কপিরাইট ফ্রি ভিডিও মূলত ইউটিউব, ফেসবুক বা টিকটকসহ এ ধরণের মাধ্যমগুলোতে আপলোড করার জন্য আমাদের ডাউনলোড করার প্রয়োজন হয়ে থাকে। আমরা ইচ্ছে করলেই এই মাধ্যমগুলোতে ইতিপূর্বে আপলোডকৃত ভিডিওগুলি ডাউনলোড করতে পারলেও এগুলো কিন্তু কপিরাইট ফ্রি ভিডিও নয়। আজ আমরা বিনামূল্যে বিভিন্ন ক্যাটাগরির হাই কোয়ালিটির ভিডিও ফুটেজ বা ভিডিও ক্লিপ ডাউনলোড করার কয়েকটি ওয়েব সাইট এর সাথে পরিচিত হব। যেখানে আপনি পাবেন অসংখ্য কপিরাইট ফ্রি ভিডিও। যা আপনি সহজেই ফ্রিতে ডাউনলোড করে নিয়ে সেগুলোকে ইচ্ছেমত এডিট বা কাস্টমাইজ করে আপনি যে কোন ধরণের বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন।
Table of Contents
আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে আমাদের আবেগ-অনুভূতি প্রকাশ করতে নানা ধরণের ভিডিও চিত্র, ইমেজ বা ছবি, টেক্সট ইত্যাদি ব্যবহার করে থাকি। আপনি চাইলেই এই সকল ভিডিও ফুটেজ আপনার ব্যক্তিগত কাজে, অথবা ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবেন না। কারণ এগুলো কপিরাইট ফ্রি ভিডিও নয়। চলুন আগে আমরা জেনে নেই কপিরাইট বলতে কি বুঝায়?
কপিরাইট কি?
এক কথায় কপিরাইট হচ্ছে মৌলিক কোন সৃষ্টিকর্মের মালিকানা বা সত্ত্বাধিকারী নিশ্চিত করা। এর আওতায় সাহিত্য বা প্রবন্ধ, শিল্পকর্ম, সংগীত, চলচ্চিত্র, স্থাপত্য, আলোকচিত্র, ভাস্কর্য, লেকচার, কম্পিউটার প্রোগ্রাম, নকশা ইত্যাদি যা কিছু মৌলিকভাবে তৈরি করা হবে, সবকিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত। কপিরাইট যুক্ত কোন কিছু এর সত্ত্বাধিকারী এর অনুমতি ব্যতিত কোন ব্যক্তিগত বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। আবার কিছু কিছু এ ধরণের সৃষ্টিকর্ম রয়েছে যাদের সত্ত্বাধিকারী এ শর্ত বাতিল করে দিয়ে থাকেন। অর্থাৎ তাদের সৃষ্টিকর্মগুলি আপনি ব্যক্তিগত, বাণিজ্যিক, এতে নতুন কিছু সংযোজন, বিয়োজন করে ব্যবহার করতে পারবেন।
কপিরাইট ফ্রি ভিডিও কি?
Copyright Free Video বলতে সেই সকল ভিডিওকে বুঝায় যে ভিডিও চিত্রগুলি কোন একজন ব্যবহারকারী তার ব্যক্তিগত বা বাণিজ্যিক অথবা উক্ত ভিডিওতে নতুন কোন কিছু সংযোজন বা বিয়োজন বা যে কোন ধরণের পরিবর্তন করে নিয়ে তা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এ ধরণের ভিডিওগুলিকে আপনি যে কোন উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন।
কপিরাইট ফ্রি ভিডিও কোথায় পাবেন?
অনলাইনে অনেকগুলো কপিরাইট ফ্রি ভিডিও সোর্স রয়েছে। এখানে কপিরাইট ফ্রি ভিডিও পাবার কয়েকটি ওয়েব সাইট সম্পর্কে আলোচনা করা হলো।
Pixabay
অনলাইন প্লাটফরমে কপিরাইট ফ্রি ভিডিও পাবার উপযুক্ত ওয়েব সাইট এটি। এখানে রয়েছে হাজার হাজার বিভিন্ন ক্যাটাগরির, সাইজের, রেজুলেশনের ছবি। সেই সাথে রয়েছে অসংখ্য ভিডিও ক্লিপ। যা আপনি সহজেই ডাউনলোড করে নিয়ে আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন।

সুবিধা সমূহ-
- কোন রকম রেজিস্ট্রেশন এর ঝামেলা নেই।
- এই ওয়েব সাইট হতে আপনি বেশ হাই কোয়ালিটির ভিডিও ফুটেজ ডাউনলোড করে নিতে পারবেন।
- রয়েছে ক্যাটাগরি ভিত্তিক খোঁজার অপশন।
- বিভিন্ন সাউন্ড ইফেক্ট, মিউজিক, বিভিন্ন ধরণের গ্রাফিক্স, ছবি ইত্যাদি ডাউনলোড সুবিধা।
- কোন রকম ওয়াটারমার্ক নেই।
Pexels
এই ওয়েবসাইট-টিও একই রকম। এখানেও আপনি অসংখ্য ইমেজ ও ভিডিও পাবেন। আড়া-আড়ি বা খাড়া অপশনের ভিত্তিতেও আপনি এখানে থাকা ভিডিও বা ছবিগুলি হতে আপনার কাঙ্খিত বিষয়বস্তুর ছবি বা ভিডিও সহজেই খুঁজে পাবেন এখানে। হাই কোয়ালিটি সুবিধাতো থাকছেই।

সুবিধা সমূহ-
- কোন রকম রেজিস্ট্রেশন এর ঝামেলা নেই।
- হাই কোয়ালিটির ভিডিও বা ইমেজ ডাউনলোড সুবিধা।
- কোন রকম ওয়াটারমার্ক নেই।
Mixkit
এই ওয়েবসাইট টিতে পাবেন অসংখ্য ক্যাটাগরি ভিত্তিক ভিডিও চিত্র। অসংখ্য ইমেজ তো রয়েছে। আপনি এখানে থাকা ভিডিও বা ছবিগুলি হতে আপনার কাঙ্খিত বিষয়বস্তু ভিত্তিক ছবি বা ভিডিও সহজেই খুঁজে পাবেন এখানে। উচ্চমান রেজোউলিশন সুবিধাতো থাকছেই।

সুবিধা সমূহ-
- কোন রকম রেজিস্ট্রেশন এর ঝামেলা ছাড়াই আনলিমিটেড ডাউনলোড।
- হাই কোয়ালিটির ভিডিও বা ইমেজ ডাউনলোড সুবিধা।
- ছবি, ভিডিও, সাউন্ড ইফেক্ট, মিউজিক, আইকন ইত্যাদি ডাউনলোড সুবিধা।
- কোন রকম ওয়াটারমার্ক নেই।
Pikwizard
Pikwizard হচ্ছে এমনই একটি কপিরাইট ফ্রি স্টক ফুটেজ ওয়েবসাইট। যেখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য ভিডিও কালেকশন পেয়ে যাবেন। এখানে আপনি বিভিন্ন ধরণের পশু-পাখি থেকে শুরু করে বিভিন্ন Art, Building, Food, Education, Healthcare, Auto, Technology এবং আরো অন্যান্য ক্যাটাগরির হাই কোয়ালিটি ভিডিও ফুটেজ ও বিভিন্ন ধরণের স্থির ছবি পেয়ে যাবেন যা আপনি নিজের ভিডিও প্রোডাকশনে ব্যবহার করতে পারেন।

সুবিধা সমূহ-
- কোন রকম রেজিস্ট্রেশন এর ঝামেলা ছাড়াই আনলিমিটেড ডাউনলোড।
- ওয়েবসাইটেই ছবিতে টেক্সট যুক্ত করার সুবিধা।
- বিভিন্ন দৈর্ঘ্য ও প্রস্থের হাই কোয়ালিটির ভিডিও বা ইমেজ ডাউনলোড সুবিধা।
- সকল কনটেন্ট এ ওয়াটারমার্ক বিহীন ডাউনলোড সুবিধা।
Free Nature Stock
অসাধারণসব প্রকৃতির ছবি ও ভিডিও সমৃদ্ধ একটি কপিরাইট ফ্রি স্টক ফুটেজ ওয়েবসাইট হচ্ছে এটি। যেখানে আপনি প্রকৃতি বিষয়ক বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য ভিডিও কালেকশন পেয়ে যাবেন। এখানে আপনি বিভিন্ন ধরণের গাছ-পালা, লতা, ফুল-ফল ইত্যাদি ক্যাটাগরির উচ্চ কোয়ালিটির ভিডিও ফুটেজ ও বিভিন্ন ধরণের স্থির ছবি পেয়ে যাবেন যা আপনি সহজেই আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারেন।

সুবিধা সমূহ-
- রেজিস্ট্রেশন এর ঝামেলা ছাড়াই আনলিমিটেড ডাউনলোড।
- প্রাকৃতিক দৃশ্যাবলীর বিশাল ভান্ডার।
- বিভিন্ন দৈর্ঘ্য ও প্রস্থের হাই কোয়ালিটির ভিডিও বা ইমেজ ডাউনলোড সুবিধা।
- সকল কনটেন্ট এ ওয়াটারমার্ক বিহীন ডাউনলোড সুবিধা।
আশা করছি উল্লেখিত ওয়েব সাইটগুলো থেকে আপনি আপনার পছন্দের কপিরাইট ফ্রি ভিডিও, ছবি, মিউজিক ও সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে তা সহজেই ব্যবহার করতে পারবেন।