়ে থাকে।
কারণ তারা ভুল মানুষের উপর
ভরসা করে ফেলে।
সুন্দর চেহারার মানুষ নয় সুন্দরে
আসল সৌন্দর্য সেতো মানুষের অন্তরে।
যদি অনুভব করো
কেউ তোমায় এড়িয়ে চলছে,
আর তাকে বিরক্ত করা
তোমার উচিত হবে না।
জীবনে বাঁধাগুলোর কারণেই
জানতে পেরেছি
কে আপন আর কে পর।
বুঝে গেছি,,
আমি তোমায় নিয়ে যতই ভাবি না কেন,
তুমি আমাকে নিয়ে আর ভাবই না!
আমার সাথে যে অবহেলাটা করো
আমি কিন্তু সেটা বুঝি।
তবুও আমি তোমার অবহেলাতেই
আমি ভালোবাসা খুঁজি।
অবহেলা শেষ হলে ডাক দিও,
আবারও তোমায় আগের মতই
কতটা ভালোবাসি বুঝে নিও।
আমিও পারতাম,
তখন বুঝতে,
অবহেলা কতটা কষ্ট দেয়।

আমি অনেক মানুষই চিনতে পারিনি,
তবে, তাদের রূপ বদলানো দেখেছি।
প্রতিটি কষ্টই মানুষকে শিক্ষা দেয়।
আর সে শিক্ষা
মানুষকে বদলে দেয়।
মনে সবার প্রতি মায়া আসে না
আর যার প্রতি মায়া আসে
সে কখনই সেই মায়া বোঝে না।
“পরিস্থিতি” তোমাকে ধন্যবাদ।
তুমি বুঝিয়ে দিয়েছো
সব আপনজন আপন হয় না!
চোখের দেখায় কাউকেই চেনা যায় না।
সময়ে সাথে সাথে সবার
আসল রূপ বের হয়ে আসে।
এতো দিনে বুঝেছি
মানুষ বদলানোর আগে
তার কথা বলার ধরণ
পাল্টে যায়।
যাকে যতো বেশী বিশ্বাস করি,
সে ততো বেশী প্রতারণা করে।
জীবনে সুখ দুঃখগুলো কখনও স্থায়ী হয় না,
কিন্তু মানুষের দেয়া আঘাতগুলো
অনেক দীর্ঘস্থায়ী হয়ে যায়।
কেউই পাশে থাকে না,
যত কষ্টই হোক, একাই দাড়াতে হয়,
তারা শুধু জ্ঞান দেয়!
যে শহরে মনের চেয়ে
রঙিন মুখোশ অনেক দামি,
সেই শহরে বেমানান,
রংহীন এই আমি।
আঘাত ভুলে গেলেও
আঘাতকারীকে ভোলা যায় না।
ক্ষত শুকিয়ে গেলেও
দাগ মুছে যায় না।
মানুষের সব থেকে সুন্দর অংশ হচ্ছে,
মন, সেটাই যদি নোংরা হয়ে,
তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে!
যে আপন সে কখনও ছেড়ে যাবে না।
আর যে ছেড়ে চলে গেছে,
সে কখনও আপনই ছিল না।
জীবনটা আবার শুরু থেকে শুরু
করতে পারলে দারুন হতো।
ভুলগুলো সব শুধরে নিতে পারতাম।
সত্যিকারের সম্পর্ক হলো
একটি ভাল বইয়ের মতো,
যতই পুরাতন হোক না কেন,
তার শব্দগুলো বদলায় না।
বাস্তবতার হাতে আমি বন্দী,
নিজেকে নিয়ে তাইতো
আর ভাবি না।
জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ,
কিন্তু গল্পের মত জীবনকে সাজানো
খুবই কঠিন।
কষ্ট কখনও কমে না,
দিনে দিনে শুধু সেটা
সহ্য করার ক্ষমতা বেড়ে যায়।
বদলে যাইনি,
আগেই মতই আছি।
পার্থক্য একটাই
আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি।
তোমার সমস্যা তোমাকেই
সমাধান করতে হবে।
বাকিরা তো ডজন ডজন
পরামর্শ দিয়েই চলে যাবে।
আঘাত দিয়ে দিয়ে যে মানুষগুলো
আমাকে শক্ত বানিয়ে দিলো,
সব শেষে তারাই আবার বলে,
আমি নাকি বদলে গেছি।
জীবন তো খুব বেশী বড়ো না,
চলুক না, যেভাবে চলছে।
কিসে এতো আফসোস। 🎉
চেষ্টা করো, নিজেকে সামলাতে শেখো,
মানুষগুলো আজকাল আবহাওয়ার মতো,
ক্ষণে ক্ষণে বদলে যায়!
তোমাকে ভুলে যাওয়ার সাহস আমার নেই।
আবার জোর করে ধরে রাখার অধিকারও নেই।
শুধু তোমায় ভালবাসি,
কেননা এতে অনুমতির প্রয়োজন নেই। 💔
যদি সময় পাও তবে
নিজের চরিত্রের দিকে তাকিও।
অন্যের চরিত্র নিয়ে কথা বলার
ইচ্ছেটা আর থাকবে না।
সময় কাওকে অপেক্ষা করায়,
আবার কাওকে বদলে দেয়।
কিন্তু কারও জন্য থেমে থাকে না।